Books

সাইকো অনুবাদ Pdf Download

সাইকো অনুবাদ pdf – psycho pdf download link – আমেরিকান সাইকো pdf

#পাঠ প্রতিক্রিয়া
#উপন্যাসঃ সাইকো
#লেখকঃ রবার্ট ব্লচ
#অনুবাদঃ অনীল দাশ অপু
#ক্যাটাগরিঃ সাইকোলজিক্যাল থ্রিলার
বিশ্ব বিখ্যাত হরর লেখক রবার্ট ব্লচের প্রথম লেখা উপন্যাস সাইকো। সাইকো এমন একটা থ্রিলার যার প্রতি প্যারায় রয়েছে পাঠকের জন্য বিষ্ময়। নরম্যান বেটস একজন পূর্ন বয়স্ক শিশু যাকে বলা যায় গ্রোয়েন আপ টডলার। যার বাইরের দুনিয়া সম্পর্কে নেই আদৌও কোন জ্ঞান বা ধারনা। যাকে মাম্মাস বয় বলেই মনে হয় পুরো উপন্যাসে। তার কাজই হচ্ছে সব সময়ই ঘরে বসে বই পড়া এবং একটি মোটেল চালিয়েই সে জীবিকা নির্বাহ করে। নারীসঙ্গ যার এ জীবনে হয়ে ওঠেনি কিংবা কোন স্বাভাবিক সম্পর্ক সে মেইনটেইন করতে পারে না। যার সারা দুনিয়াটাই একমাত্র মা দিয়ে পরিপূর্ণ। একদিন সেই মোটেলে এক মেয়ে আসে রাত্রী যাপন করতে এবং এক প্রকার পালিয়েই আসে সে। গন্তব্যে তার শহর থেকে প্রায় হাজার কিলোমিটার দূরে। দু’চোখে হাজার স্বপ্ন নিয়ে যে তার যাত্রা শুরু করে। কিন্তু অবিশ্বাস্যভাবে তাকে নরম্যান বেটসের পছন্দ হয়ে যায় এবং তারা এক সাথে ডিনারও করে। তারপর যে যার যার মত নিজ রুম বা কাজে চলে যায় এবং চরম বিষ্ময়কর তথ্য এটাই যে সেই মোটেলেই সেই রাত্রিতেই মেয়েটি খুন হয়। কে করল সেই খুন? উল্লেখ্য ঝড়-বৃষ্টির সেই রাতে নরমান ও তার মা এবং সেই মেয়ে ছাড়া আর কেউ ছিল না। নরম্যান খুন করতেই পারে না সে সেই মেয়েকে পছন্দ করে, নরম্যানের মা সে তো ঘরে বন্দি অসুস্থ প্রায়। তাহলে কে? এবং এই তদন্ত করতে এসে আরোও একটা খুন হয়। কিন্তু কেন? এই মোটেলে সবাই স্বাভাবিকভাবে রাত্রীযাপন করলেও শুধু সেই মেয়েটাই কেন পারেনি? কি লুকিয়ে আছে তার এই খুনের পিছনে৷ নরম্যান ব্যাটস আদতে একজন সাধারন মাম্মাস বয়৷ সারা দুনিয়ার সব বিখ্যাত সাইকোলজিক্যাল বই যার সংগ্রহে, বই পড়া যার অভ্যাস সে কখনোও খুন করতে পারে না। তাহলে কে? পুরো উপন্যাসে মাত্র কয়েকটি চরিত্রের উপস্থিতি পাওয়া যায়। খুবই কম সংখ্যাক চরিত্র নিয়ে এমন একটা থ্রিলার লেখা অবশ্যই প্রশংসনীয়। এরপর আরোও রয়েছে সিজন ২ এবং ৩। আশা করি সেগুলোও ভালো লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!