Humayun Ahmed Books PDF All

বাঘবন্দি মিসির আলি Pdf Download

bookবাঘবন্দি মিসির আলি
Authorহুমায়ূন আহমেদ
Publisherঅনন্যা
Qualityহার্ডকভার
filepdf free download
Edition11th Printed, 2015
Number of Pages88
Countryবাংলাদেশ
জনরাসাইকোলজিকাল, ফিকশন

review:

এবারের গল্পটা খানিকটা ভিন্ন। এবার রহস্য নয় বরং প্রকৃতি যেন এক অলৌকিক ক্ষমতার লোককে মিসির আলির প্রতিপক্ষ রূপে পাঠিয়ে মিসির আলির বুদ্ধির পরীক্ষা নেয়। একাধিক অসম্পূর্ণ গল্পের সংমিশ্রণ ঘটেছে “বাঘবন্দি মিসির আলি” তে।

ভয়ংকর এবং কুটিল চরিত্রের এক লোক ফতে। প্রকৃতি কিনা তাকেই বেছে নিলো অলৌকিক ক্ষমতা প্রদান করার জন্য? চোখের দিকে তাকিয়ে মানুষের মনের কথা হলে দেবার মতন নান অতিপ্রাকৃত ক্ষমতার অধিকারী ফতে। তবে সে বরাবরই তার অলৌকিক ক্ষমতার অপব্যবহার করে এসেছে। এমনকি করেছে খুনের মতো জঘন্য অপরাধও!
মিসির আলি বদরুল সাহেবের বাড়িতে উঠেছেন ছয় মাস হলো। বদরুল সাহেবের ঘরেরই আশ্রিত ফতে। আশ্রিতদের বরাবরই নানান অত্যাচার সহ্য করতে হয়। ফতের ক্ষেত্রে সেই অত্যাচারের যেন কোন সীমা পরিসীমা ছিল না। ফলে ফতের ভয়ানক আক্রোশ জন্মায় পুরো পরিবারের প্রতি৷ ঠান্ডা মাথায় বদরুলের বিরুদ্ধে প্রতিশোধ নেবার ব্যবস্থা করে রাখে ফতে।
নিজের অস্বাভাবিকতা ক্ষমতার জন্যে সে সকলকেই নিজের প্রতিপক্ষ ভাবতো। মিসির আলিকে সে তার ক্ষমতার নিদর্শন দেখিয়ে নানাভাবে অবাক করার চেষ্টা করে, বারংবার ব্যর্থ হয় সে। বুদ্ধিমান, জ্ঞানী এবং নির্লীপ্ত মিসির আলি যেন ফতেকে যেন কোথায় একটা বিরাট আঘাত হানে। ফলে সে মিসির আলিকেই নিজের সবচেয়ে বড় প্রতিপক্ষ বলে ধরে নেয়। নিজের সবচেয়ে বড় প্রতিপক্ষকে জীবনের সবচেয়ে বড় চমকটা উপহার দেবার নিষ্ঠুর খেলায় মেতে ওঠে ফতে। মিসির আলি ফতেকে কখনোই নিজের শত্রু ভাবে নি। তবুও মিসির আলি জড়িয়ে পড়ে এক বাঘবন্দি খেলায়, খেলায় হারার মূল্য তাকে দিতে হবে নিজের জীবন দিয়ে।
অন্যদিকে প্রতীমা নামের এক মেয়ের জ্বালাতনে মিসির আলি যেন চোখে অন্ধকার দেখে। আদতে মিসির আলি প্রতিমার জীবনের একটা সমস্যা সমাধান করে দেবার পরই মেয়েটি ঠিক করে সে মিসির আলিকে নিয়ে বই লিখবে। সেই বইটা লেখার জন্যই প্রতিমা এসে ফের জ্বালাতন শুরু করেছে মিসির আলিকে।

ফতে মিসির আলিকে চমকে দিতে ব্যর্থ হলেও তার ভিন্নধর্মী কুটিল চিন্তাধারা আর কর্মকাণ্ড অবাক করেছে আমাকে। প্রকৃতি কেন এমন অশুভ আর বিভৎস মানসিকতার লোককেই বেছে বেছে অলৌকিক ক্ষমতা দিলো? এই ভাবনাটা আমাকে পীড়ে দিতে থাকে এবং অস্বস্তি বাড়াতে থাকে। একই সঙ্গে উদ্বেগ আর উৎকন্ঠা মাথাচাড়া দিতে থাকে। মিসির আলি পারবে তো এই বাঘবন্দি লড়াইয়ে জিততে? ফতে বনাম মিসির আলির লড়াইকে পূর্ণতা না দিয়েই লেখক ইতি টানেন উপন্যাসের। অন্যদিকে প্রতিমার জ্বালাতনে মিসির আলি চোখে অন্ধকার দেখলেও আমি এই দিকটা উপভোগ করেছি। উপন্যাসের এইদিকটাও কোনো পরিণতি লাভ করেনি। সুতরাং মিসির আলি প্রতিমার হাত থেকে নিস্তার পাবেন কি পাবেন না সেটা পাঠকের সিদ্ধান্ত।

ব্যক্তিগত রেটিং- ৮/১০

বাঘবন্দি মিসির আলি Pdf Download link: bhag bondi misir ali pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!