সবগুলো দরুদ শরীফ pdf Download
সুপ্রিয় পাঠকবৃন্দ কেমন আছেন? এখানে দেওয়া ছোট ও বড় সবগুলো দরুদ শরীফ pdf এর মধ্যে সুন্দর সুন্দর অনেক উপকারী দো’আ রয়েছে। আমি বইটি পড়ে উপকৃত হয়েছি এবং অনেক কিছু শিখতে পেরেছি। আল্লাহ্র কাছে অনেক অনেক শুকরিয়া। লেখক মহোদয়কে অনেক ধন্যবাদ। আল্লাহ্ তাঁর মংগল করুন। আমিন।
নিয়তের গুরুত্ব:
যে ব্যক্তি ভালো বা মন্দের ইচ্ছে-
হযরত ইবনু “আববাস রর হতে বর্ণিত নবী পু হোদীসে কুদসী স্বরূপ) তার প্রতিপালক হতে বর্ণনা করে বলেন-ষে, আল্লাহ ভালোমন্দ লিখে দিয়েছেন।
এরপর সেগুলোর বর্ণনা দিয়েছেন। সুতরাং যে ব্যক্তি কোনো সৎ কাজের ইচ্ছা করল, কিন্তু তা বাস্তবে করল না, আল্লাহ্ তার কাছে এর জন্য পূর্ণ সাওয়াব লিখবেন। আর যে ভালো কাজের ইচ্ছা করল এবং তা বাস্তবেও করল, তবে আল্লাহ্ তার বিনিময়ে তার জন্য দশ গুণ থেকে সাতশ” গুণ পর্যন্ত এমন কি এর চেয়েও অধিক সাওয়াব লিখে দেন।
আর যে কোনো মন্দ কাজের ইচ্ছা করল, কিন্তু তা বাস্তবে পরিণত করল না, আল্লাহ তার বিনিময়ে তার জন্য পূর্ণ সাওয়াব লিখবেন। আর যদি সে মন্দ কাজের ইচ্ছা করার পর বাস্তবেও তা করে, তবে তার জন্য আল্লাহ মাত্র একটা গুনাহ লিখেন।
book info and দুরুদ শরীফ pdf download link
book | দরূদ শরীফ (গুরুত্ব, ফাযায়িল ও মাসায়িল) |
Author | মুফতী ওমর ফারুক হাবিবী |
Publisher | আশরাফিয়া বুক হাউস |
Edition | 4th Published, 2019 |
Number of Pages | 80 |
format | |
Language | বাংলা |
demo images from pdf