ভাষা শিক্ষা বই

কোরিয়ান বর্ণমালা pdf (Download) | কোরিয়ান টু বাংলা শব্দ pdf | কোরিয়ান শব্দ ভান্ডার pdf

কোরিয়ান বর্ণমালা কে হানগুল (한글) বলা হয়। 한글 এর 한 অর্থ হলো ” কোরিয়ান” আর 글 অর্থ হলো “বর্ন”

এইভাবে হানগুল এর অর্থ দাঁড়ায় কোরিয়ান বর্ণমালা। এটা শুধু মাত্র কোরিয়ান writing system । হানগুল দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া তে ব্যবহৃত হয়, কিন্তু উত্তর কোরিয়াতে এটাকে বলা হয় “chosongul” ।
কেউ কেউ মনে করে হানগুল হল কোরিয়ান ভাষা, কিন্তু কোরিয়ান ভাষা কে বলা হয় “হানগুগ অ” (한국어) অথবা হানগুক মাল (한국 말).
কোরিয়ান ভাষায় বর্ণমালা অনুশীলন খুবই সহজ।আর এই সহজ কাজটি সম্পাদন করেন তৎকালীন কোরিয়ার রাজা- “সেজোং দে ওয়াং”, তিনি ১৪৪৩ সালে কোরিয়ান বর্ণমালা হানগূল (한글) আবিষ্কার করেন। এবং 1946 সালে অফিসিয়াল রাইটিং সিস্টেম হিসেবে স্বীকৃতি প্রাপ্ত হয়। কোরিয়াতে অক্টোবর মাসের 9 তারিখ কোরিয়ান বর্ণমালা দিবস (한글 날) পালন করা হয়।
 কোরিয়ান ভাষার বর্ণগুলো খুবই সহজবোধ্য, পদ্ধতিসিদ্ধ ও বিজ্ঞানসম্মত হওয়ায় দ্রুত শেখা ও লেখা সম্ভব হয়।এইজন্য বৈজ্ঞানিক ব্যাখ্যার পর্যালোচনায় সহজ বর্ণমালা হিসাবে স্বীকৃতি পেয়ে হানগূল (한글) (কোরিয়ান বর্নমালা) ১৯৯৭ সালে ইউনেস্কোর বিশ্বস্মরণীকার মর্যাদা পায়।
হানগুল (한글) কোরিয়ান বর্ণমালায় মোট ৪০ টি বর্ণ রয়েছে। যথাঃ-
  • 기본 모음 = 10개 (মৌলিক স্বরবর্ণ = ১০টি)
  • 기본 자음 = 14개 (মৌলিক ব্যঞ্জনবর্ণ = ১৪টি)
  • 이중 모음 = 11개 (সংযুক্ত স্বরবর্ণ = ১১টি)
  • 쌍 자음 = 05개 (জোড় ব্যঞ্জনবর্ণ = ০৫টি)
  • 모두 = 40개 (সর্বমোট = ৪০টি)
আজকে শুধু দশটি মৌলিক স্বরবর্ণ নিচে লিখলাম। কোরিয়ান স্বরবর্ণ কে বলা হয় “মোঊম”
기본 모음 = 10개
মৌলিক স্বরবর্ণ = ১০টি
글사 발음
বর্ণ উচ্চারণ
ㅏ 아 (আ)
ㅑ 야 (ইয়া)
ㅓ 어 (অ)
ㅕ 여 (ইয়)
ㅗ 오 (ও)
ㅛ 요 (ইয়ো)
ㅜ 우 (উ)
ㅠ 유 (ইয়ু)
ㅡ 으 (ঊ)
ㅣ 이 (ই)

ব্যাঞ্জণবর্ণ্ ১৪টি

বর্ণ্ উচ্চারণ বাংলা বর্ণ্ উচ্চারণ বাংলা
গিয়ক ইয়ং s
নিঊন জিঊত
দিগত ছিঊত
রিঊল খিঊক
মিঊম থিঊত
বিঊপ ফিউপ
সিওত হিঊত

স্বরবর্ণ্ ১০টি

বর্ণ্ উচ্চারণ Syllable বর্ণ্ উচ্চারণ Syllable
ইও
ইআ
ইউ
ইঅ ঊ/ই

যুক্ত ব্যাঞ্জণবর্ণ্ ৫টি

বর্ণ্ উচ্চারণ বাংলা
সাংগিয়ক
সাংদিগত
সাংবিঊপ
সাংসিওত
সাংজিঊত

যুক্ত স্বরবর্ণ্ ১১টি

বর্ণ্ উচ্চারণ Syllable বর্ণ্ উচ্চারণ Syllable
এ্যা ওয়ে
ইএ্যা উঅ
উএ/উয়ে
ইএ/ইয়ে উই
ওয়া
ওএ্যা

কোরিয়ান বর্ণমালা

কোরিয়ান বর্ণমালা মোট ৪০ টি।

মৌলিক স্বরবর্ণ ১০ টি।

মৌলিক ব্যাঞ্জনবর্ণ ১৪ টি।

যুক্ত স্বরবর্ণ ১১ টি।

যুক্ত ব্যাঞ্জনবর্ণ ৫ টি।

কোরিয়ান ভাষার মৌলিক স্বরবর্ণ

ㅓ- অ
ㅏ- আ
ㅣ- ই
ㅜ -উ
ㅡ – ঊ
ㅗ – ও
এই ছয়টি বর্ণের সাথে বাংলাবর্ণের হুবহু মিল।
এখন এই ছয়টির মধ্যে চারটি ( ㅓ, ㅏ, ㅜ, ㅗ) বর্ণের সাথে আরেকটি (-) যুক্ত করলে আরো চারটি নতুন বর্ণ তৈরি হবে। যথাঃ

ㅕ- ইঅ
ㅑ- ইআ
ㅠ – ইউ
ㅛ – ইও

তাহলে কোরিয়ান ভাষার মৌলিক স্বরবর্ণ হচ্ছে ১০ টি।

ㅓ- অ
ㅕ- ইঅ
ㅏ- আ
ㅑ- ইআ
ㅗ – ও
ㅛ – ইও
ㅜ – উ
ㅠ – ইউ
ㅣ- ই
ㅡ – ঊ

Screenshot 10 03 2023 21.11.22

কোরিয়ান ভাষার মৌলিক ব্যঞ্জনবর্ণ:

কোরিয়ান ১৪ টি ব্যঞ্জনবর্ণ নিম্নরূপ

গিইয়ক (ㄱ) গ/ক

নিউন (ㄴ) ন

দিগূত (ㄷ) দ/ত

রিঊল (ㄹ) র/ল

মিঊম (ㅁ) ম

বিঊপ (ㅂ) ব/প

সিওত (ㅅ) স/ত

ইঊং (ㅇ) ং

জিঊত (ㅈ) জ/ত

ছিঊত (ㅊ) ছ/ত

খিঊক (ㅋ) খ/ক

থিঊত (ㅌ) থ/ত

ফিঊপ (ㅍ) ফ/প

হিঊত (ㅎ) হ/ত

অর্থ্যাৎ ㄱ এই অক্ষরের নাম গিইয়ক এবং এতে বাংলার গ এবং ক এই দুটি অক্ষর হয়। এভাবে প্রতিটি অক্ষরের নাম এবং বাংলা কোন অক্ষরের সাথে মিল আছে সেটা দেওয়া হলো।

Screenshot 10 03 2023 21.12.06

কোরিয়ান যুক্ত স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ

কোরিয়ান ভাষায় যুক্ত স্বরবর্ণ ১১ টি ও যুক্ত ব্যঞ্জনবর্ণ পাঁচটি।

কোরিয়ান যুক্ত স্বরবর্ণ

কোরিয়ান ভাষায় যৌগিক বা যুক্ত স্বরবর্ণ ১১ টি। একটা স্বরবর্ণের সাথে আরেকটি স্বরবর্ণ যুক্ত হয়ে নতুন একটি স্বরবর্ণ তৈরি হয়েছে তাই এগুলো কে যুক্ত স্বরবর্ণ বলে। যেমন:

ㅏ (আ) এবং ㅣ(ই) একসাথে যুক্ত হয়ে ㅐ (য়্যা) হয়েছে।

ㅑ (ইআ) এবং ㅣ (ই) যুক্ত হয়ে ㅒ (ইয়্যা) হয়েছে।

ㅓ (অ) এবং ㅣ (ই) যুক্ত হয়ে ㅔ (এ/য়ে) হয়েছে।

ㅕ (ইঅ) এবং ㅣ (ই) যুক্ত হয়ে ㅖ (ইয়ে) হয়েছে।

ㅗ (ও) এবং ㅏ (আ) যুক্ত হয়ে ㅗㅏ (ওয়া) হয়েছে।

ㅗ (ও) এবং ㅐ (য়্যা) যুক্ত হয়ে ㅗㅐ (ওয়্যা) হয়েছে।

ㅗ (অ) এবং ㅣ (ই) যুক্ত হয়ে ㅗㅣ (ওয়ে) হয়েছে।

ㅜ (উ) এবং ㅓ (অ) যুক্ত হয়ে ㅜㅓ (উঅ) হয়েছে।

ㅜ (উ) এবং ㅔ (এ) যুক্ত হয়ে ㅜㅔ (উয়ে) হয়েছে।

ㅜ (উ) এবং ㅣ (ই) যুক্ত হয়ে ㅜㅣ (উই) হয়েছে।

ㅡ (ঊ) এবং ㅣ (ই) যুক্ত হয়ে ㅡㅣ (ঊই) হয়েছে।

এই বর্ণ গুলো ইঊং (ㅇ) সহ লেখলে দেখতে ভালো লাগবে। যেমন:

애 – য়্যা

얘 – ইয়্যা

에 – এ/য়ে

예 – ইয়ে

와 – ওয়া

왜 – ওয়্যা

외 – ওয়ে (ওই হবে না)

워 – উঅ

웨 – উয়ে

위 – উই

의 – ঊই

এই হলো ১১ টি যুক্ত স্বরবর্ণ।

Screenshot 10 03 2023 21.12.44

কোরিয়ান যুক্ত ব্যঞ্জনবর্ণ

কোরিয়ান ভাষায় যৌগিক বা যুক্ত ব্যঞ্জনবর্ণ পাঁচটি।

ㄱ গিইয়ক, ㄷদিগূত, ㅂবিঊপ, ㅅ সিওত এবং ㅈ জিঊত এই পাঁচটি বর্ণ ডবল করে আরো নতুন পাঁচটি বর্ণ তৈরি হয়েছে। যথা:

ㄲ (সাংগিইয়ক) = ক

ㄸ (সাংদিগূত) = ত

ㅃ (সাংবিঊপ) = প

ㅆ (সাংসিওত) = শ/স্স

ㅉ (সাংজিঊত) = চ

Screenshot 10 03 2023 21.13.15

PDF links

(অনুবাদ সহ) কোরিয়ান টু বাংলা শব্দ pdf – কোরিয়ান শব্দ ভান্ডার pdf link : কোরিয়ান ভাষা শিক্ষা বাংলা (সম্পূর্ণ কোর্স ) PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!