(সব ধরনের) বাংলা কমিক্স পিডিএফ । Comics pdf in bengali

প্রফেসর শঙ্কুর গল্প সমগ্র Pdf Download – Professor Shonku PDF in Bengali

প্রফেসর শঙ্কুর গল্প সমগ্র Pdf book free Download – Professor Shonku books in Bengali Pdf Download


Professor Shonku Samagra download আরও পড়ুনঃ
বই: ভালোবাসা আহমেদ
লেখক: আহমেদ ফারুক
প্রকাশনী: প্রিয়মুখ
প্রথম প্রকাশ:
মুদ্রিত মূল্য: 200
ভালোবাসা আহমেদ একটু ব্যাতিক্রমী উপন্যাস, কারণ প্রথম যখন পড়তে শুরু করেছিলাম তখন আউলাঝাউলা লাগছিল। তবে যতো সামনে এগোলাম ততই মনে হলো প্রতিটা চরিত্র জীবন্ত।
লেখক প্রথমেই “লেখকের কথা” অংশে বলে দিয়েছে “গল্পটা সত্য, কিন্তু যেহেতু উপন্যাস তাই কিছু অংশ কাল্পনিক”। তবে আমার কাছে মনে হয়েছে পুরোটাই যেনো সত্য ঘটনা।
যেকোনো উপন্যাস পড়ার সময় আমি ভাবতে থাকি, আসলেই কি এসব সম্ভব আমাদের বাস্তব জীবনে!
এই উপন্যাসটির ক্ষেত্রেও তার ব্যাতিক্রম হয় নি। এবং শেষ পর্যন্ত মনে হয়েছে আসলে লেখক যতোটা সহজ করে লিখছে, বাস্তবতা ততটা সহজ নয়।
আমার মনে হয় বইটিতে লেখক দুইটি মেসেজ ও দিয়েছে।
১.সত্য -মিথ্যা যাচাই না করে কাউকে দোষ দেয়া উচিত নয়। সামান্য একটা ভুল অনেক গুলো মানুষের জীবন বদলে দিতে পারে। একটা সুস্থ সুন্দর জীবন নিমিষেই ধংস করে দিতে পারে সামান্য কিছু সত্য মিথ্যায়।
২.কাউকেই দূর্বল মনে করা উচিত না। সবচেয়ে দূর্বল মানুষটাও প্রিয়জনের খাতিরে হয়ে যায় ভয়ানক, হয়ে উঠে নৃশংস।
বইটিতে খুবই সাবলীলভাবে প্রতিটা চরিত্র তুলে ধরেছেন লেখক। প্রতিটা চরিত্রে সমান গুরুত্ব দিয়েছেন।
বইটিতে রয়েছে চরিত্রে দোষ থাকা বাঁকা আঙ্কেল যিনে শেষ বয়সে এসে হয়ে যায় পাক্কা সংসারী।
আছে ইবুর মতো প্রাণচ্ছল সহজ একজন মানুষ।
আছে নাজমুল যে কঠিন সময় ধৈর্য ধরে পারি দিয়ে পৌঁছে যায় জীবনের লক্ষ্যে। তার মতো নিভৃতে উপকারী মানুষ আমাদের সমাজে আছে বলেই হয়তো বিশ্বাস, ভরষা কিংবা ভালোবাসা আছে।
নুপুর… আপনি খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আমাদের আশেপাশে এমন হাজার হাজার নুপুর আছে। যারা বিনা দোষে দোষী হয়, শাস্তি পায়।সামান্য একটু ভুলে শেষ হয়ে যায় তাদের সর্বস্ব, হারায় নিজের পরিবার কিংবা ভালোবাসা।
আরও পাবেন সবচেয়ে সহজ সরল মুসলেম ভাই তার প্রিয় মানুষের জন্য কিভাবে হয়ে ওঠে ভয়ানক।
আচ্ছা বহু বছর পর যদি আপনি আপনার কারো জানাযায় অংশগ্রহণ করেন, আর তখন জানতে পারেন জানযা অন্যকারো না আপনার প্রিয় মানুষটির জানাযা। তখন কেমন লাগবে!
হয়তো জানা নেই আপনার আমার, কিন্তু এমনই একটি তিক্ত ঘটনা দিয়ে শেষ হয়েছে “ভালোবাসা আহমেদ”।
লেখক তার লেখার মধ্যে দিয়ে সত্যিই বুঝিয়ে দিয়েছে এমনও জীবন হয়, ভালোবাসাও এমন হয়!।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!