বাংলা রচনা PDF 💖(৪৮৫টি)

নিজের সম্পর্কে বাংলা রচনা💖( ৫/১০ টি বাক্য সহ)

ফোকাস অন হোয়াট ইউ আর সেইং অর্থাৎ নিজের সম্পর্কে বাংলা রচনা নিচে দেওয়া হলঃ

কথোপকথনের সময় কোন প্রেক্ষাপটে কোন বিষয় নিয়ে কথা বলবেন তা খেয়াল রাখা অনেক গুরুত্বপূর্ণ। ধরুন আপনি চাকরির ইন্টারভিউ(interview) দিতে গেছেন সেখানে আপনাকে জিজ্ঞাসা করা হলো ‘নিজের সম্পর্কে কিছু বলুন’ তার উত্তরে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা বা চাকরির অভিজ্ঞতা নিয়ে বলবেন নাকি আপনার শখ, পছন্দের জিনিস ও পরিবার নিয়ে কথা বলবেন,  এ ক্ষেত্রে আপনাকে focused হতে হবে, খেয়াল রাখতে হবে যে কোন তথ্যগুলো প্রত্যাশিত। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে ইন্টাভিউয়ার্স(interviewers) মূলত পরীক্ষার্থীর কাছ থেকে তার ব্যক্তিত্ব, কাজের অভিজ্ঞতা, ব্যবস্থাপনার দক্ষতা এবং একনিষ্ঠতা এই দিকগুলোকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। সুতরাং আপনি কোথা থেকে পাস করেছেন, কত সালে করেছেন. কী ডিগ্রি পেয়েছেন- এগুলোর বদলে বরং আপনার কিছু ভালো গুণের কথা উল্লেখ করুন; যেমন, I am very hardworking , honest and punctual (আমি অনেক পরিশ্রমী, সৎ এবং সময়নিষ্ঠ)। এটি আপনার ভালো ভাবমূর্তি তৈরিতে সাহায্য করবে।

 

আমি একজন অতি সাধারন ও নরম মনের এমনকি একজন স্বার্থপর মানুষ, নিজের পরিচয় দেওয়ার মত  তেমন কিছু নেই…তবুও যেটুকু না বললেই নয় তাই বলি শুনুন…

আমার প্রকৃত নাম মোঃ আব্দুল্লাহ আল সাব্বির, নিকট লোকেরা ডাকে রাহাত নামে…এই নামেই স্বাছন্দ্য বোধ করি এবং স্যার আর ম্যাডাম রা ডাকে সাব্বির নামে…

এছাড়া  গতিহীন নামে আরেক টা নাম আমি নিজেই রাখছি , যার মানে হচ্ছে কোন কাজে কোন গতি নাই, সব কাজে অলসতা তাই নিজের নাম নিজেই রাখছি গতিহীন……ঘোড়ার ডিম…

নিজের ভিতরে অনেক দোষ ত্রুটি আছে ওটা জানি কিন্তু ঐ দোষ ত্রুটি শোধরাতে আর পারি না। সব সময় কাজের চেয়ে অকাজই করতে বেশি পছন্দ করি। অলসতা, দৈর্য্যহীন, স্বার্থপর, অস্থির ও উদাসীন প্রকৃতির এক মানুষ…নিজের প্রতি নিজের বিশ্বাস নেই সব সময় সিধান্তহীনতায় ভোগা একজন…আর এই ভাবেই আমাকে প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করে আমার দিন অতিবাহিত করতে হয় । যে কোন বিষয় প্রচন্ড সিধান্তহীনতায় ভোগা আমার একটা চরম অভ্যস হয়ে গেছে । আর কোন উপায় না পেয়ে সিধান্ত নেবার দায়ভার পড়ে সৃষ্টি কর্তার উপর ।

পড়াশুনা করছি অর্থনীতি নিয়ে যদিও আমি এটা ভাল বুঝি না। পরীক্ষার কিছু দিন আগ থেকে পড়াশুনা করি শুধু পাশ করার জন্য, খুবই আতংকে থাকি গনিত কে , সেই ছোট বেলা থেকে…এখনও আমার পিছু চাড়ে না। বর্তমানে প্রচলিত নিয়মের পড়াশুনা প্রায় শেষের দিকে।  বর্তমানে নিজের একটা প্রতিষ্ঠান দাঁড় করার জন্য সর্বদা ব্যস্ত থাকার ভান করি। তাই নিজের সব চিন্তা ভাবনা এটাকে নিয়ে। ইচ্ছে করলে যোগ দিতে পারেন আমার প্রতিষ্ঠানের ফেসবুক ফ্যন পেইজে।

কম্পিউটার নিয়া নাড়াছাড়া শুরু করি ২০০০ সালের প্রথম দিকে তখন, অথচ কিছুই বুজতাম না আস্তে আস্তে এর রহস্য ভেদ করে চলছি জানি না শেষ কবে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!