Bengali to English Translation Book Pdf Download (All)

Eat that Frog Pdf Bangla Download

ইট দ্যাট ফ্রগ ব্রায়ান ট্রেসি pdf download

বই : Eat that frog bangla pdf
লেখক :– ব্রায়ান ট্রেসি/ brian Tracy
পৃষ্ঠা : ৮৮ পেজ
ফাইল সাইজ: 10MB

ইট দ্যাট ফ্রগ রিভিউ

ইট দ্যাট ফ্রগ বইয়ের লেখক বলেন- আমার নিজের গল্প দয়া করে আমার সম্পর্কে এবং এ বইয়ের উৎস সম্পর্কে কিছু বলতে দিন। আমি জীবনকে খুব কম সুবিধার মধ্যে শুরু করেছিলাম। একমাত্র একটি উৎসুক মন ছিল আমার। স্কুলে খুব খারাপ করলাম এবং গ্র্যাজুয়েটিং ছাড়া শেষ করলাম। কয়েক বছর শ্রমিকদের কাজ করলাম। ভবিষ্যতে আশার কিছুই ছিল না।

একজন যুবক হিসেবে একটি কার্গো বুটের ওজনকারী হিসেবে চাকরি পেলাম এবং দুনিয়া ঘুরতে বের হলাম। ৮ বছর ধরে ঘুরলাম, কাজ করলাম এবং তারপর আরও ঘুরলাম। আস্তে আস্তে পাঁচটি উপমহাদেশের ৮০ টি দেশ দেখা হয়ে গেল। যখন আর শ্রমিকের চাকরি পাচ্ছিলাম না, সেলসের কাজ শুরু করলাম, দরজায় নক করলাম, কমিশনে কাজ করতে থাকলাম। সেলস থেকে সেলসে সংগ্রাম করতে থাকলাম যতক্ষণ না নিজের দিকে তাকিয়ে জিজ্ঞেস করতাম, ‘কেন অন্যরা আমার চেয়ে ভালাে করছে?’ তখন আমি এমন কিছু করলাম যা আমার জীবন বদলে দিল।

আমি এখনও অবাক হয়ে ভাবি এটি কত সহজ ও স্পষ্ট ছিল। শুধু বের করে নেওয়া সফল ব্যক্তিরা কী করছে এবং একই রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত তা করতে থাকা। ওয়াও। কী আইডিয়া! সহজভাবে বলা যায়, কিছু লোেক অন্যদের চেয়ে ভালাে করছে কারণ তারা কিছু জিনিস ভিন্নভাবে করছে, তারা ঠিক কাজকে ঠিকভাবেই করছে। বিশেষভাবে তারা তাদের সময়কে গড়পড়তা মানুষের তুলনায় অনেক অনেক ভালােভাবে ব্যবহার করে যাচ্ছে। একটি অসফল ব্যাকগ্রাউন্ড থেকে আসায় আমার মধ্যে নিকৃষ্টতা ও অপর্যাপ্ততার অনুভূতি গভীর হয়ে পড়েছিল।

অন্যরা যারা আমার চেয়ে ভালাে করছে তারা আসলেই আমার থেকে ভালাে, এই অনুমানের এক মানসিক ফাঁদে আমি পড়ে গেলাম। আমি যা শিখেছিলাম তা আসলে সত্য ছিল না। তারা শুধু কাজগুলাে ভিন্নভাবে করে যাচ্ছে এবং তারা এভাবে করতে শিখেছে, এ যুক্তিতে, আমিও এরকম শিখতে পারব। এটি আমার জন্য এক বিপ্লব ছিল।

এই আবিষ্কারে আমি অবাক ও উত্তেজিত হয়ে পড়লাম। এখনও আমি তাই আছি। আমি উপলব্ধি করলাম যে আমি আমার জীবন বদলে দিতে পারব এবং প্রায় যেকোনও লক্ষ্য অর্জন করতে পারব। আমি নিজের লক্ষ্য তাই নির্ধারণ করতে পারব, যা অন্যদের আমি করতে দেখছি এবং তারপর নিজেই তা করতে থাকবাে যতক্ষণ না তারা যে ফলাফল পেয়েছে, আমি সেই একই রেজাল্ট পাই। সেলসে কাজ শুরু করার এক বছরের মধ্যে, আমি এক টপ সেলসম্যান হয়ে গেলাম।

আরেক বছর পর হলাম ম্যানেজার। ছয়টি দেশে কাজ করা ৯৫ জন সেলসম্যানের কোম্পানিতে আমি হলাম ভাইস-প্রেসিডেন্ট। আমার বয়স তখন ২৫। এর মধ্যে আমি ২২টি ভিন্ন ভিন্ন চাকরি করেছি। কয়েকটি কোম্পানি স্টার্ট করেছি এবং গঠন করে দিয়েছি। একটি ভালাে বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ডিগ্রি অর্জন করেছি। আমি ফ্রেঞ্চ, জার্মান এবং স্প্যানিশ বলা শিখেছি এবং ৫০০ টির বেশি কোম্পানির কনসালট্যান্ট, ট্রেনার ও স্পিকার হতে পেরেছি। আমি বর্তমানে প্রতি বছর ৩০০,০০০-এর বেশি লােকের সামনে বক্তৃতা দেই এবং সেমিনারে কথা বলি।

প্রতিটি অনুষ্ঠানে ২০০০০-এর বেশি দর্শক থাকে। আমার কেরিয়ারে আমি এক সহজ সত্য পেয়েছি। এটি হল সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে একমনে লেগে থাকার ক্ষমতা এবং এটি ভালােভাবে করতে থাকা। কাজটি সমাপ্ত করাটাই হল বড়াে সফলতা, অর্জন, সম্মান, স্টাটাস ও সুখের চাবিকাঠি। এই অভ্যন্তরীণ চাবিটাই হল বইটির প্রাণ। এ বই লেখা হয়েছে যাতে আপনি খুব দ্রুত আপনার কেরিয়ারে এগিয়ে থাকেন। এই পৃষ্ঠাগুলাের মধ্যে রয়েছে আমার আবিষ্কার করা ব্যক্তিগত ইফেক্টিভনেসের ২১টি শক্তিশালী নীতি। এসব মেথড, টেকনিক এবং স্ট্রাটেজিগুলাে প্রাক্টিক্যাল, প্রমাণিত, এবং দ্রুত কাজ করে।

সময়ের কথা চিন্তা করে আমি প্রকাস্টিনেশন বা দুর্বল টাইম ম্যানেজমেন্টের বিভিন্ন সাইকোলজিক্যাল বা ইমােশনাল ব্যাখ্যার মধ্যে থাকিনি। থিওরি বা রিসার্চের মধ্যে থেকে বের হওয়ার কোনও সংক্ষিপ্ত পথ নেই। আপনি যা শিখবেন তা সুনির্দিষ্ট অ্যাকশন যা সঙ্গে সঙ্গে কাজে লাগাতে পারবেন যাতে আপনার কাজে আরও ভালাে রেজাল্ট দ্রুত পাওয়া যায়।

ইট দ্যাট ফ্রগ  বইয়ের প্রতিটি আইডিয়া সার্বিক প্রােডাকটিভিটি, পারফরমেন্স ও আউটপুটের মাত্রা বৃদ্ধির ওপর আলােকপাত করে, যাতে আপনি যা করেন তাতে নিজেকে অধিক মূল্যবান করে নিতে পারেন। আপনি এগুলাের অনেক আইডিয়া ব্যক্তিগত জীবনেও তেমনই প্রয়ােগ করতে পারেন। এই ২১টি মেথড ও টেকনিক প্রত্যেকটিই কমপ্লিট নির্দেশনা প্রদান করছে, এগুলােই প্রয়ােজনীয়।

একটি স্ট্রাটেজি এক পরিস্থিতিতে ইফেকটিভ হলে অন্যটি হয়ত অন্য কাজে প্রয়ােগ করা যায়। সব মিলে এই ২১টি আইডিয়া ব্যক্তিগত ইফেকটিভনেস টেকনিকের একটি স্মরগেসবর্ড (লাঞ্চের বিবিধ উপকরণ)-এর প্রতিনিধিত্ব করে যা যেকোনও সময়ে আপনি ব্যবহার করতে পারেন। যেকোনও অর্ডারে, সিকুয়েন্সে বা যেকোনও মুহূর্তে এগুলাে আপনার প্রয়ােজন হতে পারে।

সফলতার চাবিকাঠি হল অ্যাকশন। এ নীতিগুলাে আপনার পারফরমেন্স ও রেজাল্টের মধ্যে দ্রুত প্রেডিক্টবল উন্নতি আনতে পারে। যত দ্রুত আপনি শেখবেন এবং প্রয়ােগ করবেন, তত দ্রুত আপনার কেরিয়ারে নিশ্চিতভাবে অনেকদূর এগিয়ে যাবেন। যখন আপনি শিখবেন কীভাবে ‘ইট দ্যাট ফ্রগ’ করতে হয়, তখন আপনার কর্মসম্পাদনের আর কোনও সীমাবদ্ধতা থাকবে না।

ডাউনলোড লিংকঃ eat that frog pdf bangla

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!