ফতোয়ায়ে হানাফিয়া PDF Download❤️(সম্পূর্ণ)
পুর্ব কথা ফতোয়ায়ে হানাফিয়া PDF Download- ফতোয়া দেয়া বা লেখা সহজ কথা নয়। সমাজে নির্ভরযোগ্য মুফতীগণ এ ব্যাপারে অনেক অবদান রাখছেন। এতদসত্বেও আমার এ বিষয়ে কলম ধারণের কারণ শুধুমাত্র সাধারণ মানুষের উপকার সাধন। বাংলাদেশের সর্বত্রই মুফতীগণ বিরাজমান, কিন্তু সাধারণ মানুষ সচরাচর তানাদের নিকট গিয়ে মাসয়ালার সমাধান খুঁজতে অনেক সময় ব্যর্থ হন। মুফতীগণ অনেক সময় ইলমী ও আমালী ব্যস্ততায় নিমজ্জিত থাকেন, আবার অনেকে জনসাধারণের থেকে দূরে অবস্থান করেন। মুসলিম ব্যক্তিগণ তাদের জীবন চালনার পথে বিভিন্ন শরয়ী মাসয়ালার সম্মুখীন হয়ে থাকেন, যা তাদের জানা থাকে না। তাই আমি নগন্য অসংখ্য ফতোয়ার কিতাব মন্থন করে হানাফী মাজহাব মতে সিদ্ধান্ত মূলক মতামতের ভিত্তিতে বিভিন্ন বিষয়ের মাসয়ালাসমূহ চয়ন করে অব্র কিতাবখানা সংকলন করতে প্রয়াস পেয়েছি। এর মধ্যে আমি আমার ব্যক্তিগত মতামতের প্রাধান্য না দিয়ে শুধুমাত্র প্রমাণাদি সাপেক্ষে ফতোয়া ও মাসয়ালা লিপিবদ্ধ করার চেষ্টা করেছি। দেশের অভিজ্ঞ ও নির্ভরযোগ্য আলেম ও মুফতীগখৈর নিকট আমার বিনীত অনুরোধ, যদি অত্র কিতাবের কোন মাসয়ালা সম্পর্কে আপনাদের নজরে ভুল-ত্রান্তি পরিলক্ষিত হয়, তবে অধমকে জানিয়ে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করবেন।
দেশের সাধারণ মুসলিম জনতার প্রতি আমার মন খোলা অনুরোধ, অত্র কিতাবের কোন মাসয়ালা সম্পর্কে আপনাদের কারো কোন সন্দেহ হলে অথবা বুঝে না আসলে নির্ভরযোগ্য কোন অভিজ্ঞ মুফতী সাহেবের শরণাপন্ন হয়ে সমাধান খুঁজে নিতে ভুল করবেন না। আমি আমার যোগ্যতা ও শক্তি অনুযায়ী সহীহ্-শুদ্ধ মতামত অনুসারে মাসয়ালাসমূহ উপস্থাপন করার চেষ্টা করেছি। হানাফী মাজহাব অনুসারে মাসয়ালাসমূহ লিপিবদ্ধ করায় কিতাবখানার নাম “ফতোয়ায়ে হানাফিয়া” রাখলাম । মুসলিম ভাই-বোনেরা কিতাবখানার দ্বারা উপকৃত হলেই আমি আমার শ্রম সার্থক হয়েছে মনে করবো। মহান রব্বুল আলামীন অধমের এই নগন্য খেদমতটুকু যেন কবুল করে নেন এবং এটাকে পরকালে নাজাতের জরীয়া বানিয়ে দেন। আমীন।
বইয়ের নাম | ফাতোয়ায়ে হানাফিয়া |
Editor | রূহানী শাইখ হযরত মাওলানা এমামুদ্দীন মোঃ ত্বহা |
Publisher | মাহমুদ পাবলিকেশন্স |
ফাইল ফরমেট | পিডিএফ ডাউনলোড |
Edition | 1st Published, 2019 |
Number of Pages | 832 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |
ফতোয়ায়ে হানাফিয়া pdf ডাউনলোড লিংক-
link 1 – click here to download