Books

সেপিয়েন্স Pdf Download

সেপিয়েন্স মানুষের ইতিহাস pdf download – সেপিয়েন্স বই এর রিভিউ – হোমো স্যাপিয়েন্স রিটেলিং আওয়ার স্টোরি pdf download – সেপিয়েন্স বাংলা অনুবাদ pdf – হোমো স্যাপিয়েন্স pdf download- Sapiens Pdf
বইঃ সেপিয়েন্স, এ ব্রিফ স্টোরি অব হিউম্যান কাইন্ড।
লেখকঃ ইউভাল নোয়া হারারি
ভাষান্তরঃ তাহমিন আহমেদ৷
রিভিউ এবং ছবিঃ মোসাদ্দেক শাকিল৷
৪৫০ কোটি বছর আগে পৃথিবী গঠনের প্রারম্ভকাল বলা হয়। শুধু মাত্র ৭০ হাজার বছর আগে বুদ্ধিবৃত্তিক বিপ্লবের সূচনা হয়। যদিও আজ থেকে ৬০ লক্ষ বছর আগে মানবজাতির সূত্রপাত হয় এই পৃথিবীতে। বিস্ময়কর হলেও সত্য যে সেপিয়েন্সের আগমন মাত্র ২ লক্ষ বছর আগে। তারও আগে পৃথিবীতে বিচরণ করে গেছে হোমো রুডলফ, হুমো ইরগেস্টার, হোমা ডেনিসোভা, হোমো ইরেক্টাস এবং হোমো নিয়ান্ডারথালের মত মনুষ্য জাতি।
২ লক্ষ বছর আগে সেপিয়েন্সের আবির্ভাব হওয়ার পরও নিয়ান্ডারথালরা টিকে ছিল আজ থেকে ৩০ হাজার বছর আগে পর্যন্ত। নিয়ান্ডারথালের বিলুপ্তির পরই মানুষের একচ্ছত্র আধিপত্য তৈরী হয়ে পৃথিবীতে, যদিও বুদ্ধিবৃত্তির চর্চা শুরু হয় ৬০ হাজার বছর আগে।
সেপিয়েন্সের উৎপত্তি এবং বর্তমান সময় পর্যন্ত সেপিয়েন্সের যাত্রায় ইতিহাস, বিজ্ঞান, ধর্ম,দর্শন এবং অর্থনীতি ইত্যাদির যে প্রভাব সঙ্গ , তারই ধারাবাহিক বর্ণনা হলো এই বই।
এই বইতে ১২ হাজার বছর আগের যুগান্তকারী কৃষি বিপ্লবের সমালোচনা করা হয়ছে, সেই বিপ্লবকে মানুষের সাথে হওয়া একধরনের বাটপারি বলে আখ্যা দিয়েছেন লেখক, সাথে যুক্তি ও কারণ দেখানোর চেষ্টা করেছেন, তবে লেখক কৃষি বিপ্লবের উপর যে আলোচনা করেছেন, তা নিয়ে পাঠকমহলে সমালোচনাও পরিলক্ষিত।
লিপি উদ্ভব, সাম্রাজ্যবাদের আবির্ভাব, মুদ্রার প্রচলন, বৈজ্ঞানিক বিপ্লব সহ,আরো নানান বিষয় উঠে এসেছে বইটিতে।
পাঠক হিসেবে আমার মিশ্র প্রতিক্রিয়া আছে বইটি নিয়ে। প্রথমত আমার মনে হয়েছে লেখকের নিজস্ব মতামতের বহিঃপ্রকাশ ছিল বিভিন্ন জায়গায়,যা স্পষ্ট। লেখক তার নিজস্ব মতামত দেওয়াটাকে লুকিয়ে রাখেনি, তাই হয়তো পাঠক সহজেই তার মতামত গুলোকে বুঝতে পারেন।
আরেকটা বিষয় হলো ইউরোপিয় সুপেরিওরিটি থেকে লেখক কদাচিৎ বেরিয়ে আসতে পেরেছেন, যদি বইটি সেপিয়েন্সের ইতিহাসই হয়,তাহলে কোনো সেপিয়েন্সকেই বঞ্চিত করা যাবে না, এই ক্ষেত্রে লেখক কিছুটা ব্যর্থ।
বইটি অত্যন্ত সুখপাঠ্য, আমরা যারা নন-ফিকশন দেখলে মাথা গুড়ানোর মত অবস্থা হয়, এই বইটি সেই ধারণা পাল্টে দেবে। বিভিন্ন তথ্যে ঠাসা বইটি পড়ে লস হওয়ার সম্ভাবনা কম।
যাহা গলদকরণ করিতে পারিবেন না তাহা উগরায় দিবেন, যাহা হজম হইবে সেই গুলো অমূল্য হইবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!