ইংরেজি শেখার সেরা বই Pdf কালেকশন

[Bangla] khan Method A Complete Book of Written Spoken English Pdf Download

বইয়ের নাম– khan method a complete book of written spoken and english grammar
লেখকের নাম– md Rafiqul Islam khan
ক্যাটাগরি: ইংরেজি শেখার বই
ফাইল ফরম্যাট: pdf download
file Size:- 20 মেগাবাইট

khan method a complete book of written spoken english pdf রিভিউ:

ভাষা আয়ত্ত করতে চর্চার কোনো বিকল্প নেই। এই চর্চা একদিনে গড়ে উঠে না। বহুদিনের অধ্যাবসায় দ্বারা ইংরেজি স্পোকেন আয়ত্ত করতে হবে। এজন্য নিজের কাছের মানুষ, পরিবারের মানুষ ও বন্ধুদের সাথে ইংরেজি চর্চাক্ষেত্র গড়ে তুলতে হবে। মোট কথা ব্যাবহারিক প্রায়োগ এর এর মাধ্যমেই কেবল একটা ভাষা আয়ত্ত করতে পারা যায়।

বইটিতে দেওয়া infinitive এর ব্যবহার ও উদাহরণ অংশটা আমার কাছে খুবই ভাল লেগেছে।

এ বইটির মত অনুরুপ খান মেথডের পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য আরেকটি বই রয়েছে। সেখানে গাইড দেওয়া আছে স্টুডেন্টসদের ইংরেজি কিভাবে পড়াবেন এবং যে সকল বিষয়গুলির উপর বেশি গুরুত্ব দিবেন।
যেমন- ৫ম শ্রেনীতে মোট ১৩টা ধারাবাহিক প্রশ্ন থাকে। এজন্য প্রশ্ন ১ থেকে ১৩ নং পর্যন্ত পূর্ণাঙ্গভাবে সম্পন্ন করতে যা যা জানতে হবে তা জেনে নিন কয়েকটি উদাহরণ এর মাধ্যমে:

১. ১টা প্যাসেজ দেওয়া থাকবে। প্রথম Passage থেকে যা যা থাকবে এবং যেভাবে উত্তর দিতে হবে :-

Q. No – 1:
Fill in the blanks with their given words-অর্থ অনুযায়ী শূন্যস্থান পূরণ করতে হবে।
0r. Matching words with their meanings -অর্থাৎ দুই পাশের শব্দ মিলিয়ে লেখা।

Q. No – 2:
৬টি True/ Fake থাকবে। If true, write True and If false, write False.
সমাধান হচ্ছে – এদের অর্থ জানতে হবে। সত্য হলে True লিখতে হবে। আর মিথ্যা হলে False লিখতে হবে। সবই True বা সবই False লেখা যাবে না। এতে নম্বর পাওয়া যাবে না।

Q. No – 3:
Who, What, Which, When, Where, Why, How face of Short Question
সমাধান হচ্ছে – এদের মাধ্যমে প্রশ্ন করা শিখতে হবে। প্রশ্নের ধরন এবং Tense অনুযায়ী উত্তর লিখতে হবে।

Q. No – 4:
Short Composition- Who, What, Which, When, Where, Why, How for Question থাকবে এবং Question -এর আলােকে উত্তর দিতে হবে।

এভাবে করে বিভিন্ন টিপস ও ট্রিকস নিয়ে খান মেথডের বইগুলো সাজানো থাকে।

আর এখানে দেওয়া বইটির সম্পূর্ণ ভিডিও লেকচার ইউটিউব এ পাওয়া যায়। যারা বই পড়া থেকেও ভিডিও দেখাতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তা খান মেথড চ্যানেল হতে ধারাবাহিকভাবে ভিডিও টিউটোরিয়াল সিরিজ দেখা শুরু করতে পারেন।

khan method a complete book of written spoken english Pdf Download link: Click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!