Books

তুমি ফিরবে বলে full Pdf Download

Tumi firbe bole pdf download

বইঃ তুমি ফিরবে বলে pdf
লেখকঃ জাকারিয়া মাসুদ।
অধ্যায়ঃ লজ্জা ঈমানের অঙ্গ।

অধ্যায়ঃ লজ্জা ঈমানের অঙ্গ।
আমি জানি তুমি সৌন্দর্যপিয়াসী। সুন্দর জিনিস ভালো লাগে তোমার কাছে। তাই
তো নিজেকে সাজিয়ে রাখতে পছন্দ করো। সময় পেলেই মেহেদি মাখো হাতে।
কাজলকালো চোখে নিজের চেহারা আয়নায় দেখো বারবার। সুন্দর জামা পরলে
তোমায় কেমন লাগে, সেটা জানার জন্যে ব্যকুল হয়ে যাও। আচ্ছা, ফিটফাট
জামা পরলেই কি মানুষ সুন্দর হয়? মানুষের সৌন্দর্যকি কেবল মেইক আপের
মাধ্যমেই ফুটে ওঠে?
“নির্লজ্জতা ও অশ্লীলতা বস্তুকে কুশ্রী করে তোলে। আর লজ্জা বস্তুর
সৌন্দর্যবাড়িয়ে দেয়।”[150]
আসলে লজ্জাই হলো সৌন্দর্যের মূলমন্ত্র। এর বাইরে গিয়ে তুমি যতই অপরূপ
রূপে সাজো না কেন, লাভ নেই। সবার আগে দরকার লজ্জা। লজ্জা সচ্চরিত্রের
মৌলিক বৈশিষ্ট্য ঈমানের নিদর্শন। লজ্জার মধ্য দিয়েই আত্মসম্মান ফুটে ওঠে।
এটি সেই সূক্ষ্ম অনুভূতি, যা মানুষের চরিত্রের ওপর প্রভাব বিস্তার করে। যাকে
এই গুণ থেকে বঞ্চিত করা হয়েছে, সে সকল কল্যাণ থেকে বঞ্চিত। আর যাকে
এর দ্বারা সম্মানিত করা হয়েছে, সে-ই পরিপূর্ণ কল্যাণ দ্বারা অলঙ্কৃত।

তুমি ফিরবে বলে full pdf download link- Download

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!