Books

জীবনী গ্রন্থ PDF Download (All)

এখানে আমরা একজন সেরা মানুষের জীবনী গ্রন্থ PDF Download লিংক আপনাদের দেব।

বিশ্বনবী সোঃ)-এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী ও তৎকালীন আরব ভূমিঃ  সে যুগের আরব বা ইসলাম-পূর্ব, যুগের আরবের অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। আরববাসীরা চরম অন্যায় ও পাপের সাগরে নিশ্চিন্তায় গা ভাসিয়ে দিয়েছিল। নৈতিকতা বলতে তাদের মধ্যে কিছু ছিল না। ধর্ম পালনের নামে তাদের মধ্যে অজ্ঞতা-অজ্ঞানতাসুলভ অগ্নি উপাসনা ও পৌন্তলিকতা প্রভৃতি অনুষ্ঠিত হচ্ছিল।  পক্ষান্তরে আরবীয়দের চরিত্রে কতগুলো ভাল দিকও ছিল যা তৎকালীন জগতের অন্য কোথায়ও অধিবাসীদের মধ্যে পাওয়া যেত না। তবে ভাল ও মন্দ মিলিয়ে বিচার করলে আরবদের চরিত্রে যে কতিপয় গুণ ও বৈশিষ্ট্য ছিল তা তাদের অসংখ্য জঘন্য ও গহিত স্বভাবের তলায় পড়ে মূল্যহীন ও প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল।

এবার একটু বিস্তারিতভাবে বলছি, তাতে আরবীয়দের দোষ, গুণ এবং গুণগত ও দোষগত বৈশিষ্ট্যাবলি ও তাদের চরিতর্কাত্ত্য পরিষ্কারভাবে উপলকি করা যাবে। আরবের বিভিন্ন এলাকার ছোট-বড় প্রায় জনপদপগ্ডলো একেকটিনভিন্ন ভিন্ন বংশ কিংবা গোত্র দ্বারা উঠেছিল। এবং সে একেক বংশেররলাকেরাই কেবল একেক জনপদে বসবাস করত । একই জায়গা বিভিন্ন-গ্রোত্রের লোকগণ কখনও মিলেমিশে বসবাস করতো না । অধিক স্বগোত্র ত্রীতি ও অন্যের প্রতি অসহন শীলতাই এর প্রধান কারণ ছিল।

বংশগুলো নামকরণ করা হত বংশের প্রথম বা প্রধান ব্যক্তির নামে এমন কি কোন কোন স্থলে গোত্র প্রধান কিংবা গোত্রের বেশি খ্যাতিমান লোকের নামে জনপদগ্ডলো নামকরণ পর্যন্ত করা হত। আরব চরিত্রের আর এক বৈশিষ্ট্য ছিল যে, তারা সর্বদা আপনাদেরকে অন্যান্য লোকগণ হতে স্বতন্ত্র এবং মর্যাদাসম্পন্ন মনে করত। এ কারণে দীর্ঘকাল ধরে একদিকে যেমন আরবের ওপর কোন বৈদেশিক জ্ঞান বা কৃষ্টি-সভ্যতার প্রভাব বিস্তার ঘটে না। অন্যদিকে তেমন তারা কারও ওপর নিজেদের ভাবধারা প্রয়োগ করতেও ইচ্ছা বা চেষ্ট হয় না। বস্তুত আরবে ইসলামের আবির্ভাবের পূর্বে পর্যন্ত আরবগণ পৃথিবীর অন্যান্য দেশের নিকট প্রায় অপরিজ্ঞাত এবং অন্যান্য দেশসমূহ বা বহির্জগতও ছিল আরবের কাছে অজ্ঞাত ও অপরিচিত।  আরবের স্বগোত্রানুভূতি তৎকালে তীব্র আকারে ছিল। নিজ নিজ গোত্র বা বংশকে তারা অভিজাত এবং সবদিক দিয়ে সেরা মর্যাদার অধিকারীরূপে ধারণা করত ।

Jiboni grontho pdf link:

click here

#মুসলিম কিছু মনিষীদের জীবন ও কর্ম বিষয়ক PDF বই।

নবী ইউসুফ আঃ এর পাঠশালা।
https://drive.google.com/file/d/10Ndm2xKLE8ZJqH7ioJgRZGc3uAMQajAo/view?usp=drivesdk
যেমন ছিলেন সালফে সালিহগণ।
https://drive.google.com/file/d/11QSaf_XvycLqMDHKxDr1QRqCGbbvH31-/view?usp=drivesdk
ফাতেমা রাঃ এর সম্পর্কে ১৫০ টি ঘটনা।
https://drive.google.com/file/d/19hkFXfUDaAl-oRdBbSFoQ0YmZ_rqnkU_/view?usp=drivesdk
আবু বকর রাঃ এর জীবনী।
https://drive.google.com/file/d/1DAV8oWAtUA7_m3IqYLJ2XpklgfWX4QIY/view?usp=drivesdk
হযরত আবু বকর রাঃ সম্পর্কে ১৫০ টি ঘটনা।
https://drive.google.com/file/d/1AI214kqtO-lW6LTLbEg1pt0grJjK5b40/view
উমর ইবনুল খাত্তাব রাঃ।
https://drive.google.com/file/d/1Z-ttVqXRY8LXy8cgYOssc55aBPnR587m/view?usp=drivesdk
উমর রাঃ সম্পর্কে ১৫০ টি ঘটনা।
https://drive.google.com/file/d/1Z7jDnQjV8UIg5TmHlcLzFl-m7CmCIA0w/view?usp=drivesdk
খাদিজা রাঃ এর সম্পর্কে ১৫০ টি ঘটনা।
https://drive.google.com/file/d/1xXXNVpdUXpFslIQUcAUhj1b5u3eNxsTU/view?usp=drivesdk
উসমান রাঃ সম্পর্কে ১৫০ টি ঘটনা।
https://drive.google.com/file/d/1Z1YoQDRf6m2ZzttXkx9ytbJUbCjDSR_3/view?usp=drivesdk
আবু বকর রাঃ ও উমর রাঃ এর জীবনের কিছু ঘটনা pdf
https://drive.google.com/file/d/1BomCTNHIvCGeM89L414ZK-jMTK-bC073/view?usp=drivesdk
আমিরুল মু’মিনুন উসমান রাঃ pdf
https://drive.google.com/file/d/18f1M_MZVdHZGeH-9t_lFTu_Rv1HzXGDz/view?usp=drivesdk
আলি রাঃ সম্পর্কে ১০ টি ঘটনা pdf ।
https://drive.google.com/file/d/17-p3qKWokFC13KxzzBVng8ZQdhAc-l44/view?usp=drivesdk
আসহাবে রাসূলের জীবন কথা।

আসহাবে রাসূলের জীবনধারা pdf।
https://drive.google.com/file/d/14h-oM0TwuZIO4qKkbvlCQrpeWJJXqXg2/view?usp=drivesdk
ইবনে সিনা pdf।
https://drive.google.com/file/d/1Nub_FNLxZoez4SCc-0wEVLD0NViz_e5L/view
আহমেদ দিদাদ জীবনী pdf।
https://drive.google.com/file/d/108131GJDmeAnYK6nvmuKOOdkOyOGEW2E/view?usp=drivesdk
ইমাম ইবনু তাইমিয়া ও শাইখ মুহাম্মাদ ইবনু আবদিল ওয়াহহাবঃ জীবন ও কর্ম pdf ।
https://drive.google.com/file/d/1Id7E4VOb_KLQ-EEgvKmGLiN0QiAkbWSS/view

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!