Books

১৯৫২ + নেক্সাস মোহাম্মদ নাজিম উদ্দিন Pdf Download

Nexus by Mohammad Nazim Uddin and 1952 Mohammad Nazim Uddin Pdf Download  | পিডিএফ  ডাউনলোড

১৯৫২ নিছক কোন সংখ্যা নয় মোহাম্মদ নাজিম উদ্দিন Pdf Download link-

Link :-1 | Link :-2 | Link :-3Link :-4

নেক্সাস মোহাম্মদ নাজিম উদ্দিন Pdf Download link-

Link :-1 | Link :-2 | Link :-3Link :-4

মুখবন্ধ-     শীতের পড়ন্ত বিকেল, নরম হয়ে আসছে রোদের প্রকোপ কিন্ত্ব নাফি হাজ্জাদের গা পুড়ে যাচ্ছে । উত্তাপে নয়, তার গা পুড়ে যাচ্ছে ঈর্ষায় ৷ উদভ্রান্তের মতো বলটা বার বার বাক্ষেটে ছুড়ে মারছে কিন্তু একবারও পড়ছে না । রাগে ক্ষোভে শরীর কাঁপতে না থাকলে দশ বারের মধ্যে আটবারই বাক্কেট্ে পড়তো বলটা । এই স্কুলের সবাই সেটা জানে । সেন্ট অগাস্টিনের সেরা বাস্কেটবল খেলোয়াড় সে। কিন্তু একটু আগে তার সেই স্বীকৃতিটা মারাত্মক হোচট খেয়েছে । সবার আরাধ্য যে অ্যাপ্েলস টিম, তার কোচ তাকে বাদ দিয়ে বেছে নিয়েছে এমন একজনকে যার সাথে তার কোনো তুলনাই চলে না। পুরো ব্যাপারটার মধ্যে একটা ঘাপলা আছে-নাফি একদম নিশ্চিত | কিন্ত্র সেটা কী, কাউকে বলে বোঝাতে পারছে না ।  করছিলো, হঠাৎ লক্ষ্য করে একটু দূরে দাঁড়িয়ে ত্রিশোর্ধ এক ভদ্রলোক বেশ আগ্রহভরে তাদের খেলা দেখে যাচ্ছে । তাদের ইংলিশ মিডিয়াম ক্ষুলটা খুবই অভিজাত, এখানকার নিরাপত্া৷ ব্যখস্থা খুবই কড়া, বাইরের লোকজন সহজে ঢুকতে পারে না। একটু অবাক হয়েছিলো নাফি । তার সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু শুভকে ইশারা করে জানতে চেয়েছিলো লোকটা কে। শুভ কাঁধ তুলে অপারগতা জানায় কিন্ত পাঁচ ফুট ছয় ইঞ্চির হবার পরও তাদের দলে সবচাইতে বেটে আর পরিশ্রমী হিসেবে পরিচিত ইফতি আগ বাড়িয়ে বলে এ লোকটা আ্যাঙ্জেল্স টিমের কোচ ।  আযাজেল্স! ১  বাক্ষেটবল খেলোয়াড়দের কাছে এই টিমের জনপ্রি টিতে । পর পর দু’বার ন্যাশনাল চ্যাম্পিয়ন তারা । কথাটা শুনেই ন হয়ে ওঠে । সঙ্গে সঙ্গে পাল্টে যায় তার খেলার ভঙ্গি । যতোর্রুস চস আর কৌশল আছে দেখাতে শুরু করে সে | বেশ দূর থেকে বৃন্দিট্৫করে বাক্ষেটেও ফেলতে সক্ষম হয় বার কয়েক । বুঝুক, এই স্ষলের্ত্বা খেলোয়াড়টা কে। তার বন্ধাদের মধ্যেও উৎসাহের কমতি ছিলো 7ট২উউর্বাও সচেতন হয়ে ওঠে ! কিন্ত পাঁচ মিনিট পরই দেখতে পায় তুর্য নর ডেকে এ কোচ ভদ্রলোক  কথা বলছে।  তুর্য!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!