Booksবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় PDF Download (সব বই links)

পথের পাঁচালী সারাংশ pdf (ছোট বড় প্রশ্ন-উত্তর সহ) ডাউনলোড

প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী উপন্যাসের প্রকাশকাল ১৯২৯ সালের সেপ্টেম্বর মাস, সজনীকান্ত দাস কর্তৃক রঞ্জন প্রকাশনালয় থেকে গ্রন্থাকারে এটি প্রকাশিত হয়।

Bookপথের পাঁচালী
Author
Publisher
file formatdrive pdf
Last Edition1st Published, 2014
Number of Pages190
Countryবাংলাদেশ
Languageবাংলা

পথের পাঁচালী সারাংশ:

পথের পাঁচালী সমগ্র উপন্যাসটি তিনটি খণ্ড ও মোট পঁয়ত্রিশটি পরিচ্ছেদে বিভক্ত। বইটিতে পাঠের মাধ্যমে একজন পাঠক প্রাচীনকালের সমাজ ব্যবস্থা,পল্লী প্রকৃতি,সামাজিক ত্রুটি যেমন: বাল্যবিবাহ ও যৌতুক প্রথা,স্বামীহারা নারীদের জীবন সংগ্রাম,গ্রামের মানুষের সরলতা ইত্যাদি সম্পর্কে জানতে পারবে।বইটি আমাদের আবার শৈশবে ফিরিয়ে নিয়ে যাবে।

অপু, দুর্গা চরিত্র বিশ্লেষণঃ এ উপন্যাস বাংলার গ্রামে দুই ভাইবোন অপু আর দুর্গার বেড়ে ওঠা নিয়েই, ছোট্ট মেয়ে দূর্গার বিস্তৃতিও খুব ছোট। সারাদিন দূর সম্পর্কের পিসীমা ইন্দির ঠাকরুনের সঙ্গে সঙ্গে থাকা, সন্ধাবেলায় পিসীমার জীর্ণ ঘরের রোয়াকে ছেড়া মাদুর পেতে জ্যোৎস্নায় ভিজে গল্প শোনা আর মায়ের হালকা শাষন এই নিয়েই তার দিন গুলো যায় বেশ।

এমন সময় মায়ের কোল আলোয় ভাসিয়ে আসে তার ফুটফুটে একটা ছোট ভাই ‘অপু’। সুচনা হয় ভাইবোন নামের একটি মধুর সম্পর্কের। তারা ধীরে ধীরে বড় হতে থাকে। অপুও আজকাল খুব দুরন্ত। দুর্গা আর অপু মিলে সদা চিরঞ্জীব গ্রাম্য প্রকৃতির প্রত্যেকটি বিষয়কে যেন আবিষ্কার করে নতুনভাবে। প্রত্যেকটি ছোট কিন্তু সদা সুন্দর প্রাকৃতিক পরশগুলোকে তারা অনুভব করতে থাকে আর আশ্চর্য হতে থাকে।

হঠাৎ বিধাতার মূঢ়তায় দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত তাদের ছোট্ট পরিবারের একজন সদস্য কমে যায়। দারিদ্র্যের অভিশাপ থেকে বাঁচতে তাই আর দেরী না করে একটু আশার আলোর সন্ধানে তাকে গ্রামের ছায়ার পাহাড়ায় রেখেই পরিবারটি পাড়ি জমায় নতুনের পানে। রচিত হয় আরেকটি অধ্যায়ের যা পাঠকমনে নতুন আবেশ সৃষ্টি করতে বাধ্য করে।

পথের পাঁচালী উপন্যাসের বিষয়বস্তু: উপন্যাসটিতে শহুরে উপাদান গুলোকে রীতিমত উপেক্ষা করে গ্রামীন পরিবেশ প্রাধান্য পেয়েছে। হরিহর কিংবা সর্বজয়ার মতো প্রধান চরিত্র গুলোকে অতিক্রম করে, দারিদ্র দূর্দশার চিত্রকে ছাপিয়ে ভাইবোনের অকৃত্রিম সম্পর্কই উপন্যাসটিতে জীবন্ত হয়ে উঠেছে। তবে বাস্তব জীবনের কঠোর যুদ্ধও অত্যন্ত দারুনভাবে প্রতীয়মান হয়েছে।

পরবর্তী কালে বিখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় এই উপন্যাসটি অবলম্বনে পথের পাঁচালী (চলচ্চিত্র) নির্মান করেন যা দর্শকদের কাছে ব্যাপক সাড়া পায়। তাই পাঠক দেরি না করে বাংলা সাহিত্যের অন্যতম সেরা এই উপন্যাসটি এখনোই পড়ে ফেলুন।

তিনটি খণ্ড ও মোট পঁয়ত্রিশটি পরিচ্ছেদে বিভক্ত এ উপন্যাসটিতে যথাক্রমে বল্লালী বালাই (এখানে ইন্দির ঠাকরূনের বর্ণনা দেওয়া হয়েছে), আম-আঁটির ভেঁপু (এখানে অপু-দুর্গার একসাথে বেড়ে ওঠা, চঞ্চল শৈশব, দুর্গার মৃত্যু, অপুর সপরিবারে কাশীযাত্রার বর্ণনা দেওয়া হয়েছে) এবং অক্রূর সংবাদ।এই খন্ডে অপুদের কাশীজীবন, হরিহরের মৃত্যু, সর্বজয়ার কাজের জন্য কাশীত্যাগ এবং পরিশেষে নিশ্চিন্দিপুরে ফিরে আসার কাহিনী বর্ণিত হয়েছে।

type1: পথের পাঁচালী উপন্যাসের ছোটপ্রশ্ন Class 8 1st, 2nd, 3rd unit test pdf link:- পথের পাঁচালী প্রশ্ন উত্তর _(বড় সহ)

type2 PDF: পথের পাঁচালী প্রশ্ন উত্তর mcq

type3: পথের পাঁচালী উপন্যাসের নামকরণের সার্থকতা সারাংশ pdf (পিডিএফ)

full book: পথের পাঁচালী উপন্যাস pdf

 

পথের পাঁচালী শেষ লাইন: 

 ‘আকাশে নীল আস্তরণ ভেদ করিয়া মাঝে মাঝে অনন্তের হাতছানি আসে পৃথিবীর বুক থেকে ছেলেমেয়েরা চঞ্চল হইয়া ছুটিয়া গিয়া অনন্ত নীলিমার মধ্যে ডুবিয়া নিজেদের হারাইয়া ফেলে পরিচিত ও গতানুগতিক পথের বহুদূর পারে কোন পথহীন পথে দুর্গার অশান্ত, চঞ্চল প্রাণের বেলায় জীবনের সেই সর্বাপেক্ষা বড় অজানার ডাক আসিয়া পৌঁছিয়াছে’

আশাকরি, পথের পাঁচালী পুরো উপন্যাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!