All Academic info & Books Download

ইলেকট্রিক্যাল ওয়্যারিং বই Pdf Download

electric wearing bangla book pdf book free download and Review – ইলেকট্রিক্যাল ওয়্যারিং বই Pdf:

কারেন্ট:  পদার্থের পরিবাহীর মধ্যকার মুক্ত ইলেকট্রন সমূহ একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হারকেই কারেন্ট বলে ।

আলহামদুলিল্লাহ! বহু প্রতিক্ষার পর প্রতি বছর এর ন্যায় এ বছর আবার প্রকাশিত হলো সম্পূর্ণ নতুন সংস্করণে ইলেকট্রিক্যাল ওয়্যারিং বইটি। সাম্প্রতিক পরিক্ষার্থীরা সহজেই যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে ভাল করবে।

 

পুনঃনিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধানের অপূর্ব সংযোজন “কারেন্ট টু ইলেকট্রিক্যাল জব সলিউশন” । এতে নিয়োগ পরিক্ষার এ টু সাম্প্রতিক প্রশ্নগুলোর সলিউশন করা হয়েছে, যাতে নিজেকে এগিয়ে রাখতে পারে |

 

সরকারি চাকরি একদিকে যেমনি সোনার হরিণ অন্যদিকে সহজলভ্য ও বটে। যদি নিয়মিত পড়াশোনা আর লক্ষ্যে নিজেকে স্থির রাখা যায় আর আল্লাহ সুবাহানাল্লাহতায়ালা রিজিকে লিখে রাখে তবে খুব সহজলভ্য হয়ে উঠে। তবে আপনাকে এর জন্য যথাযথ প্রস্তুতি নিতে হবে। নিয়মিত পড়াশোনা- করতে হবে রুটিন মাফিক। যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষা দেয়ার আগে যে প্রতিষ্ঠানের পরীক্ষা দিবেন সে প্রতিষ্ঠানের বিগত-সীলের প্রশ্নের দিক চোখ দিবেন। ঠিক কোন প্যাটার্ন এ পরীক্ষা হয় তা অনুধাবন করবেন। এরপর প্রিপারেশন কিভাবে নিবেন সে প্রটটা নিজেই বানিয়ে নিবেন।

 

এ বইটি প্রকাশে অবদান রেখেছেন এমন সবার সত্যিই প্রসংশার দাবী রাখে। তবে তাদের কাছে আরো প্রতাশা করছি ভবিষ্যতেও তার সহযোগিতার মনোভাব যেন বজায় রাখেন।. আর আল্লাহ তায়ালা তাকে যেন সুস্থতা দেন।

 

আর, মানুষ মাত্রই ভুল করে। এ বইটিতেও ভুল থাকা অস্বাভাবিক কিছু নয় । কোন ধরনের প্রিন্টিং মিসটেক বা ভুল-ত্রুটি নজরে এলে জানালে ইনশাআল্লাহ পরবর্তী সংস্করণে সংশোধন করা হবে |

 

সুচিপত্রঃ 

  • থিম্বল
  • টী-জয়েন্ট
  • আর্থ-তার ওয়ালা সীসের আবরণ-যুক্ত তার
  • সি.টি.এস. (টি.আর.এস) ওয়্যারিং
  • সাধারণ ইনসুলেশন-ওয়ালা তার ও ফ্রেসিবল তার
  • পি.ভি.সি, তার দিয়ে ওয়্যারিং
  • ‘এম.আই.সি,’ প্রণালী
  • কে-এর ডগা সীল’ করবার সরঞ্জাম
  • ফ্লেসিল্ কে কিংবা ফ্লেসিবৃ-কর্ড ব্যবহরের বিশেষ
  • তারে-তারে জোড়
  • ষষ্ঠ পরিচ্ছেদ ঃ সুইচ ও তার ব্যবহার কৌশল
  • টাব্লার সুইচ।
  • সি ও ডবল-পােল সুইচ
  • পজিটিভ ও নেগেটিভ তার
  • সিঙ্গল পয়েন্টে সুইচ লাগানাে।
  • সিঙ্গল সুইচ দিয়ে ভিন্ন ভিন্ন পয়েন্টে বিদ্যুৎ পাঠানাে বা বন্ধ করা
  • সিরিজ ও প্যারালেল সংযােগ
  • দুইটি ভিন্ন ভিন্ন জায়গা থেকে একই বাতিকে জ্বালানাে-নেভানাে
  • তিন কিংবা বেশি জায়গা থেকে একই বাড়িকে জ্বালানাে-নেভানাে
  • একই সুইচে লাগানাে দুটো বাতির যে কোন একটি জ্বালানাে-নেভানাে
  • টুইনব সুইচ
  • ইচ্ছামতাে একাধিক বাতি জ্বালানাে
  • ‘অল’, ‘পার্ট অ্যাণ্ড ‘অ’ সুইচ ,
  • শশাবার ঘরের বাতিকে অনুজ্জ্বলভাবে জ্বালানাে
  • টাইম সুইচ
  • বেড-সুইচ
  • ইলেকট্রিক ওয়্যারিং সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

 

electric wearing bangla book pdf file: ডাউনলোড ইলেকট্রিক্যাল ওয়্যারিং বই 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!