Books

শরহে মিয়াতে আমেল বাংলা Pdf Download (New)

শরহে মিয়াতে আমেল বাংলা বইটি পিডিএফ ডাউনলোড রিভিউ –

কোন ইলম শুরু করার পূর্বে কিছু জিনিস জানা জরুরী হয়ে থাকে।

১। সংশ্লিষ্ট ইলমের শাব্দিক ও পারিভাষিক অর্থ (২) বিষয়বস্তু (৩) উদ্দেশ্য (৪) মর্যাদা ও মাহাত্যু €৫) উদ্ভাবক (৬) উদ্ভাবন ১. সংজ্ঞা জানা এজন্য জরুরী যে, তা না জানলে নিরেট অজানা বিষয়কে জানা জরুরী হয়ে পড়ে। অর্থাৎ যাতে একেবারে অজানা জিনিসের তলব লাযেম না হয়। ২। বিষয়বন্ু এজন্য জানা জরুরী যে, যাতে উদ্দিষ্ট ইলম অপর ইলম থেকে পৃথক করা যায়।

কেননা ইলম একটা অপরটা থেকে পৃথক হয় বিষয়বস্তু দ্বারা। ৩। উদ্দেশ্য জানা এজন্য জরুরী যে, এটি না জানলে স্বার্থক ও উপকারহীন বিষয় জানা জরুরী হয়ে পড়ে। উদ্দেশ্য না জানলে এ ইলম অর্জন করা অনর্থক সময়ের অপচয় হয়ে দীড়ায়। &। মর্যাদা, অবস্থান জানা এজন্য জরুরী। এর দ্বারা সেই জ্ঞান শেখার প্রতি আগ্রহ সৃষ্টি হয়। €। উড্ভাবকের পরিচয় জানার দ্বারা তার মর্যাদা বুঝে এ জ্ঞানের প্রতি আকর্ষন আরো বেড়ে যায়। ৬। উদ্ভাবন জানার দ্বারা উদ্ভাবককে জানা যায় এবং এর ছ্বারা এ ইলমের ইতিহাসেরও একটা সুস্পষ্ট ধারণা লাভ হয়। ১। ইলমুস সরফের পারিভাষিক সংজ্ঞা – ইলমুস সরফ এমন কিছু মৌলিক নিয়ম পদ্ধতি জানার নাম যার দ্বারা আরবী শব্দসমূহের সীগাহর ওযন, এর প্রকৃতি, পরিবর্তিত অবস্থা, কৃত্রিমতা, ও পরিবর্ধন এর পদ্ধতি জানা যায়। বিষয়বস্তু আরবী ভাষার সীগাহ প্রকৃতি ও ওযনের দৃষ্টিভজি ৩।  আরবী ভাষার সঠিক উচ্চারণ শেখা ও মন মননকে শব্দগত ভুল-ক্রটি থেকে বাঁচানো। ৪। অবস্থান ও মর্যাদা ঃ একজন মুসলমান হিসাবে আমাদের শরয়ী বিধান জানা ওয়াজিব। আহকামে শরীয়াহর মূল উত্স হচ্ছে কুরআন-সুন্নাহ । আর এদুটি পরিপূর্ণ হৃদয়াঙ্গম করার জন্য আরবী জ্ঞান আহরণ অপরিহার্য। আরবী ভাষা ও সাহিত্যের জন্য –

এ শান্তর বুৎপত্তি অর্জন করতে না পারলে যেভাবে কুরআন বুঝা সম্ভব নয়, সেভাবে সম্ভব নয় বুঝা ইলমে হাদীসও। বিখ্যাত নাহুবিদ ইবনে ফারেস রেহ.) বলেন, যার এ বুৎপত্তি নেই তার অনেক কিছুই নেই। ইমাম
PDF Size 5.4 Mb

শরহে মিয়াতে আমেল বাংলা Pdf Download  link –

Click Here To Download

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!