আফগানিস্তানের ইতিহাস বই Pdf Download
আফগানিস্তান অতীত ও বর্তমান pdf Link –
আরও পড়ুনঃ
নানা রঙের গল্পগুলো
বিষয়ঃ হারাম প্রেম-ভালোবাসা থেকে ফিরে আসার মোটিভেশনাল গল্প।
ঈমানের হেফাজতের জন্য যেমন নিজের দৃষ্টি সংযত রাখা আবশ্যিক তেমনি যেসব কাজে ফিতনার আশঙ্কা থাকে সেসব থেকে দূরে থাকাও আবশ্যিক। আর এ কারণেই ইসলাম নন-মাহরামদের সাথে দেখা করা ও অপ্রয়োজনীয় আলাপচারিতাকে নিষিদ্ধ করেছে। এ ধরনের আলাপ থেকেই ধাপেধাপে প্রেমের খোলসে সীমালঙ্ঘন হয়। আর তা ছাড়া আমরা তো যিনা-ব্যভিচারকে সবাই ঘৃণা করি, তাই না তুবা?
-হ্যাঁ অবশ্যই! এটা তো নিকৃষ্ট পাপের কাজ!
-এখানে আরেকটা বিষয় আছে, আজকাল আমাদের জেনারেশনের ছেলেমেয়েদের আরেকটা কথা বলতে শোনা যায়, সেটা হচ্ছে ‘পবিত্র প্রেম’। এই টার্মটা শুনেছ কি না?
-হ্যাঁ, শুনেছি। যারা কিছুটা ভদ্রঘরের বা কনজারভেটিভ ফ্যামিলির তারা সাধারণত এই প্রেমে বিশ্বাসী।
-এক্সাক্টলি। এর মূল থিওরিটা হচ্ছে, একটা ছেলে ও একটা মেয়ের মাঝে প্রেমের সম্পর্ক থাকবে কিন্তু কোনো ফিজিক্যাল রিলেশন বা যৌনতা-সংশ্লিষ্ট কিছু থাকবে না। কিন্তু দেখো তুবা, অপোজিট জেন্ডারের প্রতি এই আকর্ষণ এটা তো আল্লাহ কর্তৃক সৃষ্ট একটা ন্যাচারাল ফেনোমেনা। একটা ছেলে ও একটা মেয়ে দুজন দুজনের সাথে ক্লোজলি মিশবে, একে অপরকে কাছ থেকে দেখবে, রোজ কথা বলবে, প্রেমালাপ করবে, একে অপরকে নিয়ে চিন্তা করবে, অথচ তাদের মধ্যে যৌন আকর্ষণ বা অনুভূতি কাজ করবে না, এটা একেবারেই অবাস্তব। বিজ্ঞানও এটাকে অস্বীকার করে।
যে বা যারা এমনটা দাবি করে, নিঃসন্দেহে ওই ছেলে পুরুষত্বহীন। আর মেয়েটার মাঝেও সমস্যা আছে। আর নয়তো দুজনেই ডাহা মিথ্যাবাদী। এর প্রমাণ মেলে, যখন রিলেশন ব্রেকাপ হওয়ার কিছুদিন বাদেই শোনা যায় প্রেমিকার প্রেমিক তাদের একান্ত মুহূর্তের ভিডিও বা পিকচার নেটে ছেড়ে দিয়েছে৷ অথচ রিলেশানে থাকা অবস্থায় কিন্তু প্রত্যেকটা ছেলেমেয়েই তাদের সম্পর্ককে ‘পবিত্র প্রেম’ নামেই অভিহিত করে থাকে। কিন্তু এসব সো কল্ড ‘পবিত্র প্রেমের’ পরিক্রমায় কখনো কখনো মেয়েটা প্রেগন্যান্টও হয়ে যায়৷ শেষমেশ অ্যাবর্শন করতে হয়। আর প্রায়ই নর্দমায়, ডাস্টবিনে কিংবা রাস্তার পাশের ড্রেনের মধ্যে পাওয়া যায়, অপরিপক্ব ভ্রূণ কিংবা নবজাতকের লাশ! এসব কিন্তু এই তথাকথিত পবিত্র প্রেমেরই আল্টিমেট রেজাল্ট।