khanika kabbogrontho book pdf download 8271

ক্ষণিকা কাব্যগ্রন্থ Pdf download (রবীন্দ্রনাথ ঠাকুর)🧡

প্রিয় পাঠকবৃন্দ তোমাদের জন্য নিয়ে এলাম রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষণিকা কাব্যগ্রন্থ Pdf download – পিডিএফ ডাউনলোড.

book ক্ষণিকা
writter
Publisher
ISBN pdf download
Edition 1st Published, 2011
Number of Pages 139
Country বাংলাদেশ
Language বাংলা
  • বইয়ের নাম- ক্ষণিকা
  • কবি- রবীন্দ্রনাথ ঠাকুর
  • জনরা-কবিতা
  • পৃষ্ঠা-৯৫
  • মূল্য-১২৫

নেচে ছুটে ধায়, কথা না শুধায়,
ফুটে আর টুটে পলকে,
তাহাদেরই গান গা রে আজি প্রাণ
ক্ষণিক দিনের আলোকে ॥

প্রতি নিমেষের কাহিনী
আজি বসে বসে গাথিস নে আর,
বাধিস নে স্বৃতিবাহিনী ।
যা আসে আসুক, যা হবার হোক,
যাহা চলে যায় মুছে যাক শোক,
গেয়ে ধেয়ে যাক দ্যুলোক ভূলোক
প্রতি পলকের-রাগিণী।
নিমেষে নিমেষ হয়ে যাক শেষ
বহি নিমেষের কাহিনী ॥

ফুরায় যা, দে রে ফুরাতে!
ছিন্ন মালার ভ্রষ্ট কুসুম

ফিরে যাস নেকো কুড়াতে।
বুঝি নাই যাহা চাই না বুঝিতে,
জুটিল না যাহা চাই না খুঁজিতে,
পুরিল না যাহা কে রবে যুঝিতে

তারি গহ্বর পুরাতে।

যখন যা পাস মিটায়ে নে আশ,
ফুরাইলে দিস ফুরাতে ॥

ওরে থাক, থাক্‌ কাদনি!
দুই হাত দিয়ে ছিড়ে ফেলে দে রে
নিজ হাতে বাধা বাধনি।
যে সহজ তোর রয়েছে সমুখে
আদরে তাহারে ডেকে নে রে বুকে,
আজিকার মতো যাক যাক ছকে
যত অসাধ্য-সাধনি।

লেখক: রবীন্দ্রনাথ ঠাকুর ক্ষণিকা  পিডিএফ ডাউনলোড – khanika-kabbogrontho-book-pdf-download link – Download PDF

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *