Books

চক্রবাক কাব্যগ্রন্থ pdf কাজী নজরুল ইসলাম : Chakrabak pdf Kazi Nazrul Islam

  • বইয়ের নাম – চক্রবাক (Chakrabak)
  • লিখেছেন – কাজী নজরুল ইসলাম
  • বইয়ের ধরন – কাব্যগ্রন্থ
  • ফাইল ফরম্যাট – PDF

ব্যাক্তিগত মতামত:- কাজী নজ্রুল ইসলাম এর কবিতা আমার সবথেকে ভালো লাগে। এই বই এর চক্রবাক,পথচারী, হিংসাতুর,কুহেলিকা,গানের আড়াল কবিতাগুলো বেশি ভালো লেগেছে।পদ্য প্রিয় মানুষদের জন্য বিশেষভাবে হয়ত তৈরি এটি।আসলেই অসাধারণ লেখক ছিলেন তিনি।যার কির্তী স্বয়ং এই বই।

চক্রবাক কাব্যগ্রন্থ সমালোচনা

চক্রবাক কাব‍্যে নজরুলের প্রেম,প্রকৃতি ও সৌন্দর্য চেতনার চরম বহিঃপ্রকাশ ঘটেছে।তবে কবি এখানে প্রেমে মিলন অপেক্ষা বিরহকে বেশি গুরুত্বদান করেছেন।আর এই বিরহকে তিনি উপলব্ধি করেছেন প্রকৃতি ও প্রাকৃতিক উপাদানের মধ‍্য দিয়ে।

দোলন চাঁপা,ছায়ানট বা সিন্ধু হিন্দোর কাব‍্যে প্রকাশিত অসংযত আবেগ চক্রবাকে এসে লাভ করেছে এক প্রশান্ত পরমার্থবোধ।
রবীন্দ্রনাথের মত আবরোহী পদ্ধতিতে নয়,বরং জীবনানন্দের মত আরোহী পদ্ধতিতে তাঁর প্রেমভাবনা উপস্থাপিত হয়েছে।একাব‍্যে প্রেম আর প্রকৃতি নিয়েই তাঁর পথ চলা।

এককথায় চক্রবাক কবির প্রেমচেতনার এক শিল্পিত দলিল।

FAQ

চক্রবাক কোন ধরনের সাহিত্যকর্ম?

চক্রবাক কাজী নজরুল ইসলাম কবিতা রচনা.

চক্রবাক কার লেখা?

কাজী নজরুল ইসলাম.

কবি এটা জানেন যে, প্রেমিকার পরিপূর্ণ রূপ এবং প্রেম অসম্ভব। চক্রবাক তার প্রেম সৌন্দর্যের কাব্য। প্রেমে ব্যর্থতায় অসহনীয় বেদনা, একাকিত্ব। চক্রবাকের আগের কাব্য গুলোতে কবি প্রিয়াকে কাছে পেতে হাতে ছুয়ে দেখবার জন্য ব্যকুল ছিলেন।না পাওয়ার বেদনার যন্ত্রণায় লীন হয়েছেন। কিন্তু এ কাব্যে না পেয়ে যে বেদনা অনুভূত হয়। তা উপভোগ করতে চেয়েছেন। তিনি পোড় খাওয়া অভিজ্ঞতায় বুঝতে পেরেছেন , জীবন পাওয়াতেই নয়, মিলনেই নয় বরং না পাওয়া আর বিরহেই সত্যি। চক্রবাকে কবি পুরো একা। এই বিরহ বেদনার সুর উচ্চারণ করেছেন।

links

link1: Download চক্রবাক PDF

link2

চক্রবাক by Kazi Nazrul Islam Goodreads

“তোমার কাঁদনে আমার আঙনে নিভে যায় তারা বাতি
তুমিও শুন্য আমিও শুন্য, এস মোর হব সাথী।”

“তুমি চলে যাবে দূরে
ভাদরের নদী দুকূল ছাপায়ে কাঁদে ছলছল সুরে।”
নদীর পারের মেয়েতে কবি বলেছেন,
“ফুলের বুকে দোলে কাঁটার অভিমানের মালা
আমার কাঁটায় ঘায়ে বোঝ আমার বুকের জ্বালা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!