মালঞ্চ উপন্যাসের আদিত্য চরিত্র Pdf Download – Malancha uponnash pdf by Rabindranath Tagore
মালঞ্চ রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস, যা বিয়োগান্তক উপন্যাস।। ‘বিচিত্রা’ মাসিক পত্রে ১৩৪০ বঙ্গাব্দের আশ্বিন থেকে অগ্রহায়ণ সংখ্যায় ধারাবাহিকভাবে প্রথম প্রকাশ। শেষ জীবনে রবীন্দ্রনাথ ঠাকুর দুটি উপন্যাস রচনা করেছিলেন যার প্রথম উপন্যাসটি ছিল দুই বোন (১৯৩৩),এটি মিলনান্তক আর পরের উপন্যাসটি হল মালঞ্চ যা বিয়োগান্তক ।
মালঞ্চ উপন্যাসের আদিত্য চরিত্র pdf Download | aditto coritto Malancha uponnash pdf by Rabindranath Tagor-
রিভিউ
মালঞ্চ উপন্যাসের মূল ঘটনা বিবাহ বহির্ভূত পরকীয়া প্রেম ভিত্তিক এবং বলা বাহুল্য এটি একটি বিয়োগান্তক উপন্যাস ।
উপন্যাসের মূল চরিত্র আদিত্য ও নীরজার ১০ বছরের সুখ সাচ্ছন্দ্যের বৈবাহিক জীবনে আদিত্যর দূর সম্পর্কের বোন সরলার অযাচিত অনুপ্রবেশ উপন্যাসটির মূল উপজীব্য । আদিত্যর ভাষ্যে সরলার জ্যাঠামশায়ের পৃষ্ঠপোষকতায় আদিত্য তার ফুলের ব্যবসা শুরু করতে পেরেছিল, নতুবা তার নিজের পায়ে দাঁড়ানো সম্ভব হত না। নীরজার কাছে তার স্বামী অন্ত্যপ্রাণ। গর্ভধারণের জটিলতায় মৃত সন্তান প্রসবের পর অসুস্থতায় সে শয্যাগত হয়ে পড়ে।
বিস্তারিত জানতে চাইলে নিচে ডাউনলোড করে পড়ে নিন.