ইনসাইড ‘র’ বই Pdf – Inside Raw Bangla Pdf Download
‘র’-এর স্বার্থের কিছুটা হলেও পরিপন্থী । কিন্তু আমাকে অবাক করে দিয়ে উক্ত প্রকাশনী সংস্থার ব্যবস্থাপনা পরিচালক এম সি চাওলা মাত্র এক মাসের মধ্যে অনুদিত বাংলা সংক্ষরণ প্রকাশের অনুমতি প্রদান করেন, যা আমার কাছে ভারতের দীর্ঘদিনের গণতন্ত্র চর্চা ও অবাধ তথ্যপ্রবাহের স্বাধীনতার প্রকৃষ্ট প্রমাণ বলে প্রতিভাত হয়েছে। এরপর আর বাধা কোথায়? প্রকাশক খোজার কষ্টটুকু আমাকে করতে হয়নি, কারণ আমার ক্যাডেট কলেজের সহপাঠী বিশিষ্ট প্রকাশনী সংস্থা ‘মিলারস প্রকাশনী’র স্বত্বাধিকারী তারিক হাসান তো গত ক’মাস হলো একপায়ে খাড়া হয়েই ছিল! তাই দিনক্ষণ ঠিক করে মাঠে নেমে পড়তে ওর একটুও দেরি হয়নি। আমাদের দেশে “র’ সম্পর্কিত প্রচুর লেখালেখি হয়েছে ও হচ্ছে এবং এ ধরণের সব লেখাতেই ‘র’-এর বিভিন্ন কার্যক্রম বা সংশ্লিষ্টতার প্রমাণ উপস্থাপনের চেষ্টা করা হয়ে থাকে যা সত্য হলেও অনেকে তীদের নিজস্ব মতাদর্শগত কারণে সত্য বলে স্বীকার করতে দ্বিধাবোধ করেন। আমার এ বইটি অনুবাদ করার মূল উদ্দেশ্য হচ্ছে, উক্ত মতাদর্শীদের কাছে ভারতীয় লেখকের স্বীকারোক্তি পৌছে দেয়া, যেন তারা কোনো অজুহাতে বলতে না পারেন যে, এ সব বাংলাদেশী লেখকের লেখা “ডাহা মিথ্যে” বা “স্রেফ গালগঞ্সো”। যেহেতু, মূল বইটি ভারতীয় লেখকের লেখা তাই তথ্যগত সত্যাসত্য প্রমাণের দায়দায়িত্ব লেখকের কাছেই রয়ে গেছে, এখানে আমার/নিজস্ব কোন মতামত প্রতিফলিত হয়নি ও সে সুযোগও আমার ছিল না। শেষে আপনাদের কাছে আমার একটু প্রয়োজনীয় সাফাই (1) গাইবার আছে আর তা হ’লো আমি কোনো বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই (যদিও কোনো একটি রাজনৈতিক মতাদর্শের প্রতি আমি আকৃষ্ট এবং ভোটের সময় সে দলের প্রতীকেই “সিল ছাপ্পর মেরে থাকি) এবং কারো পুন্যস্মৃতি তা বঙ্গবন্ধু শেখ মুজিবের হোক বা শহীদ জিয়ারই হোক সেখানে আঘাত দেয়ার উদ্দেশ্যে আমি এ বইটি অনুবাদ করিনি এবং এটা সকল মতাদর্শের সচেতন পাঠকের জন্য অনূদিত হয়েছে। সুতরাং আসুন, একবার অন্তত গুপ্তচরবৃত্তির চোরাগলিতে হারিয়ে যাওয়ার চেষ্টা করি। আবু রূশ্দ ২৩ কার্তিক ১৪০০ বাংলা ৭ নভেম্বর ১৯৯৩ ইংরেজী ঢাকা।
ইনসাইড ‘র’ বই Pdf Download (ডাউনলোড) লিংক-
Inside raw bangla pdf Download