Books

বাংলা ও জাতীয় ভাষা বই Pdf Download

bengali national language book pdf – বাংলা ও জাতীয় ভাষা বই pdf free download

 

Download

ফারজানার বুকের ভেতর অচেনা খুশির বাতাস খেলে গেল। মুখে যদিও প্রকাশ করছে না। কিছু খুশি মনের ভেতর চাপা রাখতেই বেশি সুখ লাগে। হামিম তাকে মিষ্টি মধুর বকাঝকা করছে। সুযোগ পেলেই সম্পর্ক ভাঙার একটা আল্টিমেটাম দিয়ে ফেলে হামিমকে। এটা সহ্য করতে পারে না হামিম। তার বুক মুচড়ে ওঠে ফারজানার মুখে হতাশার কথা শুনলে । অশুভ কথা শুনলে মাথায় খুন চেপে যায়। খুব মাথা গরম হয় তার — ফাজলামি পেয়েছ তুমি? কথায় কথায় সম্পর্ক ভাঙ্গার হুমকি দিচ্ছ! বহু সহ্য করেছি তোমার প্যানপ্যান প্যানপ্যান।  ‘আমি আরও বেশি প্যানপ্যান_কুরর। কি করবা তুমি? চারশো বার সম্পর্ক ভাঙ্গার হুমকি দেব ।”  “তুমি নিজেই বলতে শুরু করলে আর থামো না। আমাকে বলতে সুযোগ দাও না। এখন থেকে নতুন উপায় বার করব। আমি কথা বলার সময় তোমাকে চেয়ারে বসিয়ে হাত বেঁধে রাখব ওড়না দিয়ে। বকবক বন্ধ করার জন্য ঠোট আটকাব স্কচটেপ দিয়ে । আমার বলা শেষ হবে, তোমার পালা আসবে। অবশ্য স্কচটেপ খোলার পর ঠোটে চেপে চেপে কটা চুমু খাব।”  “আর তোমার ক্ষেত্রে কি করব?’  হামিম নির্লিপ্ত কণ্ঠে বলল_ “তোমার কথা বলার সময় আমাকেও একইভাবে বেঁধে রেখো । শাস্তি দুজনের সমান সমান ।”  ফারজানা চোখ তুলে হামিমের দিকে তাকায়। এমন সুন্দর কাব্যিক অভিব্যক্তি দিতে জানে হামিম। এটা তার সহজাত প্রবৃত্তি। পৃথিবীতে কিছু মানুষ আছে, যাদের সর্বত্র জুড়ে কাব্যিক ভাব প্রকট থাকে । মুখের যেকোনো অভিব্যক্তি তাদের অপূর্ব। রাগ অভিমান প্রেম সবকিছুতে যেন জীবনানন্দ শরৎচন্দ্র-রবিঠাকুর-নজরুল। হামিম তাদের উত্তরসূরি যেন। ফারজানাকে বিশাল বিশাল প্রেমের চিঠি লেখে। যদিও এখন মাল্টি গ্লোবালাইজেশনের যুগ। ইন্টারনেটের মাধ্যমে আজকালকার প্রেম বিরহ পরিচালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!