All Bangla Novel Book Pdf free Download

ডায়েরি অব অ্যা মুসলিম কিড ফাতিহা আয়াত Pdf Download

diary of a muslim kid by fatiha ayat pdf download – ডায়েরি অব অ্যা মুসলিম কিড ফাতিহা আয়াত Pdf Download

বইঃ  ডায়েরি অব অ্যা মুসলিম কিড
লেখকঃফাতিহা আয়াত
Publisher- অনন্যা
Number of Pages 64
Country- বাংলাদেশ
Language- বাংলা

আরও পড়ুনঃ- 

উপদেশ হচ্ছে, তাঁর সাথে কোন প্রকার শরীক না করা। তাঁর কিতাবের জন্য উপদেশ হচ্ছে, তা যথাযথভাবে তেলাওয়াত করা, জানা-বুঝা ও মান্য করা। রাসূল (ছাঃ)-এর জন্য উপদেশ হচ্ছে, যথাযথভাবে কথা ও কর্মে তাঁর আনুগত্য করা। মুসলিম নেতাদের জন্য উপদেশ হচ্ছে, তার যথাযথ আনুগত্য করা। ভুল- ক্রটি দেখলে ধৈর্য ধারণ করা এবং সার্বক্ষণিক তার কল্যাণ কামনা করা।

আর সাধারণ মুসলমানের জন্য উপদেশ হচ্ছে, পরস্পরের কল্যাণ কামনা করা। আর নেতার জন্য উপদেশ হচ্ছে তার কাজে সহায়তা করা। তার বিরােধিতা না করা এবং তার ত্রুটি দেখলে ধৈর্য ধারণ করা। মানার উদ্দেশ্যে উপদেশ শুনতে হবে : মুসলমানের জন্য যরূরী হচ্ছে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ জানা এবং তদনুযায়ী আমল করা।

জেনে না মানা বা না মানার উদ্দেশ্যে জানা মুনাফিকের আমল। কাজেই মেনে চলার উদ্দেশ্যে জানা একান্ত কর্তব্য। এ ব্যাপারে আল্লাহ তা’আলা মুমিনদের বৈশিষ্ট্য উল্লেখ করে বলেন, “bi, ajib, মুমিন তারাই যারা বলে, আমরা শ্রবণ করেছি (৫ নেছি) ও মান্য করেছি’ (বাকারাহ ২৮৫)। এ ব্যাপারে হাদীছে এসেছে, عن ابن عباس قال إن وفد عبد القيس لما أتوا النبي ﷺ قال من القوم أو من الوقد قالوا ربيعة. قال محبا بالقوم أو بالوفد غير خزايا و دامی. فقالوا يا رسول الله ، إنا لا نستطيع أن تأتيك إلا في شهر الحرام، وبيننا وبينك هذا الحي من كفار مضر، فمرنا بأمر فصل، خبر به من وراءنا، وتدخل به الحنة. سألوه عن الأشربة. اممممم بأربع، ونهاهم عن أربع، أمرهم بالإيمان بالله وحده. قال أتدرون ما الإيمان بالله وحده. قالوا الله ورسوله أعلم. قال شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله، وإقام الصلاة، وإيتاء الزكاة، وصيام مضان، وأن تغطوا من المغنم ال. ونهاهم عن أربع عن الحم والداء والقير والمﺅقت. وربما قال المقير . وقال أحفظوه وأخبروا به من وراءكم. আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) বলেন, আব্দুল কায়েম গােত্রের প্রতিনিধিদল যখন রাসূলুল্লাহ (ছাঃ)-এর দরবারে এসে পৌছল, তখন তিনি জিজ্ঞেস করলেন, কোন গােত্র অথবা কোন্ প্রতিনিধিদল (রাবী সন্দেহ)? তারা বলল, রবীআহ গােত্র।

তিনি বললেন, ‘তােমাদের গােত্রকে অথবা তােমাদের প্রতিনিধিদলকে মুবারকবাদ যা অপমানহীন ও অনুতাপবিহীন। তারা বলল, হে আল্লাহর রাসূল! হরম’-এর (যুদ্ধ নিষিদ্ধ) মাসগুলি ব্যতীত আমরা আপনার নিকটে আসতে পারিনা। কেননা আমাদের ও আপনার মাঝে কাফের ‘মুযার’ গােত্রটি অন্তরায় হয়ে আছে। অতএব আপনি আমাদেরকে এমন পরিস্কার চূড়ান্ত কিছু বিষয় নির্দেশ করুন, যা আমরা আমাদের বাকী লােকদের গিয়ে বলতে পারি ও যার দ্বারা আমরা জান্নাতে প্রবেশ করতে পারি। রাবী বলেন, তারা তাঁকে পানপাত্র সমূহের ব্যাপারেও জিজ্ঞেস করল। জবাবে রাসূলুল্লাহ (ছাঃ) তাদেরকে চারটি বিষয়ে নির্দেশ দিলেন ও চারটি বিষয়ে নিষেধ করলেন।

তিনি তাদেরকে নির্দেশ দিলেন কেবলমাত্র এক আল্লাহ্র উপরে বিশ্বাস স্থাপনের জন্য। অতঃপর বললেন, তােমরা কি জাননা কেবলমাত্র আল্লাহর উপরে বিশ্বাস স্থাপনের অর্থ কী? তারা বলল, আল্লাহ ও তাঁর রাসূল অধিক জ্ঞাত। অতঃপর ছালাত কায়েম করা, যাকাত আদায় করা ও রামাযানের ছিয়াম পালন করা। এতদ্ব্যতীত জিহাদলব্ধ গণীমতের মাল থেকে এক পঞ্চমাংশ তােমরা নেতার নিকটে জমা দিবে। অতঃপর রাসূলুল্লাহ (ছাঃ) তাদেরকে চারটি পাত্র সম্পর্কে নিষেধ করলেন, যা হ’ল : (১) হান্তাম’ অর্থাৎ শরাব তৈরীর কলসী যার গর্দান সবুজ ও লাল রংয়ের (২) দুব্বা’ অর্থাৎ লাউ বা চাল কুমড়ার শুকনা খােল দ্বারা প্রস্তুত মদ্যভাণ্ড (৩) লাকীব’ অর্থাৎ গাছের গুঁড়িতে গর্ত করে সেখানে শরাব বানানাের পাত্র বিশেষ (৪) মােযাফফাত’ অর্থাৎ আলকাতরা বা অনুরূপ গাঢ় তৈলজাতীয় বস্তু দ্বারা মােড়ানাে মদ্যপাত্র বিশেষ। অতঃপর রাসূলুল্লাহ (ছাঃ) তাদেরকে বললেন, তােমরা এগুলি বিষয় স্মরণ রাখবে ও তােমাদের বাকী লােকদের জানিয়ে দিবে’ (বুখারী, মুসলিম, মিশকাত হা/১৭; বাংলা মিশকাত হা/১৬)। অত্র হাদীছ দ্বারা প্রমাণিত হয় যে, ছাহাবীগণ শরী’আত শােনার জন্য রাসূল (ছাঃ)-এর নিকট আসতেন এবং সে অনুপাতে আমল করে জান্নাত পাওয়ার আকাংখা পােষণ করতেন عن عبادة بن الصامت قال قال رسول الله وحوله عصابة من أصحابه بايعوني على أن لا تشركوا بالله شيئا، و تقوا، ولا تڑوا، ولا تقتلوا أولادكم، ولا تأتوا بهتان تفترونه بين أيديكم وأرجلكم، ولا تغوا فی معروف، فمن وفي منكم أثره على الله، ومن أصاب من ذلك شيئا عوقب في الدنيا فهو كفارة له، ومن أصاب من ذلك شيئا ستره الله، فهو إلى الله إن شاء عفا عنه، وإن شاء عاقبه. فبايعناه على ذلك. ওবাদাহ বিন ছামেত (রাঃ) বলেন, একদা একদল ছাহাবী দ্বারা আবেষ্টিত অবস্থায় রাসূলুল্লাহ (ছাঃ) তাদেরকে বললেন, তােমরা আমার নিকটে বায়আত কর এ বিষয়ে যে, (১) তােমরা আল্লাহ্র সাথে অন্য কিছুকে শরীক করবে না (২) চুরি করবে না। (৩) যেনা করবে না (৪) তােমাদের সন্তানদের হত্যা করবে না

Download

রকমারি থেকে কেনার লিংকঃ rokomari diary-of-a-muslim-kid

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!