Books
অনার্স ১ম বর্ষের গণিত বিভাগের বই PDF Download
অনার্স ১ম বর্ষের গণিত বিভাগের বই pdf – Bsc 1st year maths book:
or
আরও পড়ুনঃ-
বইঃ ঝাঁঝি শ্যাওলা
লেখকঃ ওয়াকিলা তাবাসসুম মুমু
প্রকাশনঃচৈতন্য প্রকাশন
প্রকাশকালঃ ফেব্রুয়ারী ২০২১
মূল্যঃ ৪০০ টাকা
ব্যক্তিদের রেটিংঃ ৫/৫
বইটির প্রধান চরিত্র লেবু ওরফে লাবণ্য। অসম্ভব সুন্দরী,উচ্চশিক্ষিতা,স্বনির্ভর, ব্যক্তিত্বসম্পন্ন নারী। লেবু মমতাময়ী, দয়ালু,সৎ। কিন্তু মনে দোটানা।
বইটির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র শান্ত। সুনামগঞ্জের রাজকুমার তিতিরের বংশধর। ।শান্ত লেবুর সবচেয়ে কাছের বন্ধুদের মধ্যে একজন। শান্তর মনে লেবুর জন্য একটি বিশেষ জায়গা আছে। শান্তকে তাড়া করে বেড়ায় তার অতীত। সে অতীত শত বছর আগের অতীত।
লেবু, শান্ত ছাড়াও বইটিতে ছোট-বড় অনেক চরিত্রের সমাহার দেখা যায়। প্রত্যেকটি চরিত্র যেন বাস্তব। বইটির প্রচ্ছদ থেকে শুরু করে,বইয়ের উৎসর্গ পাতা,লেখকের কথা,প্লট,শব্দচয়ন সবকিছুই পাঠকের মনে দাগ কাটে। গল্পে শতবছর আগের রাজকুমার তিতির,যুদ্ধ,রাজপ্রাসাদ,রানী মাধবী যেমন আছে,তেমনি আছে আধুনিক যুগের লেবু,শান্ত,কবিয়ালের গান,শরণার্থী ক্যাম্প। মুমু আপুর লেখার ধরন আর শব্দচয়ন আমার কাছে কতটা ভাল লেগেছে আমি সত্যিই লিখে প্রকাশ করতে পারবনা। চরিত্রগুলোকে যেন তিনি অনেক যত্নে সাজিয়েছেন।
এবারের বইমেলায় যাওয়ার প্রধান কারণই ছিল এই বইটি কেনা। কিনেই সাথে সাথে পড়া শুরু করে দেই। প্রিয় লাইনগুলো হাইলাইট করে রেখেছি। মাঝপথে এসে চাচ্ছিলাম না বইটা শেষ হউক। ইচ্ছে করছিল পড়তেই থাকি পড়তেই থাকি। রিডিং স্লাম্প কাটিয়ে উঠার জন্য বইটি অত্যন্ত ভাল।
অবশেষে লেখিকাকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি বই লেখার জন্য। ছোট বোন আর ভক্ত হিসেবে একটা আবদার ও আছে আমার। আগামী বছর আরেকটি বই চাই। অনেক দোয়া আর ভালবাসা রইল।