Books

আরণ্যক উপন্যাস Pdf Download

আরণ্যক উপন্যাস pdf free download link – আরণ্যক বই ডাউনলোড
Title আরণ্যক
Author
Publisher
Country বাংলাদেশ
format epub, MOBI, Pdf free Download(পিডিএফ ডাউনলোড)

আরণ্যক উপন্যাসের সারাংশ:

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস প্রথম পড়লাম খুব সম্ভব। ভদ্রলোক এত সুন্দর ভাবে সবুজ আর বনের বর্ননা করেছেন, সবটাই যেন চোখের সামনে ভাসছিল পড়বার সময়ে। শুধু যে ভাসছিল তা নয়। মনে হচ্ছিল সত্যি এমন কোন যায়গাতে আমি নিজেই হেটে বেড়াচ্ছি। নিজেই বুনো মহিষের দলের সামনে এসে পড়েছি, নিজেই শঙ্খচূড় সাপের ভয় বাঘের ভয় পাচ্ছি।
আরণ্যক কেমন লেগেছে? এক কথায় বলতে অসাধারণ লেগেছে।
এর মূল কারণ খুব সম্ভব ব্যক্তিগত ২টা অনুভূতি।
১)
বেশ বছর আগে আমার একটা খাতা চুরি কি হারিয়ে যায় ব্যাগের থেকে। খাতাটা ছিল আমার উপন্যাসের। সেটা কাওকে পড়তে দেবার জন্য বা ছাপাবার উদ্দেশ্যে লিখেছিলাম এমন না। খুব কাছের মানুষের একের পর এক বড় বড় অসুখ আর ট্রাজেডির থেকে যখনই মুক্তি পেতাম, খাতাটায় লিখতাম।
তো সেখানে ঘটনা প্রবাহের চাইতে বনের ভেতরকার পরিবেশ আর একাকীত্বের বর্ননা অনেক বেশি ছিল।
তার সাথে, আবারো কিছুটা দেখা পেলাম মনে হল বইটাতে। অবশ্যি বিভূতিভূষণ এর লিখা অনেক বেশি সুন্দর, যা বলার অপেক্ষা রাখে না।
কিন্তু আমার নিজের লিখাটাও আমার কাছে কম সুন্দর না, খুব সম্ভব আমি নিজের লিখা সাধারণত যেভাবে লিখে ফেলা হয়েছে সেভাবে পড়তে পারি না। বরঞ্চ আমার মাথায় কিভাবে আছে বা কিভাবে লিখতে চেয়েছি, সেটারই পুনরাবৃত্তি ঘটে যখন পড়তে যাই।
২)
Forest of Piano নামে একটা এনিমেটেড (এনিমে/জাপানিজ কার্টুন) সিরিজ আছে।
আমি এই সিরিজ যখন দেখি, বেশ গাঢ়ভাবে উপভোগ করেছিলাম। কারণ –
এক, ক্লাসিকাল পিয়ানো পিসের প্রতি বিশেষ দুর্বলতা
দুই, বনের ভেতরকার অদ্ভুত পরিবেশ।
ভাবছি এরপর পথের পাঁচালি পড়ব নাকি চাঁদের পাহাড় পড়ব? পড়ব, কিছুদিন পরে পড়ি বরং, আরন্যকের রেশটা কাটুক।
আচ্ছা, বইটা কি আমি একাই এতটা উপভোগ করেছি?
বইয়ের এই উক্তিটা বেশ বেশ ভাল লেগেছেঃ
“যে জিনিস যত দুষ্প্রাপ্য মানুষের মনের কাছে তাহার মূল্য অনেক বেশি। এ কথা খুবই সত্য যে, এই মূল্য মানুষের মনগড়া একটি কৃত্রিম মূল্য, প্রার্থিত জিনিসের সত্যকার উৎকর্ষ বা অপকর্ষের সঙ্গে এর কোন সম্বন্ধ নাই। কিন্তু জগতের অধিকাংশ জিনিসের উপরই একটি কৃত্রিম মূল্য আরোপ করিয়াই তো আমরা তাকে বড় বা ছোট করি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!