ব্যালেন্সিং স্ক্রু বই Pdf
বইয়ের নামঃ ব্যালেন্সিং স্ক্রু pdf – balancing screw bangla pdf book download
“যে পশ্চিমা জাতি মা-বাবাকে স্মরণ করার জন্য বেছে নেয় (মে মাসের দ্বিতীয় রবিবার এবং জুন মাসের তৃতীয় রবিবার) সে বর্রর ও কুলঙ্গার জাতি থেকে মা-বাবা দিবস শিক্ষা করা মানে মা-বাবার মতো পবিত্র বিষয়গুলোকে অপবিত্র করা। পশ্চিমাদের বৃদ্ধাশ্রমে বৃদ্ধ মা-বাবার নিঃসঙ্গতা ও অবহেলায় গণমৃত্যু বিশ্ব কিভাবে অবলোকন করে? অথচ এরাই আমাদেরকে বিভিন্ন দিবস শেখায়। দুঃখের বিষয় হলো আমরা তাদের থেকে এসবই শিখছি। ”
উপরের অংশটি “ব্যালেন্সিং স্ক্রু” বই এর “মতাদর্শ” গল্পের একটা খন্ডাংশ।
চলুন,বইটি সম্পর্কে এবার বিস্তারিত জানা যাক।
🔶বই রিভিউঃ
_______________
ইসলাম নির্মূলের নীলনকশা যারা প্রকাশ্যে বাস্তবায়ন করে যাচ্ছে, যারা নিজেরা অশান্ত পৃথিবীর অনুঘটক হওয়া সত্ত্বেও সুকৌশলে সে দোষ উগরে দিচ্ছে শান্তির ধর্ম ইসলামের নামে,যারা বর্তমান আধুনিক পৃথিবীতে ইসলামকে ব্যর্থ প্রমাণ করার জন্য মানুষের মগজের কোষে কোষে পৌঁছে দিচ্ছে ইসলামবিদ্বেষের বিষবাষ্প,
তাদের কুহেলি ফাঁদ ও ষড়যন্ত্রের জাল এই বইয়ে উন্মোচিত হয়েছে গল্পে গল্পে।
বিজ্ঞানের এই যুগে মুখোশধারী কিছু মানুষ বিকৃত মানসিকতা নিয়ে বিজ্ঞান ও আধুনিকতার নামে সমাজে দ্বন্দ্ব ছড়ায়। ভারী করে নিজেদের পেট ও পকেট। এই বইটিতে এসব অপতৎপরতার মুখোশ উন্মোচনের যথাসম্ভব চেষ্টা করা হয়েছে।
🔶সূচিপত্রঃ
____________
বইটিতে যে নয়টি আর্টিকেল/গল্প আছে –
▪️ভূমিকা
▪এ ফাদার সেভড হিজ ডটার’স লাইফ
▪️স্মার্ট সনম
▪️মতাদর্শ
▪এয়ার কমোডর কুরদুগলু
▪️গাছপালার প্রেম
▪️ব্যালেন্সিং স্ক্রু
▪️হোয়াই ডন্ট উই সি দ্য গড?
▪️এ টাইমলি টেক্সট
▪️আসেনশন
সূচিপত্র দেখে আসলে বোঝার উপায় নেই কোন গল্পটি কি সম্পর্কে। সুতরাং, বুঝতে হলে আপনাকে অবশ্যই পড়তে হবে ” ব্যালেন্সিং স্ক্রু” বইটি।
🔶পাঠ্যানুভূতিঃ
_______________
▪️একেবারে শুরুতে বইটির নাম দেখে বুঝতে পারিনি যে বইটি মূলত কি সম্পর্কে। পড়ার পর বুঝতে পারলাম বইটিতে নাস্তিকদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হয়েছে, এছাড়াও ইসলামবিদ্বেষীদের বিভিন্ন রকম ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করা হয়েছে গল্পাকারে।
▪️বইটির অত্যন্ত আকর্ষণীয় দিক হলো বইটিকে প্রবন্ধ, গল্প এবং উপন্যাস যেভাবে চায়, সেভাবেই পড়া যাবে। অত্যন্ত চমকপ্রদ করে সাজানো হয়েছে এই বইকে।
▪️এছাড়া লেখকের উপস্থাপনার সহজবোধ্যতা সত্যই নজর কেড়েছে।
▪️বইয়ের লেখা, ছাপা, সাহিত্যমান, প্রচ্ছদ ভালো লেগেছে।
▪️ সংশয়বাদীদের জন্য বইটি কাজে দেবে বলে আমার বিশ্বাস।
🔶ভালো লাগা উক্তিঃ
____________________
“মন যা চায় তা করেই যদি মানবজাতি শান্তি পেতে চায়, তাহলে মানবজাতি একদিনেই ধ্বংস হয়ে যাবে।” ( পৃষ্ঠাঃ ৯৯)
🔶আলোচনা-সমালোচনাঃ
________________________
◾বইটিতে লেখক সম্পর্কে কোন তথ্য নেই, থাকলে হয়তো পাঠকরা লেখক সম্পর্কে জানতে পারতো।
◾কুরআন এর বিভিন্ন আয়াত এর রেফারেন্স দেওয়া হলেও বিজ্ঞান এর যে যুক্তিগুলো দেওয়া হয়েছে সেগুলোর কোন সমৃদ্ধ রেফারেন্স দেওয়া হয়নি।
◾কয়েকটি ভুল বানান চোখে পড়েছে।
◾কয়েকটি গল্প তাড়াহুড়ো করে শেষ করা হয়েছে বলে মনে হলো।
🔶প্রকাশন নিয়ে কিছু কথাঃ
___________________________
“ব্যালেন্সিং স্ক্রু” বইটি প্রকাশ করেছেন হা সা না হ Hasanah Publication । ইতোমধ্যে বেশ ভালো ভালো বই তাঁরা প্রকাশ করেছেন। তাঁদের বইয়ের মান ভালো লেগেছে।
🔶বইটি পাঠকবৃন্দের জন্য যেকারণে উপকারী মনে হলোঃ
_______________________________________________________
বর্তমানে মানুষ কিভাবে নাস্তিকদের দ্বারা নিজের অজান্তেই নিজে নিয়ন্ত্রিত হচ্ছে(ইচ্ছায় বা অনিচ্ছায়) , বইটি পড়ার মাধ্যমে পাঠকমহল খুব সহজেই বিষয়টি বুঝতে পারবেন।
এছাড়া নাস্তিকতা, ইসলামোফোবিয়া, ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের ধারণা, পাঠক স্পষ্টত এই বই থেকে পাবেন ইন শা আল্লাহ।
হলফ করে বলতে পারি, বইয়ের শুরুটা পাঠককে শেষ অবধি টেনে নিয়ে যাবে।
⬛🟫 হাল যামানায় ইসলামবিদ্বেষীদের ষড়যন্ত্র অতীতের যেকোন সময়ের চেয়ে ভয়ংকর। মানুষকে ইমানহারা করার জন্য নাস্তিকতা ও ইসলামের নামে প্রোপাগান্ডা ছড়িয়ে দিচ্ছে নানান কৌশলে। শান্তির চিরস্নীগ্ধ বাতিঘর ইসলামের শাশ্বত সৌন্দর্য ছড়িয়ে দিলে নস্যাৎ হবে তাদের ষড়যন্ত্র।
🔶পরিশেষে,
আপনি যদি ইসলামকে ভালোবাসেন ও নাস্তিকতার জবাব দিতে চান তাহলে বইটি আপনার জন্য।
“ব্যালেন্সিং স্ক্রু” এর এডভেঞ্চার পাঠভ্রমনে আপনাকে স্বাগতম।
🔶এক নজরে বই পরিচিতিঃ
__________________________
📖 বইঃ ব্যালেন্সিং স্ক্রু
🖋️লেখকঃ কাজী মাহবুব (হাফি.)
🖋️সম্পাদকঃ সাঈদ আবরার
▪️প্রচ্ছদঃ মোঃ জুনায়েদ
▪️পৃষ্ঠাসংখ্যাঃ ১৪৪
▪️মুদ্রিত মূল্যঃ ২০০ টাকা
▪️প্রকাশনায়ঃ Hasanah Publication