গীতা পাঠ বাংলা অনুবাদ PDF Download❤️(New)
বইয়ের নাম: গীতা পাঠ বাংলা অনুবাদ pdf download
আদিগুরু শ্রীতগ্বানের বাণীরূপে বেদ প্রকটিত হয়েছিল। লিপিবদ্ধ হওয়ার পূর্বেগুরু-শিষ্য পরম্পরায় বেদ শ্রুত হত এবং সংসারে প্রচলিত ছিল। এজন্য বেদকে শ্রুতিও বলা হয়। শ্র্তিতে যে অংশে বেদের অপ্রকাশিত অর্থ প্রকাশ পেয়েছে এবং সর্থহতার প্রয়োগ প্রদর্শিত হয়েছে-_ তাকে ব্রাহ্মণ বলে। বেদের ব্রাহ্মণ ভাগেতে যাগনযজ্ঞ, বিধি-নিষেধ, উপাসনা, অর্থবাদ এবং ্রহ্মবিদ্যাদি ব্যক্ত হয়েছে ব্রাহ্মণের অংশবিশেষকে বলে আরণ্যক। অরণ্যবাসী উপাসকগণ উচ্চতর তত প্রাপ্তির প্রয়াসে অরণ্যে ধ্যান-উপাসনাতে তৎপর থাকতে । অরণ্যে রচিত হওয়ায় এবংঅরণ্যবাসীর অবলম্বনীয় হওয়ায় এগুলি আরণ্যক নামে প্ররিচিত। প্রতিটি বেদেরইব্রা্গণ, আরণ্যক এবংউপনিষদ রয়েছে।আরণ্যক,উপনিষদ-অতিরিক্ত সংহিতা এবংব্রাহ্মণসমূহ মুখ্যত বেদের কর্মকাণ্ডের অন্তর্গত। এগুলি যত্তের বিধি-বিধান নির্দেশকারক। এই যক্র-উপাসনাদির প্রভাবে লৌকিক ধন-সম্পদ এবংস্বর্গাদি পারলৌকিক ফল প্রাপ্তি হয়ে থাকে।
বেদের সারৎসার অংশ হওয়ায় এবং বেদের আস্তে প্রকটিত হওয়ায় উপনিষদকে বেদান্ত বলা হয়। উপনিষদ শব্দের অর্থব্ক্মবিদ্যা, বিদ্যাবিশেষের সারাংশ বা রহস্যবিদ্যা। উপনিষদ বেদের কর্মভ্ঞান অস্তর্গত। উপনিষদ অনুশীলনে অবিদ্যারূপ সংসারবন্ধন বিনষ্ট হয়। এই বিদ্যা জীবাত্মাকে প্রকাশশীল করে, চিত্তশুদ্ধি করায়, জ্ঞান প্রাপ্তির পথ প্রশস্ত করে, ্রনগ প্রাপ্তির পথ প্রদর্শন করে এবং মুক্তি প্রদায়ক হয়ে থাকে ব্রহ্মবিষয়ক এই বিদ্যা গুরুউপদেশ ভিন্ন লব হয় না। অদ্বিতীয় ব্রহ্মই হলেন বেদা্তবিদ্যার পরম তাৎপর্য এবং ব্রহ্মবিষয়ক একমাত্র প্রমাণ। উপনিষদ বলে অহম ব্রন্মাস্মি_আমিই ব্রহ্মা, অহম্ আত্মা ্ম্মা_এই আত্মাই বর্ম, প্রজ্ঞানংত্রন্ম-প্রভ্ঞানই ব্রহ্ম এবং তত্বমসি__তুমিই সেই। সব্র্বং খন্ছিদং ব্রহ্ম ূ উপনিষদ, ্রন্সূত্র এবং শ্রীমদ্ ভগবদ্ গীতাকে প্রকৃত স্থানরূপে একত্রে প্রস্থানত্রয় বলা হয়। এ গুলিই বেদান্ত দর্শনের ভিত্তি। উপনিষদ সমূহকে শ্রুতি-পরস্থান, বরন্মসূত্রকে ন্যায় -প্রস্থান এবং শ্রীমদ্ ভগবদ্ গীতাকে স্মৃতি-প্রস্থান বলে।
book | শ্রীমদ্ভগবদ গীতা পাঠ বাংলা অনুবাদ |
Author | সুশান্ত বন্দ্যোপাধ্যায় |
Publisher | ওরিয়েন্ট লাইব্রেরী (ভারত) |
Edition | 1st Published, 2014 |
Number of Pages | 606 |
Country | ভারত |
format | পিডিএফ ডাউনলোড |
Link:
Gita Path Bengali Translation PDF Download