info

লক্ষীর ভান্ডার প্রকল্প ফর্ম Pdf Download ২০২২

শুরু হচ্ছে লক্ষীর ভান্ডার প্রকল্প ২০২২-২৩ এর কার্যক্রম (Pension Application Lakkhi Vandar Prokolpo)।  সরকার প্রকল্পের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় জানান, গতবারের সাফল্যের কথা মাথায় রেখেই সাধারণ মানুষের সুবিধার্থে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার লক্ষীর ভান্ডার প্রকল্প।  এবারে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে এ প্রকল্পকে। লক্ষীর ভান্ডার প্রকল্প ফর্ম ডাউনলোড (pdf download), আবেদন(apply) সকল কিছু এই পোস্টের মাধ্যমে জানতে পারবেন। 

প্রশ্নঃ লক্ষীর ভান্ডার কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ সরলাদেবী চৌধুরানি লক্ষীর ভান্ডার কে প্রতিষ্ঠা করেন।

প্রশ্নঃ লক্ষীর ভান্ডার কেন গঠিত হয়?

উত্তরঃ ১৯০৫ সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশি আন্দোলন সফল করার জন্য লক্ষীর ভান্ডার গঠিত হয়।

Pension Application Lakkhi Vandar Prokolpo

কবে থেকে আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন সমস্ত কিছুর মুখ্যমন্ত্রীর নিজের মুখ থেকে আপনারা শুনতে পারবেন ভিডিওটি থেকেঃ

লক্ষীর ভান্ডার প্রকল্পে আপনারা বিভিন্ন রকম সুযোগ-সুবিধা পেয়ে থাকবেন। যথাঃ 

  • যেখানে তপশিলি জাতি উপজাতি, মহিলারা মাসে 1000 টাকা
  • এবং সাধারণের মহিলারা মাসে 500 টাকা করে পেয়ে যাবেন।
  • লক্ষীর ভান্ডার প্রকল্পের প্রকল্পের জন্য চলতি বছরে 11 হাজার কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার ।

মুখ্যমন্ত্রী বলেছেঃ 

সরকার সেপ্টেম্বর থেকে তাদের কার্যক্রম শুরু করবে সেখানে মা বোনেরা তাদের অ্যাপ্লিকেশনগুলো জমা করবেন। যারা লক্ষীর ভান্ডার এর আওতায় থাকবে অর্থাৎ তপশিলি আদিবাসীদের 1000 টাকা আর জেনারেল 575 টাকা দেবে সরকার. 16 ই আগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত আপনারাও সরকারি এপ্লিকেশন দিয়ে তাদের স্বাস্থ্য সাথী কার্ড আছে স্বাস্থ্য সাথী কার্ড দিয়েই আবেদন করতে পারবেন। 16 সেপ্টেম্বর পর্যন্ত দুয়ারে সরকার আবার আপনাকে এই সুযোগ দেবে তবে কোন কারণে কেউ যদি মনে করেন স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ব্যাপারে, বা খাদ্য সাথী কার্ড পাইনি তবে দরখাস্ত জমা দেবে। স্বাস্থ্য সাথী কার্ড পাইনি জমা দেবে সেটাও কিন্তু আলাদা ভাবে সাথে সাথে কৃষক বন্ধু থেকে শুরু করে আমাদের লক্ষীর ভান্ডার তাছাড়া এই সমস্ত সার্ভিসগুলোর সরকারের খাদ্য সাথী স্বাস্থ্য সাথী কার্ড সার্টিফিকেট তপশিলি বন্ধু শিক্ষার্থীর জয় জোহার পেনশন 60 বছর হয়ে গেলে সবচেয়ে বেশি মাত্রায় পরিবর্তে পরিবর্তে কন্যাশ্রী রূপশ্রী ঐক্যশ্রী কৃষক বন্ধু 100 দিনের কাজ ডিজিটাল রেশন কার্ড লক্ষীর ভান্ডার কৃষক বন্ধু নতুন স্টুডেন্ট ক্রেডিট কার্ড কি ব্যাংকিং রিলেটেড ইনক্লুডিং ওপেনিং অফ একাউন্টস আধার কার্ড ওম্যান এন্ড কারেকশন এডমিশন অফ এগ্রিকালচারাল ল্যান্ড এগুলো সবই কিন্তু দুয়ারে সরকার থেকে দেয়া হবে।

লক্ষীর ভান্ডার প্রকল্প ফর্ম ডাউনলোড

লক্ষীর ভান্ডার প্রকল্প ফর্ম(ফরম) ডাউনলোড করার জন্য চিন্তা নাই। কারণ এটি দুয়ারে দুয়ারে সরকার ক্যাম্পে পাওয়া যাবে।

Application Form PDF:  Download Now

Official Website: Click Here

West Bengal Lakshmi Bhandar Scheme 2021 Apply Online

West Bengal Lakshmir Bhandar scheme from pdf download

নিচে দেওয়া অ্যাপস এর মধ্যে আপনারা ফরম পেয়ে যাবেন.

LINK: Lakshmir Bhandar Prakalpa App

Apply WB Lakshmir Bhandar Prakalpo 2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!