Books
ভয় অমনিবাস Pdf Download (Full)
রুবেল কান্তি নাথ ভয় অমনিবাস Pdf Download – ভৌতিক অমনিবাস মানবেন্দ্র পাল pdf links-
or
or
or
or
খোয়াব
একটা নিঃস্ব পাহাড়ের নাম দিয়েছি দুঃখ
একটা পথের নাম রেখেছি অপেক্ষা।
পাহাড়ের হৎপিও থেকে যে কিশোর ঝর্ণা
ছলকে ছলকে ছুটবে বলে জন্মেছিলো
তার নাম হোক খোয়াব।
শিলা পাথরে আছড়ে পড়তে পড়তে
দুরন্ত ঝর্ণা একদিন হয়ে উঠে যুবক নদী।
পাড় ভেঙে কুল ভেঙে ছুটতে ছুটতে-
দেশ থেকে দেশান্তরে পথ হারিয়ে,
আজ সে একজন সমুদ্ব ।
অথই জল, নোনা জল, চাপা গর্জন নিয়ে
সমুদ্র এখনো খোয়াৰ দেখে ।
সৈকতের নগ্ন পা ছুঁয়ে ছুঁয়ে
দিনরাত ঢেউ তুলে, অপেক্ষায় ।
হঠাৎ কোনো একদিন শান্ত দিঘিটা
হুলস্ল করে এসে যদি বলে-
“তোমার গহীন জলে জায়গা দাও তো-
ডুব দেই।”
রুবেল কান্তি নাথ এর ভয় অমনিবাস বইটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না.