আংকেল টমস কেবিন pdf – uncle tom’s cabin pdf in bengali
uncle tom’s cabin pdf in bengali free download link: আংকেল টমস কেবিন pdf free download :
বইঃ আঙ্কল টমস কেবিন
লেখকঃ হ্যারিয়েট বিচার স্টো
প্রকাশঃ ১৮৫২
আজকাল মানুষ সভ্যতা বলতে মার্কিন যুক্তরাষ্ট্রকেই বোঝে।আধুনিকতা বলতে মার্কিন মুলুক কেই বোঝে।মার্কিনিদের জাগরণের যৌবনকেই সভ্যতার সূচনা মনে করে।
অথচ,এই মার্কিনিরাই শতাব্দি সাল আগে সভ্যতার কালিতে লিখেছিল এক কলঙ্কজনক অধ্যায়।যুক্তরাষ্ট্রের দক্ষিনাঞ্চলে প্রচুর তুলার চাষ হতো।লাভের অঙ্কও ছিলো বেশি।কিন্তু তাতে দরকার হত স্বল্প পারিশ্রমিকের শ্রমিক।এই প্রয়োজন পুরন করতে তারা শুরু করে মানুষ অপহরণ এবং দাস হিসেবে বিক্রি।আফ্রিকা থেকে লক্ষ লক্ষ কালো কিন্তু সাদামাটা এবং পরিশ্রমি মানুষদের বন্দুকের নল দেখিয়ে খেদিয়ে নিয়ে আসে জাহাজে।তারপর শিকলে বেঁধে খাঁচায় করে জন্তু জানোয়ারের মত নিয়ে আসা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের তুলার ক্ষেতে।এই কালো মানুষদের মানুষ মনে করা হত না।শ্বেতাঙ্গরা ভাবতো,এদের কোনো মন নেই,কোনো অনুভুতিও নেই।তাই যথেচ্ছ দৈহিক নিপিড়নের মাধ্যমে শ্রম আদায় করে ঐশ্বর্যের মালিক হতো তারা।
ক্রমশ শ্বেতাঙ্গদের এক-আধজনের দৃষ্টি পড়ল এই অত্যাচারের উপর।তারা দলবদ্ধ হয়ে ক্রীতদাসপ্রথার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুললেন। সেই আন্দোলনের অংশ হিসেবে একজন মহিলা লেখিকা হাতে তুলে নিয়েছিলেন কলম।তারই ফল হচ্ছে “আঙ্কল টমস কেবিন”।
এক ধরনের বই আছে,যা মানুষের চিন্তা-চেতনা কে আমূল বদলে দেয়।সেধরনের একটি বই হচ্ছে “আঙ্কল টমস কেবিন”।
ডাউনলোড লিংক:
Download
Download
Download