আরতুগ্রুল গাজী জীবনী বই pdf – ertugrul ghazi jiboni pdf
ertugrul ghazi jiboni pdf download- আরতুগ্রুল গাজী জীবনী বই pdf free download
Title | আরতুগরুল গাজি |
Author | আইনুল হক কাসিমী |
Editor | নেসারুদ্দীন রুম্মান |
Publisher | পুনরায় প্রকাশন |
Edition | 1st Published, 2020 |
Number of Pages | 144 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |
প্রারস্তিকা যুগসূত্রে গাঁথা মালা (তুর্কি জাতি_কায়ি গোত্র) –
তুর্কি জাতি পৃথিবীর প্রথম সকালে ছিল না এত মানুষ, ফলত ছিল না__বংশ-গোত্র-সম্প্রদায় ছিল না তার পরিচিতি, ক্রমবিকাশ ও পরম্পরা। মানুষের প্রয়োজনেই ধীরে ধীরে বাড়তে থাকে মানুষ, বাড়তে থাকে ঘর-বসতি-পাড়া। একসময় বর্ধিষু মানবপল্লী হয়ে ওঠে মানবসমাজ-_তারপর সম্প্রদায়__তারপর মানবজাতি। কালে কালে ক্রমবর্ধমান মাখলুকাতের এই আশরাফ শ্রেণিটি নিজ নিজ পল্লী-সমাজ-সম্প্রদায় আর জাতির আদ্য থেকে “মানব” নামটি মুছে ফেলে সেখানে উৎকীর্ণ করে আরও-বিশিষ্ট ও বিশেষায়িত অন্য কোনো সন্বোধন,__-যে সম্বোধনটি সুনির্দিষ্টভাবে তাকেই বোঝাবে। এই নতুনুঃনামে বিশেষিত হওয়ার পদ্ধতিটিও মানুষকে কেননা, স্থান-কাল-পাত্র__ভুঁগোল-সমাজ ও নৃতত্ব মানুষের মানুষ পরিচয়ের সাথে যোগ করেছিল নতুন নতুন আবহ ও বৈশিষ্ট্য। এসব নতুন বৈশিষ্ট্য একসময় এমনভাবে তাদের পরিচয়বাহী চিহ্ন হয়ে ওঠে যে, “মানব” নামক মুখ্য পরিচয়ের চেয়ে অধিক মানুষ পরিচিত হতে থাকে এসব আনুষঙ্গিক স্বাতন্ত্যে; ফলে প্রয়োজনীয় হয়ে ওঠে আরও বিবিধ বিষয়াদি এসব স্বাতত্ত্য, পরিচিতি ও বৈশিষ্ট্য এতখানি মুখ্য ও প্রধান হয়ে ওঠা কাম্য ছিল কি না, আহকামুল হাকিমিন তা কুরআন মাজিদেই জানিয়েছেন; তিনি ভাষা ও বর্ণের রকমারিকে নিজের নিদর্শন বলেছেন; বংশ-বৈচিত্র্যকে সাব্যস্ত করেছেন মানুষের পরিচয়চিহ্ন হিসেবে। এর চেয়ে বেশি এসব নাম-পরিচয়-বংশ ও কৌলিন্যে আমাদের উদ্দেশ্য নেই। আমাদের গ্রন্থটির বিষয়-বিবেচনায় [হিকভাবে নানা ব্যক্তি, গোষ্ঠী, বংশ এবং এর রম্পরার ক্রমবিকাশ ও বইরৈখিক বাঁক নিয়ে আমরা আলোচনা করোছ; সুখ ও শোকরের কথা হলো, এর উদ্দেশ্য কুরআনের উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ।
Download