বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের যত প্রশ্ন PDF Download❤️(Full)
গণিত অলিম্পিয়াড হচ্ছে আজ এক যুগ ধরে । আমরা সাফল্যের সঙ্গে ১০টি আয়োজনশেষ করেছি। প্রতিবছরই শিক্ষার্থীরা আমাদের কাছে জানতে চায়, অলিম্পিয়াডের প্রশ্নকেমন হবে । আমরা কখনো ওয়েবসাইট দেখতে বলি, কখনো পুরোনো পত্রিকা দেখতেবলি। এবার আমরা সহজে বলতে পারব, “পুরোনো প্রশ্ন দেখতে চাও? এ বইটিদেখো!”অনেক চেষ্টার পর এই গণিত অলিম্পিয়াড প্রশ্ন সংকলন বইটির কাজ সমাপ্ত হলোগণিত অলিম্পিয়াড সাধারণ পাঠ্যবই থেকে কিছুটা ভিন্ন। নমুনা প্রশ্ন থাকলে গণিতঅলিম্পিয়াড সম্পর্কে ধারণা পেতে এবং গণিত অলিম্পিয়াডের জন্য প্রস্তুতি নিতেসুবিধা হয়। সে কারণে এ বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের যত প্রশ্ন pdf download বইটি খুবই গুরুত্বপূর্ণ। বইয়ে এখন পর্যন্ত হয়ে যাওয়া সবগণিত অলিম্পিয়াডের প্রশ্ন রয়েছে।
book | বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের যত প্রশ্ন |
Editor | মুনির হাসান , সুব্রত দেবনাথ , মোঃ রেজাউল করিম |
Publisher | তাম্রলিপি |
Country | বাংলাদেশ |
Language |
আঞ্চলিক, জাতীয় ও ক্যাটাগরি অনুসারে প্রশ্নসাজানো রয়েছে। ফলে প্রয়োজনীয় প্রশ্ন খুজে পেতে পাঠকদের সুবিধা হবে।বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের এক যুগ শেষ হয়েছে। এর মধ্যে হয়েছে আঞ্চলিক ওজাতীয় পর্যায়ে অনেক আয়োজন । সব অলিফ্টিয়াডের প্রশ্ন একসঙ্গে রাখা তাই বিশালব্যাপার । তবে সব প্রশ্ন রাখা হয়নি। বাছইও করা হয়েছে। অনেকেই হয়তো বলবেন, প্রশ্ের সঙ্গে সমাধান দিয়ে দিলে ভালো হতো । আসলেগণিত অলিম্পিয়াড একটি আদর্শের ওপরে দীড়িয়ে আছে যে প্রশ্ন যেন কখনো পুরোনোনা হয়। সমাধান দিয়ে দিলে তো হয়েই যেত, প্রশ্নগুলোও মলিন হয়ে যেত। বরংপ্রশ্নগুলো নতুনই থাক। প্রতিদিনই গণিত অলিম্পিয়াডের সঙ্গে নতুন ছেলেমেয়েরা যুক্তহচ্ছে। আর আমাদের ছেলেমেয়েদের মেধার ওপর আমাদের বিশ্বাস অনেক, এসবমামুলি সমস্যার সমাধান তারা করতে পারবেই।
অনেক দিন ধরে এ বইটি প্রকাশের কথা আমরা ভেবেছি। চিন্তাটা প্রথম এসেছেইব্রাহিম খলিলুল্লাহ নবীর মাথায়। কিন্তু গণিত অলিম্পিয়াড স্বেচ্ছাসেবার ভিত্তিতেপরিচালিত হয়। আমাদের কোনো স্টোর রুমও নেই। ফলে ডকুমেন্টেশনের অবস্থাসুবিধাজনক নয়। অধিকাংশ ক্ষেত্রেই অলিম্পিয়াডের প্রশ্রগুলোর কোনো হার্ডকপি থাকেনা, কারও কারও মেইলে সফটকপিগুলো পাওয়া যায় । আবার প্রথম দিকেরগুলোর হার্ডবা সফট কোনো কপিই নেই। আমাদের প্রথমবারের প্রশ্ন করেছিলেন স্বর্গত গৌরাঙ্গস্যার। প্রশ্ন হয়েছিল সিলেটে । পরের কয়েক বছর জাতীয়-এর প্রশ্ন হয়েছে জাফরইকবাল স্যারের বাসায় । সব প্রশ্ন জোগাড় করার উপায় এখন আর নেই।
বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের যত প্রশ্ন pdf download link- click here