পার্সোনাল বিকাশ দিয়ে ব্যবসা করার নিয়ম
বিকাশ পারসোনাল দিয়ে ব্যবসা করা প্রায় অসম্ভব। কারন এখন খুব কঠোর আইন করেছে বিকাশ থেকে। তবে আপনি সীমিত পরিসরে ব্যবসা করতে পারবেন। এক্ষেত্রে আপনার বিকাশে ১০০০ টাকা আসলে আপনার ২০ টাকা লাভ হবে। কিন্তু পাঠানোর সময় কোন লাভ হবে না। [আমার আব্বু একজন বিকাশ ব্যবসায়ী সেই কারনে আমিও জানি।
বিকাশ কোডের মাধ্যমে লেনদেনের কমিশন
বিকাশের নির্দিষ্ট কোডের মাধ্যমে *247# লেনদেন হলে প্রতি হাজারে একজন এজেন্ট পাবেন ৪.১০ টাকা। এক্ষেত্রে বাড়তি টাকা অর্জনের সুযোগ নেই। এছাড়া সর্বোচ্চ ১০,০০০ টাকা ক্যাশইন করলে পাবেন ৪১ টাকা কমিশন।
প্রতি ১ হাজার টাকা ক্যাশ ইন | ৪.১০ টাকা কমিশন |
প্রতিদিন যদি ৫০,০০০ টাকা লেনদেন করেন তাহলে লাভ আসে = ২০৫ টাকা।
মাসিক লাভ = ২০৫ x ৩০ = ৬,১৫০ টাকা।
আরো জানুন-
- বিকাশ এজেন্ট থেকে টাকা পাঠানোর নিয়ম
- বিকাশ ফ্লেক্সিলোড ব্যবসা
- বিদেশ থেকে বিকাশ ব্যবসা
- বিকাশ এজেন্ট সিম নিতে কি কি লাগে
- বিকাশ এজেন্ট হতে কত টাকা লাগে
- বিকাশ এজেন্টের সুবিধা
- বিকাশ এজেন্ট বন্ধ
বিকাশ কোডের মাধ্যমে লেনদেনের কমিশন
বিকাশ এজেন্ট এপের মাধ্যমে লেনদেন হলে এজেন্ট প্রতি হাজারে পাবেন ৪.৩০ টাকা এবং সেই সাথে বাড়তি কমিশন হিসেবে পাবেন ০.২০ টাকা। সর্বোচ্চ ১০,০০০ টাকা ক্যাশ ইন করলে পাবেন সর্বোচ্চ ৪৩ টাকা।
এছাড়াও, সারা মাস কিংবা বছর মিলিয়ে যদি ১০,০০০০ টাকার অধিক লেনদেন হয় তাহলে আপনি বাড়তি ২০ টাকা পাবেন। এছাড়াও ৯০% ট্রাঞ্জেকশকন এপ থেকে লেনদেন করলে, প্রতিহাজারে এজেন্ট বাড়তি পাবে ০.২৩ টাকা। সেই সাথে বাড়তি কমিশন পাবেন ৪.৫০ টাকা।
বিবরণ | রেগুলার কমিশন | অতিরিক্ত কমিশন | মোট কমিশন |
প্রতি ১ হাজার টাকা ক্যাশ ইন | ৪.৩০ টাকা | ০.২০ টাকা | ৪.৫০ টাকা |
১ লক্ষ টাকা ক্যাশ ইন | ৪৩০ টাকা | ২০ টাকা | ৪৫০ টাকা |
প্রতিদিন যদি ৫০,০০০ টাকা লেনদেন করেন তাহলে লাভ আসে = ২২৫ টাকা।
মাসিক লাভ = ২২৫ x ৩০ = ৬,৭৫০ টাকা।
বিকাশ এজেন্টের সুবিধা
বিকাশে আপনি এজেন্ট হিসেবে লেনদেন করলে শুধু যে কমিশন পেয়ে লাভবান হবেন তা কিন্তু নয়।
আপনি কমিশনের পাশাপাশি কিছু সুবিধাও পাবেন। যেমন:
- আপনি কোনো লিমিট ছাড়াই লেনদেন করতে পারবেন যদি আপনার বিকাশ এজেন্ট নাম্বার থেকে থাকে।
- আপনি বিকাশ এজেন্টের তালিকা থেকে আউট হলেও আপনি কমিশন পাবেন।
- আপনার প্রয়োজন অনুযায়ী বিকাশ DSO থেকে সহজেই টাকা ক্যাশ করে নিতে পারবেন।