৬ষ্ঠ শ্রেণীর সকল গাইড PDF Download

৬ষ্ঠ শ্রেণীর বাংলা গাইড Pdf Download

Class 6 bangla guide pdf free download link – ৬ষ্ঠ শ্রেণীর বাংলা গাইড pdf

জাদুকর – হুমায়ুন আহমেদ

আজ হাফ-ইয়ারলি পরীক্ষার অঙ্ক খাতা দিয়েছে। বাবলু পেয়েছে সাড়ে আট। শুধু তাই নয়, খাতার উপর লাল পেনসিল দিয়ে ধীরেন স্যার বড় বড় করে লিখে দিয়েছেন : ‘গরু। কী সর্বনাশ! বাবলু খাতা উল্টে রাখল, যাতে ‘গরু’ লেখাটা কারাে চোখে না পড়ে। কিন্তু ধীরেন স্যার মেঘ-স্বরে বললেন : এই বেঞ্চির উপর উঠে দাঁড়া। বাবলু বেঞ্চির উপরে উঠে দাঁড়াল। তাের অঙ্ক-খাতায় কী লিখে দিয়েছি সবাইকে দেখা। সে মুখ কালাে করে সবাইকে দেখাল খাতাটা। ফাস্ট বেঞ্চে বসা কয়েকজন ভ্যাক ভ্যাক করে হেসে ফেলল। ধীরেন স্যার গর্জন করে উঠলেন : এ্যাই কে হাসে? মুখ সেলাই করে দেব।  হাসি বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে। ধীরেন স্যারকে সবাই যমের মতাে ভয় করে। আড়ালে ডাকে যম স্যার। ফার্স্ট বেঞ্চে একটু খিকখিক শব্দ হলাে। ধীরেন স্যার তুঙ্কার দিয়ে উঠলেন : আরেকবার হাসির শব্দ শুনলে চড় দিয়ে দাঁত খুলে ফেলব। নাট্যশালা নাকি? এ্যা? ক্লাস পুরােপুরি নিঃশব্দ হয়ে গেল। ধীরেন স্যার থমথমে গলায় বললেন : এ্যাই বাবলু, তুই ঘণ্টা না-পড়া পর্যন্ত বেঞ্চির উপর দাঁড়িয়ে থাকবি। বাবলু উদাস-চোখে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। বেঞ্চির উপর এক ঘণ্টা দাঁড়িয়ে থাকা তেমন কিছু । কিন্তু বাসায় ফিরে বাবাকে কী বলবে, এই ভয়েই বাবলুর গায়ে ক্ষণে-ক্ষণে কাঁটা দিয়ে উঠতে লাগল। বাবা মােটেই সহজ পাত্র নন। ধীরেন স্যারের মতাে মাস্টারও তার কাছে দুগ্ধপােষ্য শিশু। বাড়িতে আজ ভূমিকম্প হয়ে যাবে বলাই বাহুল্য। বাবলু এই ঠাণ্ডা আবহাওয়াতেও কুলকুল করে ঘামতে লাগল। বাবলু ভেবে পেল না অঙ্কের মতাে ভয়াবহ জিনিস কী করে পড়াশােনার মধ্যে ঢুকে গেল। কী হয় অঙ্ক শিখে? তৈলাক্ত বাঁশ বেয়ে উঠবার দরকারটা কী? আচ্ছা ঠিক আছে, উঠছে উঠে পড়ুক, কিন্তু প্রথম মিনিটে উঠে দ্বিতীয় মিনিটে আবার পিছলে পড়বার প্রয়ােজনটি কী? বাবলু একটি দীর্ঘনিশ্বাস ফেলল। স্কুল ছুটি হলাে পাঁচটায়। বাবলু বাড়ি না গিয়ে স্কুলের বারান্দায় মুখ কালাে করে বসে রইল। স্কুলের দপ্তরি আনিস মিয়া বলল : বাড়িতে যাও ছােড ভাই। বাবলু বলল, আমি আজকে এইখানেই থাকব। কও কী ভাই। বিষয় কী? বিষয় কিছু না। তুমি ভাগে। আনিস মিয়া একগাল হেসে বলল, পরীক্ষায় ফেইল করছ কেমুন? বাড়ি থাইক্যা নিতে না আসলে যাইতা না। ঠিক না? আনিস মিয়া দাঁত বের করে হাসতে লাগল। বাবলু স্কুল থেকে ছুটে বাইরে চলে আসল; সরকার-বাড়ির জামগাছের নিচে বসে রইল একা-একা। জায়গাটা অসম্ভব নির্জন। কিছুক্ষণের মধ্যেই চারদিক ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। বাবলুকে ভয় দেখানাের জন্যেই হয়তাে অসংখ্য ঝিঝি একসঙ্গে ডাকতে লাগল। বিলের দিক থেকে শব্দ আসতে লাগল : হতাহতা’। ডানপাশের ঝােপ কেমন নড়ে উঠল। বাবলু শার্টের লম্বা হাতায় ঘন ঘন ঘাম মুছতে লাগল। এই ছেলে কাঁদছ কেন?

ষষ্ঠ শ্রেণীর বাংলা গাইড ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!