Books
এলন মাস্ক Pdf book download
ELON MUSK bangla pdf book download – book এলন মাস্ক Pdf download free
Book Name : ELON MUSK
Writers Name : Ashlee Vance
বুক রিভিউ : এলন মাস্ক pdf
মানুষ তার স্বপ্নের সমান বড়। কে কি বলবে, কে কি শুনাবে, কে কতটুকু সমালোচনা করবে এই সর্বোপরি নেতিবাচক বিষয় গুলো যারা উপেক্ষা করে তাদের স্বপ্ন দেখা লক্ষ্যটার পেছনে যারা ছুটেছে তারাই জীবনে আজ সফলতা অর্জন করেছে।
এলন মাস্ক বর্তমান সময়ের একজন বিলিওনিয়ার। একজন আইকন আবার অনেকের কাছে রোল মডেল। কিন্তু আজকের এই রোল মডেল বা আইকন হওয়ার পেছনে ছিল তার হার না মানার মানষিকতা, মানুষের তিক্ত সমালোচনা শুনার অভ্যাস যারা একসময়ে তাকে গেন্ডারির মতো পিসে পিসে সমালোচনার রস বের করতো। কিন্তু কে জানতো এই তিক্ত রসেই একদিন মধুর মতো মিষ্টি হয়ে ঝরে পড়বে। বিশ্ব বিখ্যাত নিউজ চ্যানেল বিবিসি এর নিউজ প্রেজেন্টটেটর বলবে “The Billionaire Of The Year Elon Musk”. যারাই আজকের বা আগের সফল উদ্যোক্তা ছিল তারা সকলেই ছিল দূরদৃষ্টি সম্পূর্ন। তাদের দূরদৃষ্টিই তাদের সফল করেছিল যেমন টা করেছিল এলন মাস্ক কে। কে জানতো তার “SpaceX” এবং “Tesla” পৃথিবী বিখ্যাত খ্যাতি অর্জন করবে। কিন্তু এখানে ও মানুষের সমালোচনার শীর্ষে ছিল এলন মাস্ক। কটু কথা ও সমান ভাবে শুনেছিলেন। তারপরে ও সে আজ সাফ্যলের চূড়ায়। কারন তারা ত দূরদৃষ্টি সম্পূর্ন তাদের দৃষ্টি টা থাকেই স্বপ্নটাকে লক্ষ্য করে সেটা অর্জন করার। আর মানুষের কটু কথা গুলো এলন মাস্ক এর কাছে ছিল একটা অবিছেদ্য অংশের মতো। এই অংশটা অনেকটা টুইস্ট এর মতো। মানুষের তিক্ত সমালোচনা শুনতে শুনতে হঠাৎ সাফল্য। এই হঠাৎ সাফ্যলেই সফলিত হয় এলন মাস্ক এর মতো দূরদৃষ্টি সম্পূর্ন স্বপ্নদ্রষ্টারা। যাদের আকাশ ছোঁয়া স্বপ্ন এবং মানুষের তিক্ত সমালোচনা উপেক্ষা করে সেটা অর্জন করাই তাদের কে আজ রোল মডেল তৈরী করেছে। তাদের স্বপ্ন এবং সমালোচনাটা তাদের একান্ত ব্যাক্তিগত হলে ও এর সফলতা টা সবাই উপভোগ করে আবার অনেকের কাছে এই সফলতা টা আর্শীরবাদস্বরপ। কারন এক এলন মাস্ক এর এই দুই প্রতিষ্ঠানেই পৃথিবীর সকল দেশের হাজার হাজার কর্মী কাজ করে। আর মনে মনে এলন মাস্ক কে শ্রদ্ধা করে এবং ভালোবাসে।