মাথা ব্যথার ঔষধ: ১১ টি ট্যাবলেট ও কাজ❤️+ বিভিন্ন উপায়
বাংলাদেশ এর মানুষ নানা রকম রোগে ভুগে। মাইগ্রেন বা দীর্ঘ সময়ের মাথা ব্যথা সারাতে কিছু ঘরোয়া পদ্ধতিতে পাশাপাশি বাজারে থেকে পাওয়া ওষুধ খেলে ভালো হয়। পাঠক, মাথা ব্যথা দূর করার ঔষধ এর নাম সহ একটা সুন্দর তালিকা দিয়েছি যা দ্বারা উপকৃত হবেন বলে আশা করা যায়।
মাথা ব্যথার ১১ টি ঔষধের নামের তালিকা (বাংলাদেশ) দামসহ নিচে দেওয়া হল-
তীব্র মাথা ব্যাথার ঔষধঃ মাইগ্রেন অথবা মাথা ব্যথা জনিত যেকোন সমস্যার জন্য নিম্নোক্ত ১১টি ওষুধ খেতে পারেন-
- 1, Anilic ( এনিলিক) 200 mg Drug International Ltd. Price: ৳ 8.00
- 2, Arain (আরিন) 200 mg Opsonin Pharma Ltd. Price: ৳ 10.00
- 3, Lograin (লজরিন) Tablet 200 mg Ibn-Sina Pharmaceuticals Ltd. Price: ৳ 10.01
- 4, Migratol (মিগ্রাটল) Tablet 200 mg Beacon Pharmaceuticals Ltd. Price: ৳ 10.00
- 5, Migrex (মিগরেক্স) Tablet 200 mg Incepta Pharmaceuticals Ltd. Price: ৳ 10.00
- 6, Minopa (মিনোপা) Tablet 200 mg Medicon Pharmaceuticals Ltd.Price: ৳ 7.39
- 7, Mygan (মাইগান) Tablet 200 mg Chemist Laboratories Ltd. Price: ৳ 10.00
- 8, Namitol (নামিটোল) Tablet Tablet 200 mg ACI Limited Price: ৳ 10.00
- 9, Tolfi (টলিফ) Tablet Tablet 200 mg Benham Pharmaceuticals Ltd. Price: ৳ 9.50
- 10, Tolmic (টলমিক) 200 mg Beximco Pharmaceuticals Ltd. Price: ৳ 8.03
- 11, Tufnil (টাফনিল) Tablet Tablet 200 mg Eskayef Bangladesh Ltd. Price: ৳ 10.00
মাথা ব্যাথার ৫টি হোমিও ঔষধ – Headache tablets bangladesh
মাথা যন্ত্রণা ট্যাবলেটঃ মাথা ব্যাথার পাঁচটি হোমিও ঔষধ এর নাম ও কাজ নিচে দেওয়া হল-
- বেলেডোনা
- গ্লোনোনিয়াম
- নাক্সভোমিকা
- স্পাইগেলিয়া
- স্যাঙ্গুইন্যারিয়া ক্যানাডেনসিস
কাজ-
- বেলেডোনাএই হোমিওপ্যাথিক ওষুধটি মাইগ্রেনের থেকে মুক্তির একটি ভালো ওষুধ ।প্রাথমিকভাবে মাথা যন্ত্রণা উপশমের জন্য এটি খুবই উপকারী। সূর্যের তীব্র রশ্মিতে এরকম মাথা যন্ত্রণা আরো বাড়ে। ঠান্ডা লাগলে বা ভ্যাপসা ঠাণ্ডা গরমে এরম মাথাব্যথা বেড়ে যায়।
- নাক্সভোমিকাএই ওষুধটি মূলতঃ মাথাযন্ত্রণার কারণে ব্যবহৃত হয়,এছাড়াও গ্যাসট্রিকের সমস্যাতেও ব্যবহৃত হয়।এই হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করে পাইলস ও কোষ্ঠকাঠিন্যের কারণে হওয়া মাইগ্রেনের সমস্যাগুলো নিরাময় করা হয়। গুরুপাক খাদ্যদ্রব্য(অতিরিক্ত তেলমশলা জাতীয় খাবার) এবং অ্যালকোহলের কারণে যে মাথাযন্ত্রণা হয়ে থাকে তার দ্রুত উপশম করে থাকে।
- স্পাইগেলিয়াএই হোমিওপ্যাথিক ওষুধ মাথার বামদিকে মাইগ্রেনের কারণে যে যন্ত্রণা হয়ে থাকে তা নিরাময় করে থাকে। একে বাঁদিকের মাইগ্রেইন বলে।এক্ষেত্রে সাধারণতবাঁদিকের কিছু কিছু অংশ,কপাল এবং চোখে ব্যথা হ্য়।টাইট ব্যান্ড পরলে আরো যন্ত্রণা বৃদ্ধি পায়।
- স্যাঙ্গুইন্যারিয়া ক্যানাডেনসিসএই হোমিওপ্যাথিক ওষুধ মাথার ডানদিকের মাইগ্রেনের কারণে যে যন্ত্রণা হয়ে থাকে তা নিরাময় করে থাকে।এই মাইগ্রেনে মাথার ডানদিক থেকে ব্যথা শুরু হয়ে ক্রমে ছড়িয়ে পরে মাথার পিছনে এবং ডানদিকের চোখে এটা স্থিত হয়। এই ওষুধটি সকালবেলা বা দিনের বেলার মাইগ্রেন নিরাময়েও ব্যবহৃত হয়।মেয়েদের মেনোপজের পর যে মাইগ্নরে হয় তার জন্য এই ওষুধ কার্যকরী।
- গ্লোনোনিয়ামমস্তিষ্কে অস্বাভাবিক রক্ত জমা হওয়ার ফলে যে মাইগ্রেনের ব্যাথা হয় তা নিরাময়ের জন্য এই ওষুধ ব্যবহৃত হয়।রোগী মনে করে যে তার মাথা আকারে বৃদ্ধি পাচ্ছে এবং ফেটে যাবে।সে মনে করতে থাকে যে মাথাপুড়ে যাচ্ছে এবং চোখের চারপাশের তাপ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে ।সূর্যের প্রচন্ড তাপ এই মাইগ্রেনের অন্যতম কারণ।
মাথা ব্যথার ব্যায়াম
- ১। প্রচুর পানি খাবেন
- ২। ঠান্ডা কাশি বা ভাইরাস জনিত মাথা ব্যথা হলে পর্যাপ্ত বিশ্রাম নিবেন
- ৩। রিলাক্স থাকার চেষ্টা করবেন , কারন মন সতেজ থাকলে মাথা ব্যথা এমনিতেই চলে যায় ।
- ৪। নিয়মিত ব্যায়াম করবেন , ব্যায়াম করলে রক্ত সঞ্চালন ভাল থাকে এতে করে মাথা ব্যথা হবে না ।
- ৫। ব্যথা বেশি হলে প্যারাসিটামল ( নাপা ,এইস ) খেতে পারেন ।
মাথা ব্যাথা দূর করার দোয়া–
আরবি উচ্চারণ :
لَّا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ
বাংলা উচ্চারণ :
‘লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইয়ুংযিফুন।’ (সূরা: ওয়াকিয়া, আয়াত : ১৯)।
মাথা ব্যাথার ঘরোয়া ঔষধ
মাথা ব্যাথার ঘরোয়া ঔষধ হিসেবে বলব – মাথা ব্যাথা সারাতে চা-কফি খেতে পারেন, কারণ চা বা কফিতে থাকা ক্যাফিন মাথা যন্ত্রণা কমাতে সাহায্য করে। তাছাড়া, কালো চা এর মধ্যে থাকা আদা-লবঙ্গ ও মধু একসাথে করি মিশিয়ে খেলে মাথা যন্ত্রণা কমে ও আরাম পাওয়া যায়।