নিহত নক্ষত্র PDF আহমদ ছফা – Nihoto Nokkhotro Pdf Download by Ahmed Sofa
“নিহত নক্ষত্র”,
book | নিহত নক্ষত্র |
Author | আহমদ ছফা |
Publisher | মাওলা ব্রাদার্স |
ISBN | 9844104394 |
Edition | 1st Published, 2016 |
Number of Pages | 110 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা, Pdf Download |
আহমদ ছফার এই ছোট গল্পটির মধ্যে আমি খুঁজে পেয়েছি নতুন করে আবরার নিহত না হওয়ার মন্ত্র!
মুনতাসীর নামে একটা ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে, খুব বইপোকা সে। পড়াশুনা তার নেশা। ক্লাসমিটরা এবং রুমমেটরা তাকে হাসিতামাশা করত – “কি যে ছেলেটা সারাদিন বই নিয়ে পড়ে থাকে”। এইভাবে চলতে থাকে।
হঠাৎ একদিন বিশ্ববিদ্যালয়ের ১৫-২০ ছেলে লাঠিসোটা নিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের উপর হামলা শুরু করে তাদের দলের কোনো এক ছেলেকে স্যার অপমান করেছিলেন বেয়াদবীর জন্য সেই কারণে। সবাই মার খেয়ে পালাচ্ছে, ছোটাছুটি করতেছে। স্যারের রুমে ডুকে স্যারকে মারধোর করতেছে।
সেই খানে মুনতাসিরের বন্ধু খালেদ গিয়ে স্যারকে মারতে নিষেধ করলে তারা তাকেও মারতে শুরু করে। তখন সে পালাতে থাকে। মুনতাসীর বাইরে ছিল। ডুকেই দেখতে পায়, খালেদকে কয়েকজন তাড়া করতেছে আর তার মাথা থেকে রক্ত ঝড়তেছে। মুনতাসীর তখনি মাথা স্থির করে, পাশের ইটের স্তুপ থেকে ওই গুন্ডাদের লক্ষ্য করে ইট ছুড়তে থাকে। একের পর এক ইট ছুড়তেই থাকে। খালেদ মুনতাসীরের সাহস দেখে অবাক হয়। যেই ছেলেটা বইয়ের পৃষ্ঠায় ডুবে থাকতো তার এতো সাহস হয় দেখে অবাক না হয়ে কি থাকা যায়? খালেদ এসে পাশে দাঁড়িয়ে যায়, পরে গুন্ডারা কোনঠাসা হয়ে ফিরে যায়।
মুনতাসীর জিজ্ঞেস করে খালেদকে কি হয়েছে? খালেদ সব খুলে বলে। মুনতাসীর পরে জিজ্ঞেস করে বাকি ছাত্রছাত্রীরা কোথায়? খালেদ বলে, সবাই পালিয়েছে! মুনতাসীর বলে, মাত্র ২০ জন ছাত্র নামের গুন্ডার ভয়ে ৬০০০ ছাত্রছাত্রী পালিয়েছে!?
একটু পরেই দেখে ওই গুন্ডারা ১০-১৫ জন এক সাথে আসতেছে দৌড়ে তাদের লক্ষ্য করে। খালেদ ও রশিদ বললো চল পালাই, মুনতাসীর না বললো। সে বললো তোমরা হয় থাক নয়তো চলে যাও আমি ওদের মোকাবেলা করবো একাই। মুনতাসীরের সাহস আর হিম্মত দেখে তারা দুইজন ও প্রস্তুতি নিয়ে নিল। মুনতাসীর বললো, আমরা ভালো সুযোগে আছি ইটের কাছে। তোমরা তাদের লক্ষ্য করে ইট ছুড়তে থাকবা, যাতে মিস না হয়, পালাবা না। গুন্ডারা কাছে আসার আগেই তারা ইট ছুড়তে থাকে। শেষমেশ কোনঠাসা হয়ে গুন্ডারা কাছে আসতে না পেরে বলে যায়, “পরে দেখে নিবো”।
এই গল্পটি পড়ার সময় কেন জানি আবরারের কথা খুব মনে হচ্ছিল। আবরারকেও যারা হত্যা করেছে তারাও মাত্র কয়েকজন ছিল। কিন্তু ওইখানে শতশত ছাত্র ছিল। তারা কি চিৎকার শুনতে পায়নি তাদের ভাইয়ের!? নাকি মুনতাসীরের মত ভাই ছিল না সেখানে! যদি আমরা খালেদের মত ওইরকম পালাতে থাকি, মুনতাসীরের মত সাহসী আর ঐক্যবদ্ধ না হই, তাহলে অপেক্ষা করুন আপনাকেও কাল নয়তো পরশু আবরারের পরিণতি ভোগ করতে হবে?