Mohammod Nazim Uddin Books Pdf Download All

পেন্ডুলাম Pdf Download by najim uddin

বই: পেন্ডুলাম, এক নিত্য দোলাচল
লেখক: মোহাম্মদ নাজিম উদ্দিন
প্রকাশক: বাতিঘর প্রকাশনী
এই ঈদের ছুটিতে পড়ে শেষ করলাম মোহাম্মদ নাজিম উদ্দিনের উপন্যাস পেন্ডুলাম। দারুন একটা থ্রিলার বই পড়ে ঈদের আনন্দ বেড়ে গেলো কয়েক গুণ। পড়া শেষ করেই ভাবলাম, একটা রিভিউ দিতে পারলে মন্দ হয়না। তারই উদ্দেশ্যে লিখতে বসা।
শুরুতেই বইয়ের প্লট একটু বলে নেই। অবশ্যই স্পয়লার ছাড়া। কাজেই যারা পড়েননি এখনো, নিশ্চিন্তে এই রিভিউ পড়ে ফেলতে পারেন।
বইয়ের মূল বিষয়বস্তু হলো বিজ্ঞান, যুক্তি আর বিশ্বাসের মধ্যে চিরাচরিত দ্বন্দ্ব। বিশ্বাস দিয়েই পৃথিবীর সব মানুষকে তিনটা শ্রেণীতে ভাগ করে ফেলা যায়। প্রথম শ্রেণী, যারা অশরীরী উপস্থিতিকে সম্পুর্নভাবে বিশ্বাস করেন। দ্বিতীয় শ্রেণী, যারা একে একদমই বিশ্বাস করেন না। আর তৃতীয় শ্রেণী, যারা নিত্য দ্বিধায় থাকেন, বিশ্বাস করবেন কি করবেন না। আমাদের পেন্ডুলাম উপন্যাসে এই তিন শ্রেণীর মানুষকে একই সুতায় বাঁধা হয়েছে একটা রহস্যের সমাধান করার লক্ষ্যে।
গল্পের মুখ্য চরিত্র, ডক্টর আফজার হুসেন, যিনি এই বিশ্বাস অবিশ্বাসের মাঝে পেন্ডুলামের মত দুলতে থাকেন। ব্যাপক জ্ঞানের অধিকারী, বিশাল ধনী আর রোমাঞ্চ প্রিয় এই মানুষটা পত্রিকায় অদ্ভুত বিজ্ঞাপনের মাধ্যমে সম্পূর্ন দুই মেরুর দুই জন মানুষকে একটি রহস্যের জট খুলতে নিযুক্ত করেন। তাদের একজন হলেন আর জে মায়া, যিনি রেডিও তে ভূত প্রেতের আসর নামে একটি জনপ্রিয় অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন। আর দ্বিতীয়জন চারু, ফ্রিল্যান্স লেখক, অশরীরী শক্তিকে পুঁজি করে ব্যবসা করা ভন্ড মানুষগুলোর মুখোশ খুলে দেওয়াই যার প্যাশন। এমন বিপরীত মেরুর দুইজন মানুষের হাতে ডক্টর আফজার এক অদ্ভুত রহস্য উন্মোচনের দায়িত্ব দেন। এক বছর আগে হ্যালোউইন অর্থাৎ ৩১ শে অক্টোবর রাতে নিজেদের বাগান বাড়িতে বন্ধুদের সাথে পার্টি করার সময় রহস্যজনক ভাবে খুন হয় বিশিষ্ট এমপির ছেলে মিশকাত। প্রাথমিকভাবে সন্দেহভাজন খুনীর পক্ষে শক্ত অ্যালিবাই পাওয়ায় পুলিশ কানা গলিতে আটকে যায়। আর এর সাথে কিছুটা অশরীরী ব্যাপার জড়িয়ে থাকায় এই ঘটনা আকর্ষণ করে মায়া আর চারুকে।
রহস্যময় এই ঘটনা সমাধান করার সময় বের হয়ে আসে অদ্ভুত সব তথ্য। চারু আর মায়া কি এই রহস্যের সমাধান করতে পারবে? শেষ পর্যন্ত কার জয় হবে, বিজ্ঞান নাকি বিশ্বাস? জানতে হলে একদম শেষ পর্যন্ত পড়তে হবে মোহাম্মদ নাজিম উদ্দিনের হরর থ্রিলার উপন্যাস, পেন্ডুলাম।
এবার নিজের মতামত, অনুভূতি জানানোর পালা। বইটা পড়ে আমার প্রথম অনুভূতি, সময়টা দারুন কাটলো। একটানা পড়ে শেষ করেছি, কোথাও মনে হয়নি গল্প ঝুলে পড়েছে, কোথাও পড়তে বিরক্ত লাগেনি।এখন পর্যন্ত নাজিম উদ্দিন এর যে কয়টা বই পড়েছি, বেশ ভালো লেগেছে।উনার লেখনী সুন্দর, সহজ, পড়তে বেশ আরাম লাগে। আর এই বই পড়ে তো উনার লেখার আরো ভক্ত হয়ে গেলাম।লেখক একদম স্বার্থক।
ব্যক্তিগত কারণে আমি হরর থ্রিলার গল্প কিছুটা এড়িয়ে চলি। কিন্তু মাঝে মাঝে লোভ সামলানো কঠিন হয়ে যায়। তবে পেন্ডুলাম বইটা যে আমাকে শেষ পর্যন্ত ধরে রেখেছে, এতে পাঠক হিসেবে আমি সন্তুষ্ট। যদিও আমি নিজের মতো করে একটা সমাধান করেছি, তারপরেও বইটা উপভোগ করেছি খুব।
লক ডাউনে ঈদ কাটাতে যারা হতাশ হয়ে পড়েছেন, আর এই বইটা এখনো পড়ে দেখেননি, পড়ে ফেলুন। মনের হতাশা অনেকখানি কাটিয়ে উঠতে পারবেন আশা করা যায়।
সবশেষে, হ্যাপি রিডিং।
link of পেন্ডুলাম pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!