Armed Forces Medical College Admission 2021 || আর্মি মেডিকেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১
বন্ধুরা, এই পোস্টে আর্মি মেডিকেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ সহ সকল যাবতীয় তথ্য জানতে পারবেন।
আমাদের বাংলাদেশে সর্বমোট ৫টি আর্মি মেডিকেল কলেজ রয়েছে। আমর্ড ফোর্সেস মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২১ এর সার্কুলার ও যাবতীয় খুঁটিনাটি নিয়ে এ আর্টিকেলটি সাজানো।
পরীক্ষার মান বণ্টন ও বাছাই প্রক্রিয়া:
বাংলাদেশে ১টি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ রয়েছে। সেটি ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত।
এখানে ২ ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে:
- AFMC ক্যাডেট
- AMC ক্যাডেট
নিচে তা ব্যাখ্যা করা হল:
AMC & AFMC এর মধ্যে পার্থক্য কি?
AMC: AMC এর মানে হলো Army Medical Core. আমরা
প্রায়শই ভুল করে আর্মড ফোর্সকে আর্মি মেডিকেল কলেজ ভেবে বসি। আর্মি মেডিকেল কলেজ আছে ৫টি, সেটা ভিন্ন। আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ এ যারা AMC ক্যাডেট হিসাবে চান্স পাবে তারা কোর্স শেষে সরাসরি সেনাবাহিনী তে যোগদান করবে। এক্ষেত্রে চান্স পাওয়াটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। কেননা এক্ষেত্রে ISSB তে কোয়ালিফাইড হতে হয়।
যাদের সুবিধা দেওয়া হয়: যারা AFMC ক্যাডেট তাদের ক্ষেত্রে উপরোক্ত ঝামেলাগুলো নেই। তাদের ভর্তি পরীক্ষায় চান্স পেলেই হল।
পরীক্ষার মানবন্টন
MCQ পদ্ধতিতে লিখিত পরীক্ষার মোট নম্বর = ১০০
পদার্থ | ৩০ |
রসায়ন | ৩০ |
জীববিজ্ঞান | ৩০ |
ইংরেজি | ০৫ |
সাধারণ জ্ঞান (বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি) | ০৫ |
আরও জেনে নিন:
- ১) ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কর্তন
- ২) লিখিত পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে নূন্যতম ৪০ নম্বর পেতে হবে।
- ৩) লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম নম্বর পেলে অকৃতকার্য।
- ৪) কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাতালিকা দেয়।
প্রার্থী মূল্যায়ন পদ্ধতি
ssc/সমমান ও hsc/সমমান এর gpa এবং ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের নিম্নলিখিত ভাবে মূল্যায়ন করা হবে :
- ১) এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ১৫ গুণ ৭৫ নম্বর (সর্বোচ্চ)
- ২) এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ২৫ গুণ ১২৫ নম্বর (সর্বোচ্চ)
- ৩) MCQ পদ্ধতিতে লিখিত পরীক্ষা ১০০ নম্বর।
৩০০ নম্বর
পরীক্ষার্থী যদি পূর্বে মেডিক্যাল/ডেন্টাল পরীক্ষা দিয়ে থাকে সেক্ষত্রে তার ৫ মার্ক এবং পরীক্ষার্থী যদি মেডিক্যাল / ডেন্টালের ছাত্র বা ছাত্রী হয়ে থাকে সেক্ষেত্রে তার ৭.৫ মার্ক কাটা যাবে
প্রতিমাসে মোটামুটি ৮ হাজারের মত (হোস্টেল, খাওয়া, বেতন সবসহ)
AMC ক্যাডেটদের খরচ কিছুটা কম+প্রতিমাসে ১৫০০ টাকা পকেট মানি দেয়।
Armed Forces Medical College Admission 2021 with Picture: