দীনিয়াত শিক্ষা বই Pdf Download (New)
কবরের আযাব ও মুমিন ব্যক্তির কবরঃ মুমিন ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, তখন তাহার কবর সত্তর গজ প্রশস্ত করিয়া দেওয়া হয় এবং মখমলের বিছানা বিছাইয়া দেওয়া হয়। আর তাহাতে সুগন্ধি ছিটাইয়া দেওয়া হয় এবং কবরকে ঈমান ও কুরআনের নূরে আলোকিত করিয়া দেওয়া হয়। অতঃপর তাহাকে নবদুলার (নব বিবাহিত) ন্যায় শোয়াইয়া দেওয়া হয়। এখন তাহাকে তাহার প্রিয়জনই জাগ্রত করিবে । কাফেরের কবর কাফেরের কবর এত সংকীর্ণ করিয়া দেওয়া হয় যে, তাহার এক পার্শ্ের পাজরগুলি অপর পার্শের পাঁজরে প্রবিষ্ট হইয়া যায়, আর তাহার প্রতি উটের গর্দানের ন্যায় বড় বড় সাপ ছাড়িয়া দেওয়া হয়।
উহারা তাহার গোস্ত ভক্ষণ করিতে থাকে । অধিকস্তূ বোবা ও বধির ফিরিশতাগণ হাতুড়ী দ্বারা তাহাকে পিটাইতে থাকে । (শুধু তাহাই নহে) বরং সকাল সন্ধ্যা তাহাকে অগ্নিতে দগ্ধ করা হয়। ফকীহ্ আবুল লায়ছ রহমতুল্লাহি আলাইছি বলেন, কবরের আযাব থেকে মুক্তি দির পাকা রর যে বিষয়গুলিরউপর আমল করা জরুরী তাহা হইল রূপঃ ১) রীতিমত নামায পড়া । (২) বেশী বেশী সদকা করা। (৩) কুরআন তিলাওয়াত করা । (8) বেশী বেশী তাস্বীহ পড়া। (এই সমস্ত আমলগুলি কবর আলোকিত ও (১) মিথ্যা কথা বলা। (২) অপরের সম্পদ আত্মসাৎ করা । (৩) চুগ্ুলখুরী করা । (৪) পেশাবের ছিটা হইতে বাঁচিয়া থাকা । রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যে, পেশাবের ছিটা হইতে বাঁচিয়া থাক। কেননা অধিকাংশ কবরের আযাব পেশাবের ছিটার কারণেই হয়। আল্লাহর অপছন্দনীয় চারটি বিষয় (১) নামাযে অবহেলা করা । (২) কুরআন তিলাওয়াতের সময় অযথা কথাবার্তা বলা। (৩) রোযা থাকাকালীন অবস্থায় স্ত্রী সহবাস করা । (৪) কবরস্থানে হাসা।
দীনিয়াত শিক্ষা বই Pdf Download – click here