কালের প্রতিমা Pdf Download (Full) – অরুণকুমার মুখোপাধ্যায়
Arunkumar Mukhopadhyay Books Kaler Protima pdf download Hand book review
Book Name | কালের প্রতিমা |
Writter Name | অরুণকুমার মুখোপাধ্যায় |
Publisher | বাংলাদেশি প্রকাশন |
book Type | উপন্যাস গল্প |
File Format | Pdf download |
Total Pages | 343 পৃষ্ঠা |
File size | 19 MB |
রেশমি রং-ঝলমল পদাঁঁ আর তারই ফাঁকে দেখা যায় কাশ্মীরি গালিচার ওপর স্বণলিঙ্কার বিছিয়ে রেখে খরিদ্দারের সঙ্গে দরদস্তর করছে শেঠের দল। গন্ধকের পোড়া গন্ধ আসছে থেকে থেকে ।
সারা ভারত থেকে এসেছে স্বর্ণকারের দল, এই মেলায় বসে খদ্দেরের রুচিমতো অলঙ্কার বানিয়ে দিয়ে কয়েকশো মোহর লুটে নিয়ে যেতে এসেছে তারা । কয়েকটা তাঁবুতে হীরে-জহরতের পসরা সাজানো । সামনে হুশিয়ার হাঁকছে বাদশাহি রক্ষী, হাতে তাদের গাদা বন্দুক। বাইরে এক জায়গায় লাঠিয়ালরা দাঁড়িয়ে আছে দল বেঁধে । বাদশাহ আওরঙ্গজেবের খেয়ালখুশিতে বিশ্বাস নেই হিন্দু বেসাতিদারদের ৷ তাই লাঠিয়ালের দল সঙ্গে এনেছে তারা । রাহাজানি থেকে রক্ষা পাবার জন্যে ।
হীরে-জহরতের পরেই জীবন্ত জহরতের পসরা । বারোশো বাঈজী আর বারাঙ্গনা আসে বিবিবাজারের এই মেলায়। লক্ষৌ আর কাশ্মীরের সুরসাধিকা বাঈজী, মাড়বার আর অযোধ্যার রূপসী বারবধূর দল, দক্ষিণী আর আরাকানী কুস্তক রতিসঙ্গিনী ৷ মতিঝিলের ওপারে জানোয়ারবাগ ৷ উটের সারি নিয়ে এসেছে বালুচ সওদাগরের দল, মহীশূর থেকে এসেছে হাতির সারি। আরবি সওদাগরের দল এনেছে তেজী ঘোড়া ।
কাকাতুয়া, ময়না, টিয়া, মুনিয়া। পশুজগৎকে পণ্য করে নিয়ে এসেছে দেশবিদেশের বণিকেরা। মতিঝিলের ওপার থেকে হিংস্র পশুর চিৎকার আর কলরব ভেসে আসে মাঝে মাঝে । আতঙ্কে শিউরে ওঠে অল্পবয়সী বারবনিতার দল । আতর অগুরু, দিলবাহার খুশবু খরিদ করতে করতে চমকে ফিরে তাকায় । একদল পর্তুগীজ ওদিকে মশলা আরতামাকের দোকান দিয়েছে । তার পাশে ফরাসি বেসাতিদার | শাল কিংখাব জামদানি জামিয়ার | রেশম আর জহরত । ব্াঈজী আর বারনারী । সারা ভারতের রাজা-বাদশা, বিলাসী ভূম্বামী আর দস্মুপতি ভুঁইয়ারা ছুটে এসেছে বিবিবাজারে | বিলাসসামগ্রী নিয়ে যাবে শতপত্বীর মনোরঞ্রনের জন্যে, রূপযৌবনের সন্ধান পেলে কেউ বা তুলে নিয়ে যাবে নিজের অন্দরমহলে | ইতরের দল এসেছে একরাত্রির আনন্দ লুটে নিয়ে যেতে । হ্যা, আরেকটা হাট আছে এক প্রান্তে । শুধু বাঈজী আর বারাঙ্গনা নয়, বান্দা আর বাদী । যুদ্ধবন্দী আর লুটতরাজ-করে-পাওয়া মেয়ে-পুরুষদের আনা হয় বাঁদীবাজারে নিলামে বেচে দিয়ে যাবার জন্যে । জোয়ান “চেহারার বান্দাদের কিনে নিয়ে যায় অনেকে, যুবতী বাঁদীদের নিয়ে যায় বিলাসী বণিকের দল। সাধারণ পণ্যের মতোই কয়েকটি মোহরের পরিবর্তে আজীবন স্বত্ব বতয়ি তাদের ওপর | আজীবন স্বত্ব। জীবনে কত মনিবের লালসার ক্ষুধা মিটিয়ে হাটে হাটে বেচাকেনা হয়ে কে কোথায় ছিটকে পড়বে কে জানে ।
যৌবন আর স্বাস্থ্য অটুট থাকলে হাটে হাটে দর উঠবে তার, কয়েক বছরের মধ্যে বু মনিবের হাত বদলে অযোধ্যার বাঁদী হয়তো নিজেকে আবিষ্কার করবে আফগান সওদাগরের ঘরে । বার্ধক্যে কেউ পাবে মুক্তি, অর্থাৎ অনাহার মৃত্যু । তবু পাখির মতো উড়ে পালাতে ভয় পায় তারা, জানে পলাতকা বাদীর একমাত্র দণ্ড দাসব্যবসায়ীর বফি চরের হাতে মৃত্যু ।
অরুণকুমার মুখোপাধ্যায় এর কালের প্রতিমা Pdf Download link
Bangla Pdf Download link