Tips & Tricks

প্রেমের কবিতা❤️(রোমান্টিক ভালোবাসা কবিতা)[New All]

Premer kobita Bangla: ভালোবাসার শেষ পরিনিতি হিসেবে যখন ব্যর্থ হয়, তখন তারা তীব্র প্রেমের কবিতা খুঁজে, এক্ষেত্রে গভীর প্রেমের কবিতা হিসেবে রবি ঠাকুরের কবিতাও তাদের কাছে বিষ-ময় মনে হয়।
প্রথম ভালোবাসায় মানুষ প্রথম প্রেমের কবিতা লিখা আরম্ভ করে, এক্ষেত্রে নিশি রাতের প্রেমের কবিতা লিখে আর তাদের কাব্যিক মনে ভাবায়।
তখন তারা দেশী ও বিদেশি প্রেমের কবিতা লিখে নিজেকে সেরা হিসেবে প্রমাণ করতে চায়।

তো বন্ধুরা তোমাদের জন্য এখানে নিয়ে আসলাম পুরোনো প্রেমের কবিতা ও আধুনিক প্রেমের কবিতার বিশাল কালেকশন। আশা করি কবিতাগুলো তোমাদের কাছে ভালো লাগবে।

তীব্র প্রেমের কবিতা – Choto premer kobita

ওই দু’টি চোখ যেন জলে ফোটা পদ্ম
যত দেখি তৃষ্ণা মেটে না…..!!

বন্দু আমার প্রেমের দেশে……
থাকো অনেক দুরে,,,,,,,,
মনের ডানায় দুরের দেশে,,,,,,,,
উড়ে যাই দুরে।
ততটুকু দিতে নেই
যতটুকু দিলে অচেনা মিছিলে
হারাবে নিজেকেই।
তোমার প্রেমে পুড়ে আমার
দেহ করলাম মাঠি,,,,,,,,।
তোমার প্রেমে পুড়ে আমার
প্রেমে হলো খাটিঁ…..।
শাহাদাত হোসেনের প্রেমের কবিতা: Premer Kobita
” ভালো যদি বেসেছই তুমি
তবে
আরও উজাড় করে বাসো
জলের সাথে নৌকার মতো
কালিদহে ভাসো  “

গভীর প্রেমের কবিতা – Bangla romantic premer kobita

যেতে চাইলে তাকে যেতে দাও
ভুল প্রেম রেখে হৃদয় নষ্ট করে লাভ কী? “
ব্যথার দান এ পত্র খানা
রাখিও ইহার মান,
আমি বড় তুমি প্রাণ
তাই ফিরে আসার করছি আহব্বান।
নতুন ভালোবাসার কবিতা: new Valobashar Kobita
আমিও চলে যেতেই পারতাম, তোমার মতো
আমার বুকেও জমছে অথৈ কান্না, ক্ষত
তবুও আমি থেকেই গেছি, কোথাও যাইনি
তোমায় ভুলে, অন্য মানুষ খুঁজতে চাইনি!

প্রেমের কবিতা রবি ঠাকুরের

খুজে দেখো তোমার মাঝে,,,,,, আছি আমি স্বপ্নের সাঁজে…….
তোমার ওই চোখের তারায়, লাখ স্বপ্ন এসে দাঁড়ায়।
সুখের সে স্বপ্নের মাঝে পাবে সারাজীবন তুমি আমায়।
-কোথায় থাকবি?
কেন? তোর আকাশটা কি দুজন মানুষ থাকবে
এমন একটা ঘরের থেকেও খুব ছোট?
 প্রেমের কবিতা রবি ঠাকুরের ভালোবাসার কবিতা:
-বৃষ্টি পড়লে?
তুই ছাউনি হবি।
-রোদ বাড়লে?
তুই আড়াল করবি।

শাহাদাত হোসেনের আধুনিক প্রেমের কবিতা

স্রেফ তোর একটা কাজ হোক, গাড়িবাড়ি চাই না।
–কী করে ঘুরবি?
দুপায়ে ইচ্ছে থাকলেই এই পৃথিবীটা তোর।
শোনো, কাজল চোখের মেয়ে
আমার দিবস কাটে, বিবশ হয়ে
তোমার চোখে চেয়ে।
তত টুকু দিও,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
যার পরে, আর কিছু চাইবার বাকি না থাকে।।
তত টুকু নিও,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
যার পার, আর কিছু চাইবার ফাঁকি না থাকে।।
 শাহাদাত হোসেনের আধুনিক প্রেমের কবিতা

প্রথম প্রেমের কবিতা – Gopon premer kobita

প্রথম প্রেমের অনুভূতি কবিতা-
তুমি যাকে চেয়েছিলে সে তোমার প্রেমিক
মনে মনে হোক তবু
অভিমানে তাঁর বুকেই তুমি লুকিয়েছ মুখ
অমন ভালবাসার বুক কি লোককে জানাতে আছে?
কেন ঝাঁপালে বোকার মতো?

বিদেশি প্রেমের কবিতা

বুকের মাঝে বইছে ঝড়
কাপছে এই অন্তর…..
মন দিলাম সখী তরে
ভোঙ্গনা মনের ঘর।
চার দেয়ালে বন্ধী আমি,,,,,, উড়াল আমার মন
মনটা আমার উড়ে উড়ে
খোজে তোমায় সারাক্ষন।

নিশি রাতের প্রেমের কবিতা – Rater premer kobita

একদিন এক টুকরো আকাশ আমি থাকব তোর চোখে
একদিন এক পৃথিবী রোদ্দুর আমি ভিজিয়ে দেবো তোকে
একদিন আমি খুব কাঁদবো তোকে জড়িয়ে ধরেই
যে যা বলবে সে ভাববে
আমার কাছে চাবি আছো
খোলবো তোর থালা
বন্ধ থালা খূলে দিয়ে
মিঠাবো মনের জ্বালা।

পুরোনো প্রেমের কবিতা

জেকে লুকিয়ে রাখা ছাড়া আর কোন উপায় নেই
কিন্তু কোথায় লুকাবো
ঘর ছিল এক নিজেকে লুকিয়ে রাখা যেত
তুমি এ ঘরে কখনও না এলে
শুধু আছো তুমি তাই.,….. আমি কথা খুঁজে পাই।
দূর হতে আমি তাই….. তোমায় দেখে যাই।
তুমি হালকা হাসো তাই….,,,,,, আমি চন্দ্রের মিষ্টি আলো পাই।।
কষ্ট প্রেমের কবিতা
প্রশ্ন 1- পাগলী মেয়েরা প্রেমের কবিতা গুলো পড়ে আর হাসে। এগুলা পরে তারা খুবই মজা পায়। ছেলেরা কখন প্রেমের কবিতা লিখে?
উত্তর- ছেলেরা যখন ছ্যাকা খেয়ে ব্যাকা হয়ে যায় তখন প্রেমের কবিতা লেখে।
প্রশ্ন 2– মেয়েরা কি প্রেমের কবিতা পড়ে মজা পায়?
উত্তর- পাগলী মেয়েরা প্রেমের কবিতা গুলো পড়ে আর হাসে। এগুলা পরে তারা খুবই মজা পায়।
তো বন্ধুরা, প্রেমের কবিতা গুলো কেমন লেগেছে কমেন্ট করে জানাবে.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!