প্রোডাক্টিভ রামাদান Pdf Download
অনেকেই শত চেষ্টার পরেও রামাদান মাসে প্রোডাক্টিভ থাকতে পারেন না। কিন্তু কেন? এখানে ছয়টি সম্ভাব্য কারণ নিয়ে নিচে আলোচনা করা হল। রামাদান মাসে প্রোডাক্টিভ থাকতে চাইলে ব্যর্থতার সম্ভাব্য কারণগুলোও আগে থেকে জেনে নেয়া উচিত, যাতে একই ভুলের পুনরাবৃত্তি আমাদেরকে আর করতে না হয়।
প্রোডাক্টিভ রামাদান Pdf বইয়ের বিবরণ:
বইয়ের নাম: | প্রোডাক্টিভ রামাদান pdf |
লেখকের নাম: | আলী হাম্মুদা , মোহাম্মদ ফারিস |
প্রকাশনী: | মাকতাবাতুল আসলাফ |
১ম প্রকাশঃ | 2021 সাল |
ফাইল ফরম্যাট: | Pdf free Download(পিডিএফ ডাউনলোড) |
মোট পেজ সংখ্যাঃ | 196 পৃষ্ঠা |
রামাদানে লক্ষ্য পুরণে ব্যর্থ হওয়ার ৬টি মূল কারণ
১। বাস্তব পরিকল্পনা
রামাদানে আমরা অনেক সময় নিযেদের সামর্থ্যের বাইরে পরিকল্পনা নিয়ে থাকি। এটা ঠিক যে, আমলের ব্যাপারে উচ্চাকাঙক্ষা পোষণ খারাপ কিছু না।
বরং ঈমান-আমলের উত্তরোত্তর উন্নতির-জন্য উচ্চাকাঙক্ষা পোষণের পাশাপাশি প্রতিনয়ত চেষ্টা করে যেতে হবে। তবে আমাদের নিজেদের সামর্থ্যের ব্যাপারে বাস্তবসম্মত ধারণা রাখা অত্যন্ত জরুরী। এমন কোন পরিকল্পনা নেয়া উচিত নয়
যা আমাদের মানসিক চাপ সৃষ্টি করবে। অবাস্তব লক্ষ্য নির্ধারণের পর যদি লক্ষ্য ুরণের পথে সামান্য পরিমাণও ঘাটতির সৃষ্টি হয় তবে আশাহত হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। তখন মাঝপথে এসে পুনঃপরিকল্পনা নেয়ার বদলে মনে হবেঃ “এবার আর হবে না! থাক! দেখা যাবে পরের বছর।”
২। রামাদানে জ্মনভ্যন্ততা
রামাদানের প্রথম কয়েকদিন আমাদের মধ্যে ব্যাপক পরিবর্তন পরিলক্ষিত হয়। রোজকার অভ্যাস না থাকা সত্তেও আমরা প্রতিদিন ফজরের আগে ঘুম থেকে উঠি। অন্য সময় যেখানে কালে-ভদ্রে সুন্নাত আদায় করি সেখানে রামাদানে ২০ রাকাত তারাবিহ আদায় করি।
৩। রামাদান ছাড়া দিনের পর দিন কুরআন না ধরলেও রামাদানে প্রতিদিন ১০-২০ পৃষ্ঠা করে তেলাওয়াত করা শুরু করি। প্রথম কয়েকদিন জোশের বশে করা হয়ে গেলেও আস্তে আস্তে এভাবে চালিয়ে যাওয়া থেকে ফিরে যাই ও দৃঢ়তার অভাবে রামাদানের মাঝামাঝি পৌঁছার পরই স্থিমিত হতে শুরু করে।
৪। রামদানকে কাজে লাগানোর ব্যবহার কিছু আগে উঠে সেহরিটা বেশি দৃঢ়তা প্রদর্শন জরুরী, তখনই কঠিন লাগতে শুরু করে, গতি হারিয়ে ফেলি আমরা। তারপর আবার সংকল্পের টালমাটাল দশা দৃশ্যমান আর ১০ পৃষ্ঠা করে তেলাওয়াত করা হয়ে ওঠে না; আলসেমি লাগতে শুরু করে; তাহাজ্জুদ কোন মতে করা হয়। অতঃপর আমরা ভেঙে পড়ি।
৫। জ্ঞানের অভাবও আমাদের ব্যথতার আরো একটি মূল কারণ। রামাদানের গুরুত্ব সম্পর্কে ধারণা না থাকা এবং এ মহিমা মাসকে সফল করার জন্য প্রয়োজনীয় মানসিক ও শারীরিক প্রস্তুতির অভাবে আমরা একটা সাফল্যময় রামাদান উপভোগ করতে ব্র্থ হই।
রামাদান অনেকটাই আমাদের ব্যক্তিগত লড়াই। কেউই পারতঃপক্ষে নিজের আত্মিক পরিবর্তন কিংবা রামাদানে করা আমলগুলো শেয়ার করতে চায় না। তাই তখন নিজেকে একা লড়তে হয়, নিজেই নিজের সাথে প্রতিযোগিতা চালিয়ে যেতে হয়।
৬। সময় ব্যবস্থাপনায় ব্যর্থতা
রুটিন অন্য সময় থেকে একটু আলাদা হওয়াই স্বাভাবিক। তাই কোন সময় কোন কাজটি করা হবে তা পূর্বেই চিন্তাভাবনা করে ঠিক করে রাখতে আমরা ব্যর্থতায় পর্যবসিত হয়। অনেকেই ব্যর্থ হই, যার ফলে আমাদের রামাদান অধিকাংশ ক্ষেত্রেই নিয়মিত ঘুম ও স্থাস্থ্যকর খাদ্যাভাস এর গোলযোগ দেখা দেয়। রামাদান ব্যর্থতার অপর একটি কারণ হচ্ছে সঠিক ঘুম এবং খাবার দাবার গ্রহণ এর অভাব।
productive ramadan pdf bangla download link- Click to Download