শবনম উপন্যাস Pdf Download (Shabnam by Syed Mujtaba Ali pdf)
মুজতবা আলীর শবনম উপন্যাস pdf ভালো লাগে কারণ বইটা অনেক মিষ্টি। খুব নিগূঢ় কোন রহস্য অথবা দার্শনিক তত্ত্ব এখানে খুঁজতে যাওয়া বৃথা। বইটা মজার, মাঝে মাঝে হাসি পেয়েছে পাগলামি দেখে, মন ভালো হয়েছে মন খারাপ থাকলে.
শবনম উপন্যাস রিভিউ
আমার কাছে রোমান্টিক উপন্যাসের তালিকায় শীর্ষস্থানীয় বই এটি। লেখক আমার মনে যেনো বিশুদ্ধ প্রেম-ভালোবাসা একেবারে নিংড়ে দিয়েছে। বইয়ের বাঁধাই, প্রচ্ছদ, প্রিন্ট সবই খুবই ভালো।
বেশ কয়েক জায়গায় চমৎকার কিছু রিভিউ পড়ে এ বই অর্ডার করেছিলাম| পড়তে শুরু করা থেকে শেষ করা পর্যন্ত আর কোন ভাবনা নেই। কেবল শবনম শবনম আর শবনম | ইতিহাস ঐতিহ্য আর প্রেক্ষাপট নিয়ে এক অনবদ্য প্রেমের গল্প | শুধু কি প্রেমের গল্প? ৩টি আলাদা পরিচ্ছেদ ৩টি আলাদা অনুভূতি | শেষ পর্যন্ত কার জন্য মন কাঁদে পাঠকের? কার কথা মনে থাকবে? পাঠকের মন থেকে শবনম কখনো হারিয়ে যারে না।
প্রেম-পিয়াসি বাঙালির মনে যে-কয়টা বইয়ের কদর কখনও কমবে না, তন্মধ্যে রবীন্দ্রনাথের ‘শেষের কবিতা’-র পর সৈয়দ মুজতবা আলীর ‘শব্নম্’ অন্যতম। কিছু বই অাছে, যেগুলোর উপযোগ এক বার পড়লেই শেষ হয়ে যায় না; এটি তেমন একটি বই, যাকে অাগলে রাখতে হয়, বুকশেলফে সাজিয়ে রাখতে হয়। কেননা, সময়ে-অসময়ে একে প্রায়ই খুলে দেখতে হবে, পড়তে হবে; নেড়েচেড়ে প্রচ্ছদের দিকে তাকিয়ে প্রেয়সীর কথা ভেবে বুকে অাগলে নিতে হবে। তা ছাড়া, এটি প্রেমে পড়ার জন্য, প্রেমে পড়েও পড়ার জন্য, প্রেম শেখার জন্য। কিছু বই পড়তে গিয়ে, বইয়ের ভাঁজে অাঙুল রেখে অাকাশের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে হয়, তখন প্রিয়ার কথা মনে পড়ে; ওপাশ থেকে কেউ এসে মুচকি হাসির কারণ জানতে চাইলে তবেই সংবিৎ ফিরে অাসে পাঠকের, এটি অাসলে তেমন একটি বই। পারস্যের মহাকবি ফেরদৌসীর লেখা ‘শাহনামা’, ওরা প্রত্যেক ঘরে একটি করে রাখে। অামি বলি কী, বাংলা ভাষাভাষী মানুষেরা ‘শেষের কবিতা’-র পর যদি কোন বই প্রত্যেক ঘরে একটি করে রাখতে চায়, তবে সেটি যেন এটিই হয়। এই বইয়ের সৌন্দর্য বর্ণনা কিংবা বন্দনা যা-ই বলুন না কেন, তা করার মতো যোগ্যতা অামার নেই; জীবনানন্দ দাশ লাগবে
শবনম উপন্যাস পিডিএফ ডাউনলোড
শবনম উপন্যাস Pdf Download link-