ফ্রিল্যান্সিং ইন্টারনেট থেকে আয় Pdf Download
freelancing internet theke ay pdf Download by freelancer nasim book
ফ্রিল্যান্সিং ইন্টারনেট থেকে বইয়ের লেখক: ফ্রিল্যান্সার নাসিম
ক্যাটাগরি: ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং
১ম প্রকাশ: বইমেলা ২০২০ সাল
ফরম্যাট: pdf download (পিডিএফ ডাউনলোড)
ফাইল সাইজ: ২৮ মেগাবাইট
WEB DEVELOPMENT:
বইয়ের ভাষায় খুব কঠিনভাবে বােঝাতে ইচ্ছুক নই। তাই খুব সহজ উদাহরণ দিয়ে বােঝাতে চাই, যেন আপনার বুঝতে সুবিধা হয়। একজন শুধু ওয়েব ডিজাইনার, ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে ধারণা না-ও রাখতে পারে। কিন্তু একজন ওয়েব ডেভেলপার ওয়েব ডিজাইন সম্পর্কে ভালাে ধারণা রাখেন। কারণ তাকে সেই ডিজাইন করা ওয়েবসাইটটি নিয়েই কোডিং করে কাজ করতে হবে।
তাে চলুন খুবই সহজভাবে জেনে নিই ওয়েব ডেভেলপমেন্ট কী জিনিস। প্রথমেই কল্পনা করুন একটি প্রাইভেট কারকে নিয়ে। কারটি তৈরির জন্য বিভিন্ন পার্টস তৈরি করা হয়েছে বিভিন্ন ফ্রেম দিয়ে এবং সেগুলােকে রং করা হয়েছে। তারপরে ইঞ্জিন সেট করে গাড়িটিকে চালানাে হয়। যদি ইঞ্জিন না থাকে তবে গাড়িটি চালানাে সম্ভব নয়।
ইঞ্জিন ছাড়া গাড়িটিকে STATIC গাড়ি বলা হবে। STATIC কথার অর্থ “স্থির” কারণ গাড়িতে ইঞ্জিন নেই, সেটি চালানাে সম্ভব নয়। তাই এখন আমরা বলতেই পারি যে গাড়িটির পার্টস, ফ্রেম এবং রংগুলাে সেট করা হলে সেটি হয়ে গেল গাড়ির STATIC DESIGN আর ইঞ্জিন সেট করে দিলে হয়ে গেল DYNAMIC বা প্রগতিশীল গাড়ি, যা চালানাে সম্ভব। সুতরাং STATIC গাড়ি এবং STATIC WEB DESIGN ও ফ্রিল্যান্সিং • ৪৫ DYNAMIC গাড়ি এবং DYNAMIC WEBSITE-এর তুলনা করলে ব্যাপারটি পুরােপুরি ক্লিয়ার হয়ে যায়। ভায় ওয়েবসাইট সেগুলােকেই বলা হয়, যে ওয়েবসাইটগুলাে সার হালনাগাদ বা আপডেট করা যায় এবং বিভিন্ন সময়ে বিভিন্ন তথা বা ছবি/ভিডিও আপলােড করা যায়।
ঠিক তেমনি ফেসবুকে ডেটাবেস না থাকত মেমােরি স্পেস না থাকত, তাহলে হয়তে আমাদের তথ্যগুলাে এবং ছবি ও ভিডিওগুলাে কিছুই থাকতো না। অবশ্যই এসব যে মেশিন দিয়ে রক্ষণাবেক্ষণ করা হয় যেতে আমরা এক প্রকার ইঞ্জিনই ধরে নিতে পারি। আশা করি এ বুঝতে পেরেছেন যে আপনার প্রতিদিনের ফেসবুক পােস্ট টাইম টাইম সেট হয়ে থাকা, ছবি আপনার ফটোস-এর মধ্যে গ; হিসেবে আপলােড হয়ে থাকা এসব কাজ অটোমেটিক হয়ে যs আর এসবই হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট-এর কাজ। তাই ডিজাইনটি একজন করে এবং ডেভেলপমেন্টটি অন্যজন মত পারে, আবার ডিজাইন এবং ডেভেলপমেন্ট একই ব্যইি ,ত পারে যদি সে দুটোই জেনে থাকে। এবার জেনে নিই SSC ডেভেলপমেন্ট শিখতে হলে কী কী শিখতে হবে :
- 1. Php (Raw & Object Oriented) Or Asp.Net
- 2. Mysqli Database
- 3. Javascript
- 4. Jquery
- 5. Ajax
- 6. WordPress Theme Development (Better)
উপরে দেওয়া ৬টি স্কিল জানলে আপনি একজন ওয়েব ডেভেলপার হতে পারবেন এবং কারও ডিজাইন কম
ওয়েবসাইটের ডেভেলপমেন্ট-এর কাজটি আপনি করে দিতে পারবেন। জেনে রাখা ভালাে, ওয়েব ডিজাইনারের থেকে ওয়েব ডেভেলপারের কাজের পারিশ্রমিক বেশিরভাগ সময় বেশিই হয়ে থাকে।
ফ্রিল্যান্সিং ইন্টারনেট থেকে আয় ফ্রিল্যান্সার নাসিম PDF Download And Reading Link-
আরও দেখুন-