Humayun Ahmed Books PDF All

দেবী Pdf Download হুমায়ূন আহমেদ – Debi Pdf by Humayun

বইয়ের নাম: দেবী
লেখক: হুমায়ূন আহমেদ
জনরা: প্যারাসাইকোলজি, রহস্য উপন্যাস
প্রকাশকঃ অবসর প্রকাশনা
স্পয়লার ছাড়া রিভিউ:
রিভিউ করছি নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মিসির আলী সিরিজের জনপ্রিয় উপন্যাস, ‘দেবী’। এটি মিসির আলী সিরিজের প্রথম বই। কাহিনীর প্লট সংক্ষেপে আলোচনা করছি।
‘দেবী’ বইয়ের মূল চরিত্র রানু। তার বয়স ১৭ বছর। মাত্র কয়েকমাস আগে তার বিয়ে হয় আনিসের সাথে। বিয়ের পর থেকেই আনিস খেয়াল করে, রানু মাঝে মাঝে খুব অদ্ভুত আচরণ করে। রানুর ভাষ্যমতে, সে যা স্বপ্ন দেখে, সেটাই বলে সত্যি হয়ে যায়। রানু মাঝে মাঝে খুব ভয় পায়। কী দেখে ভয় পায়, আনিস সেটা জানেনা। মাঝে মাঝে রানু অস্বাভাবিক আচরণ করে। কোনোকিছু করেই তাকে শান্ত করা যায় না। পরিস্থিতি যখন দিন দিন খারাপ হতে শুরু করে, তখন সহকর্মীর পরামর্শে আনিস দেখা করে মিসির আলীর সাথে।
আনিস ও রানু যে বাড়িতে ভাড়া থাকে, সেই বাড়িওয়ালার বড় মেয়ে নীলুফার। নীলু খুব শান্ত, ঠাণ্ডা, মিষ্টি একটা মেয়ে। পত্রিকায় এক অদ্ভুত বিজ্ঞাপন দেখে নীলুর সাথে পরিচয় হয় আহমেদ সাবেত নামের এক ব্যক্তির। সে এই কথা রানুকে বলার আগেই রানু সব জানতে পেরে যায়। খুব ধীরে ধীরে নীলু জড়িয়ে পড়ে এক অজানা মায়ায়।
মিসির আলী কি পারবেন রানুর সমস্যা দূর করতে? রানুর ভয়ের কারণ কী? নীলু যার সাথে কথা বলছে, তার আসল উদ্দেশ্য কী? কেমন করে মিসির আলী জট ছাড়াবেন এমন অদ্ভুত রহস্যের?
আমার অনুভূতি:
মিসির আলী সিরিজের বই হিসেবে আমার পড়া প্রথম বই ‘দেবী’। এই বইয়ের মাধ্যমেই মিসির আলী চরিত্রের সাথে আমার পরিচয় ঘটে। রীতিমত প্রেমে পড়ে যাই মিসির আলীর। প্রথম বই জন্যেই কি না জানি না, এই বইটা এই সিরিজের আমার সবচেয়ে পছন্দের বই।
আমার কাছে মনে হয়, এই বইতে হুমায়ূন আহমেদ তাঁর লেখনীর জাদু দেখিয়েছেন। মিসির আলী চরিত্রটির পূর্ণ বিকাশ ঘটেছে এই বইতে। তাঁর যুক্তির খেলা টানতে বাধ্য যেকোনো বয়সের পাঠককে।
শুধু মিসির আলী কেন, রানু চরিত্রটিও অসাধারণ। রানুর বর্ণনা পড়ে চোখের সামনে যে চিত্রগুলো ফুটে ওঠে, তার জুড়ি নেই। রানুর কথা বলা, তার ভেতরে জন্ম নেয়া রহস্য, তার অস্বাভাবিকতা, এসব হুমায়ূন আহমেদ খুব সুন্দর করে বর্ণনা করেছেন তাঁর এই বইতে।
বইয়ের নীলু চরিত্রটি দারুন। একটা শান্ত, মিষ্টি তরুণীর রূপ ফুটে ওঠে নীলুর মধ্যে। নীলু চরিত্রটি মিসির আলীর পরের বইগুলির জন্যেও অনেক গুরুত্বপূর্ণ একটি চরিত্র।
সব মিলিয়ে ‘দেবী’ বইটি খুব সুন্দর। সত্যি কথা বলতে কী, এর আগে আমি মানুষের মন নিয়ে কোনো বই পড়িনি। সাইকোলজি, বিশেষ করে প্যারা সাইকোলজি নিয়ে খুব আগ্রহ তৈরি হয় এই বই পড়ার পরে। তাই আমি এর কাছে বিশেষভাবে কৃতজ্ঞ।
যারা একটি দারুণ রহস্য বই পড়তে চাচ্ছেন, মানুষের মনের অলিগলিতে ঘুরে দেখতে চাচ্ছেন, হাতে তুলে নিন এই বইটি। ‘দেবী’ আপনাকে নিরাশ করবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!