Books

The old man and the sea Bangla Pdf Download

বইঃ দি ওল্ড ম্যান এন্ড দ্য সি Pdf Download

লেখকঃ আর্নেস্ট হেমিংওয়ে
অনুবাদঃ এনায়েত রসুল ( অনুবাদ মোটামুটি লেগেছে। এইজন্য বইটা পড়তে আমি বেশ নিয়েছি। কিছু কিছু জায়গায় আমাকে বেশ কয়েকবার একই লাইন বারবার পড়তে হয়েছে বুঝার জন্য। )
ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে অনেকদিন ধরে নিজের সাথে এবং পরিস্থিতির সাথে লড়াই করতে করতে প্রায় ক্লান্ত হয়ে যখন এসেছি; ঠিক তখনই বইটা পড়লাম।
পরিস্থিতির সাথে একদম খাপে খাপ মিলে গেছে।
সান্তিয়াগো একজন নিঃসঙ্গ বয়স্ক জেলে। সে তার পুরো জীবনটাই সমুদ্রে মাছ শিকার করে কাটিয়ে দেয়।
বইয়ের কাহিনী চলাকালীন মৌসুমে সে একটানা ৮৪ দিন কোন মাছ ধরতে পারেনি। এই কারণে তার কলিগ জেলেরা তাকে অপয়া জেলে বলে মনে করতে থাকে।
৮৪ দিন মাছ ধরতে না পারলেও তার নিজের অভিজ্ঞতা এবং সামর্থ্যের উপর তার ভরসা ছিলো।
৮৫ তম দিনে সে আবার সমুদ্রে মাছ ধরতে যায়। তারপর কী ঘটে ?
বিশাল আকৃতির এক মার্লিন মাছ তার বড়শিতে আটকায়। তিনদিন অক্লান্ত পরিশ্রম আর কঠোর ধৈর্যের পর সে মাছটি তার নৌকার সাথে বাঁধতে সক্ষম হয়।
এইদিকে সে একজন বয়স্ক মানুষ, তাও আবার একা। হাতে – পিঠে প্রচন্ড পেইন শুরু হয়। প্রয়োজনীয় জিনিসপত্রেরও রয়েছে সীমাবন্ধতা।
চলে যায় গভীর সমুদ্রে। কেমন ছিলো সেই তিনদিন ?
তাছাড়া সমুদ্র কি কাউকে খুব সহজে জিততে দেয় ? এইদিকে রয়েছে হাঙ্গরের উৎপাত।
বুড়ো সান্তিয়াগো ঠিকমতো মার্লিন মাছটা নিয়ে তীরে ফিরতে পেরেছে ? কেমন ছিলো সেই অভিজ্ঞতা ?
জানতে হলে বই পড়তে হবে।
মার্লিন মাছটা বড়শিতে আটকানোর পর থেকে তীরে ফেরার আগ পর্যন্ত বুড়োর যে অভিজ্ঞতা সেটাই মূল মেসেজ।
এই বইটি যে কাউকে নতুন করে ভাবতে শেখাবে। ধৈর্যের আর লড়াইয়ের খুব সুন্দর কম্বিনেশন তুলে ধরা হয়েছে।
বইয়ের পছন্দের দুইটি লাইন :
“হেরে যাওয়ার জন্য জন্ম হয়নি মানুষের। মানুষ ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু কখনো পরাজিত হতে পারে না।”
“মানব জীবনে যত প্রতিকুলতাই আসুক না কেন, হার না মেনে শেষ অবদি লড়াই চালিয়ে টিকে থাকার নামই জীবন। “
বইটি ১৯৫২ সালে পুলিৎজার পুরষ্কার এবং ১৯৫৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করে।
যারা বই পড়তে ভালোবাসেন তারা বইটি পড়ুন। বই পড়তে ভালো না বাসলেও বইটি পড়ুন। অল্প হলেও অনুপ্রাণিত হবেন।
The old man and the sea Bangla Pdf Download

Link :-1 | Link :-2 | Link :-3Link :-4Link :-5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!